নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
ক্যনেনিকাল এর উবুন্টু এখন কম্পুটার ব্যবহারকারীদের প্রায় সকলের কাছে অতি পরিচিত।
প্রতি বছর এপৃল ও অক্টোবর মাসে ক্যনোনিকাল এই লিনাক্স ও এস এর এর পরবর্তী ভার্সান বের করে এবং ব্যবহার কারীরা তা "বিনামূল্যে" নামিয়ে তার কম্পুটারে ব্যবহার করতে পারেন। এর জন্য ক্যনোনিকালকে কোন পয়সা বা অর্থ দিতে হয় না। যদিও ক্যনোনিকাল কিছু "আনুদান" বা তাদের সহায়তার জন্য ওয়েসাইট থেকে অন্যান্য জিনিষ ক্রয়ে প্রচার করে থাকে।
সব লিনাক্স এর একই ব্যবস্থা, লিনাক্স কে কেউ কিনতে পারবে না বলে গঠনতন্ত্রে ব্যখ্যা করা আছে।
যেহেতু লিনাক্স এর গঠনতন্ত্র মাইক্রোসফ্ট জাতীয় সফটওয়্যার প্রতিষ্ঠান থেকে অনেকাংশেই ভিন্নতর, সেহেতু নতুন সফটওয়্যার স্থাপনে কোন লাইসেন্স নাম্বার, এক্টিভেশান নাম্বার ইত্যাদি স্থাপনকালে পূুরন করতে হয় না।
যার কারনে লিনাক্স এর জন্য সফটওয়্যার স্থাপন ও বাৎসরিক রক্ষনাবেক্ষন অনেক সহজ বলে নে করা হয়।
প্রতিবার কিছু নিজের পছন্দ অনুসারে সফ্টওয়্যার স্থাপন করতে হলে তা লিনাক্স ব্যবহারকরীকে আলাদা আলাদা ভাবে করতে হলেও এবার একটি প্রতিষ্ঠান এর একটি বিকল্প উপায় করে দিয়েছেন। এই উপায়ে প্রায় প্রয়োজনীয় ২০টিরও অধিক উবুন্টু র সফটওয়্যার একসাথে স্থাপন করতে পারবেন।
নিচে সাইট ও উপায় দেয়া হোলঃ-
একসাথে স্থাপন
এই সহকারী অস্ত্রের নামঃ-“Ubuntu After Install”
যে সকল সফটওয়্যার একসাথে স্থাপন করতে পারবেন (এই মূহুর্তে), সেগুলি হচ্ছেঃ-
Ubuntu Restricted Extras: video codecs and Flash Plugin; বিভিন্ন ধরনের ভিডিও চালানোর জন্য
libdvdcss DVD চালানোর জন্য
Unity Tweak Tool desktop settings পরিবর্তন করার জন্য।
Variety ডেস্কটপ এর ছবি পরিবর্ন করার জন্য।
Google Chrome ব্রাউযার
LibreOffice মাইক্রোসফট অাপিসের বিকল্প
Skype সবাই জানে
Grive ফাইল সমন্বয় করার জন্য (গুগল ড্রাইবের সাথে)
DropBox মেঘের অন্তরে ফাইল রাখার জন্য।
VLC ভিডিও প্লেয়ার
XBMC মিডিয়া সেন্টার বলা হচ্ছে(বিস্তারিত জানিনা)
Radio Tray অনলাইন রেডিও
GIMP এডোবি ফট শপের বিকল্প
Darktable ফটোগ্রাফারদের জন্য
Inkscape এডোবি ইলাস্ট্রেটর এর বিকল্প বলে জানা যায়।
Scribus ডেস্কটপ প্রকাশনা
Samba উইন্ডোজ জালে শেয়ার করার জন্য।
PDF Tools পিডিএফ ফাইল কাটা কুটি করে সংরক্ষন করার জন্য
OpenShot নিজেই চলচ্চিত্র নির্মাতা হয়ে যান।
Kdenlive চলচ্চিত্রে মাইকেল মূর হওয়ার জন্য
Handbrake DVD’s and videos মোবাইলে চালানোর জন্য।
Audacity শব্দ ও বাজনা সম্পাদনা ও প্রযোজনা করার জন্য।
Steam কোন খেলা, আমি জানি না।
KeePass পাসওয়ার্ড সিন্দুকে রাখার জন্য (চাবি হারাইয়েন না)
Shutter ছবি তোলার জন্য
FileZilla ওয়েব সাইটে ফাইল আদান প্রদান করার জন্য।
p7zip নথি সংকোচন ও প্রসারেীর জন্য
এবং আরও আসিতেছে বলে জানা যায়।
পদ্ধতিঃ-
টারমিনালে গিয়ে নিচের লাইন তিনটা আলাদা আলাদা ভাবে চালান; ‘
sudo add-apt-repository ppa:thefanclub/ubuntu-after-install
sudo apt-get update
sudo apt-get install ubuntu-after-install
তারপর ইউনিটি ড্যাশ থেকে
ubuntu-after-install টি চালান।
কোন কোন সফটওয়্যার স্থাপন একসাথে করবেন, চয়ন করুন।
তারপর দুইঘন্টা চা খাওয়ার বিরতি নিতে পারেন।
লক্ষ রাখবেন, আপনার ইন্টারনেট ও ইলেকটৃসিটি যেন আপনার মত "বিরতি" না নেয়।
কিছু কিছু সফটওয়্যার স্থাপন না ও হতে পারে।
২| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:১০
ফেরদাউস আল আমিন বলেছেন: না আমি সফটওয়্যার প্রকৌশলী নই
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: উবুন্টু
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ইলেকট্রিসিটির বিরতি হলেও পরের বার কমান্ড রান করলেই চলে।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
তুহিন০০৮ বলেছেন: আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ?