নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

"স্ট্রোক" হবার সময় পূর্ব লক্ষন বা সংকেত গুলো

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

স্ট্রোক এর বাংলা কি হতে পারে? জানি না।
ডাক্তার রা "স্ট্রোক" ই বলেন বিধায় এর বাংলা কোন প্রতিশব্দ মনে আসছে না।
কেউ জানলে এখানকার মন্তব্যে উল্লেখ করে দিলে আগাম ধন্যবাদ দিলাম।
বেশ কিছু উপসর্গ স্ট্রোক এর বেলায় লক্ষনীয়, তবে ডাক্তাররা (বিদেশী সাইট ও বন্ধুর ইমেল থেকে সংগৃহীত)
বলেন পূর্বের স্ট্রোক হবার পূর্ব লক্ষন গুলো ছিলঃ
S.T.R.
তথা যদি কেউ লক্ষ করেন কারু শরীর অসুস্থ এবং তিনি ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন বা কথা বলা জড়িয়ে যাচ্ছে, তা হলে S.T.R. পরীক্ষাটি প্রয়োগ করে করতে পারেন
S. = Smile; ঐ অসুস্থ ব্যক্তিকে হাসি দিতে বলুন, তিনি যদি মুচকি হাসি সঠিকভাবে দিতে না পারেন তা ' হলে সমস্যা আছে।
T. = Talk or Speech; তাকে কথা বলতে বলুন, তিনি যদি জড় কন্ঠে কথা বলেন, তা' হলে ও তার স্ট্রোক হবার সম্ভাবনা বা ঐ ধরনের কাছাকাছি কিছু হবার সমস্যা আছে।
R. = Raise both arms, তাকে দুই হাত ওপরে বা সমানে এক সাথে তুলতে বলুন, যদি তিনি তা উঠাতে না পারেন বা উঠিয়ে দুটি সমান্তরালভাবে ধরে রাখতে না পারেন, তা হলেও স্ট্রোক হবার লক্ষন বা তিনি ঐ ধরনে গুরুতর অসুস্থতায় আক্রান্ত হতে যাচ্ছেন।

এবং সাথে নতুন লক্ষন
Tongue = অর্থাৎ ঐ অসুস্থ ব্যক্তিকে তার জিহ্বা বের করে দেখাতে বলুন। যদি তার জিহ্বা এক দিকে হেলে গিয়ে থাকে তা হোলে ঐ ব্যক্তির স্ট্রোক হবার সম্ভাবনা চলছে।
এই ধরনের রুগীকে যদি তিন ঘন্টার মধ্যে নিকটস্থ "স্ট্রোক" হ্যন্ডল করতে পারে এমন হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তা হলে অধিকাংশ ক্ষেত্রে ঐ রোগী সম্ভবতঃ ঐ যাত্রায় বেঁচে যেতে পারেন।

আমি ডাক্তার নই, একজন ডাক্তারই এই প্রতিবেদনের ওপর সঠিক মন্তব্য করতে পারবেন।
আমি শুধু ওয়েব ও ইমেল থেকে আহোরিত তথ্য বাংলায় অনুবাদ করে উপস্থাপন করার চেষ্টা করলাম মাত্র।
ছবিতে FAST ব্যবহার করা হয়েছে, কিন্তু কাজ প্রায় একই।
অর্থাৎ
Face – the face may have dropped on one side, the person may not be able to smile or their mouth or eye may have drooped.

Arms – the person with suspected stroke may not be able to lift both arms and keep them there because of arm weakness or numbness in one arm.

Speech – their speech may be slurred or garbled, or the person may not be able to talk at all despite appearing to be awake.

Time – it is time to dial 999(বাংলাদেশের জন্য প্রযোজ্য নহে, কারন বাংলাদেশে কোন প্রকার জাতীয় সাস্থ ব্যবস্থা নেই, কোন সেন্ট্রাল নাম্বার নেই, যেই নাম্বারে ডায়াল করে কোন ব্যক্তি সাস্থ সেবা পাবেন; অর্থাৎ রোগীর জন্য এ্যম্বুলেন্স চলে আসবে।) immediately if you notice any of these signs or symptoms.

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

খেলাঘর বলেছেন:


বউয়ের সাথে খেলতে গিয়ে যদি অল্পতে হয়রাণ হয়ে যায়, তাও স্ট্রোকের লক্ষণ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

ফেরদাউস আল আমিন বলেছেন: হতে পারে!!!!!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

অপ্রতীয়মান বলেছেন: ব্যাপারটা গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা উচিৎ

ধন্যবাদ এভাবে সহজ করে বুঝিয়ে বলার জন্যে :)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫

শাহ আজিজ বলেছেন: শরীরের যে কোন অংশে ঝিমঝিম ভাব, অসাড় হওয়ার লক্ষন, চট করে বসে পড়া এবং শক্তি হারানো বা কোন ক্ষেত্রে জ্ঞান হারানো স্ট্রোক বা ম্যাসিভ স্ট্রোকের আওতায় পড়ে। কারো কারো প্রচণ্ড মাথাব্যাথা থেকে উপসর্গ শুরু হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সাহায্য নিন হাসপাতালে পৌঁছানোর । সবচে বড় জিনিস হচ্ছে রক্তে পানির পরিমান কমানোর জন্য কাছের ফারমেসি থেকে ল্যাসিক্স ইঞ্জেকশন নিন কারন হাসপাতাল পৌঁছানোও সময়সাপেক্ষ ব্যাপার। ডিসপ্রিন ৫০০গ্রাম চিবিয়ে খান অথবা অ্যাঞ্জিসট ট্যাবলেট জিহবার নিচে রাখুন যাতে হার্টের ফাঙ্কশন ঠিক থাকে । রাস্তাঘাটে হটাত পড়ে যাওয়াকে খাটো করে নেবেন না।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

আলম দীপ্র বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট !

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৯

শাশ্বত স্বপন বলেছেন: দৈনিক আমাদের সময়ে ছাপাতে চা্ই

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৮

ফেরদাউস আল আমিন বলেছেন: ছাপান, তবে আমার সোর্স টা উল্লেখ কইরেন। আমাকে না!

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

কথাকাহন বলেছেন: ইংরেজীতে যেমন stroke শব্দটি নানাভাবে ব্যবহার হয় বাংলার বেলায়ও সেরকম। তবে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয় একভাবেই যার বাংলা অর্থ হতে পারে আঘাত।
এই আঘাত হতে পারে মস্তিষ্কে (brain stroke) অথবা হৃৎপিন্ডে (heart attack/stroke)।
শাহ আজিজ দুটোকে এক করে প্রাথমিক চিকিৎসার কিছু কথা লিখেছেন। তবে ভালো হয় ৯৯৯ অর্থাৎ হাসপাতালে নেওয়া।
আমাদের ৯৯৯ না থাকলেও আছে আপনজন, গৃহকর্মী, কর্মচারী,প্রতিবেশী।
কিছু হলেই ভীর জমে যায়।
আপনজনেরা শারীরিক, মানষিক ও আর্থিক কারণে হাসপাতালে নেওয়ার ব্যাপারে দ্বন্দে ভোগেন এবং সময় মতো না আসাতে যে ক্ষতিটা হয় সেটা তারা ডাক্তার, নার্স আর হাসপাতাল - এদের উপর ঝেরে ফেলেন যেটা কারো উপকারে আসেনা।
গৃহকর্মী, কর্মচারী- চোর, ফাকিবাজ বলে ওদের সাথে দুরত্ব থাকে। প্রতিবেশীরা চালবাজ হওয়াতে ওরাও এগিয়ে আসেনা।
যেহেতু ভবিষ্যত জানার ক্ষমতা আমাদের আল্লাহ দেন নাই এবং উন্নত বিশ্বে আমরা জন্মাই নাই, সেহেতু নিজ স্বার্থে ছলে,বলে,কৌশলে অথবা মানবিক উপায়ে কর্মচারী,প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে।
সেইসাথে নিজের অথবা আপনজনের জরুরী অবস্থা হতে পারে ভেবে কিছু টাকা আলাদা করে রাখতে পারেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫১

ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর বলেছেন। আমাদের দেশে প্রতিবেশী সাথে সম্পর্কটা শহরে উবে যাচ্ছে, এটা হওয়া ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.