![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
গুগল ইন্টারনেট এ খোঁজ বা সন্ধান করার একটি যন্ত্র, যা সকলেই জানেন।
যতগুলো খোঁজ বা সন্ধান করার যন্ত্র ইন্টারনেট এ আছে, তার মাঝে গুগলই আমার মতে সবচচেয়ে শক্তিশালী।
গুগল এর খোঁজ বা সন্ধান করার যন্ত্রটি যাত্রার প্রথম থেকেই তাক লাগিয়ে দেয় সবাইকে তথা সকল ইন্টারনেট ব্যবহারকরীদেরকে।
কারন সেই ১৯৯৯খৃঃ সালে টি শুরু হওয়ার সময় এটির পাতা টি ছিল সবচেয়ে সাধারন এবং খোঁজের প্রতিফলনে থাকত অনেক লাগসই দিক নির্দেশনা। সেই ১৯৯৯খৃঃ সালে এটির পাতায় খোঁজের প্রতিফলনে আসত না কোন বিজ্ঞাপনের সাইড বার। গুগল ব্যবহারকরীকে অনুসরনও করত না (আশা করি) সেই সময়ে।
ধীরে ধীরে গুগল তার খোঁজ বা সন্ধান করার যন্ত্র দ্বারা বিশাল অভিনব আয়ের ভান্ডার খুলে বসল। ব্যবহারকারীর ব্যবহারের প্যটার্ন অনুসরন করে সেই ডাটাবেস বিকৃ করে কোম্পনীকে ব্যবহারকারীর পছন্দ ও অপছন্দের তালিকা মতে সুযোগ সুবিধা গ্রহন করার আহ্বান করতে থাকল নানা ভাবে(মার্কেটিং)। বাংলাাদেশে এটি খুব একটা লক্ষনীয় না হলেও উন্নত দেশ গুলোতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের এই প্রথায় বিভিন্ন আগ্রহী প্রতিষ্ঠান তাদের মার্কেটিং এর আওতায় এনে থাকে।
এছাড়াও গুগলকে বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের আগ্যাবহ বলে ধারনা করা হয়। অর্থাৎ বিভিন্ন খোঁজ বা সন্ধান করার ফলাফল অনেকটা "চাহিবা মাত্র" গুগল যুক্তরাষ্ট্র সরকারের কাছে দিতে বাধ্য। একই কারনে গুগল সরকারের অপ্রিয় প্রচার মাধ্যম হিসাবেও ব্যবহৃত বলে অনেকে যথার্থই অনুমান করেন।
কিন্তু খোদ যুক্তরাষ্ট্রেই গুগলের এই খবরদারি ও নজরদারি অনেকেরই ভীষনভাবে অপছন্দ।
কারন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের সচেতন জনতা ই তাদের ব্যক্তিগত বিষয়ে এ ধরনের খবরদারি ও নজরদারি ভীষনভাবে অাপত্তি জানিয়েছেন। তাই এদের সুবিধার্থে কিছু বিপ্লবী সংগঠন শুরু করেছেন নতুন ধরনের সার্চ বা সন্ধানযন্ত্র।
এরাই হলেন এন্টি গুগল। তার কিছু উদাহরন নিচে দেয়া হোলঃ-
* DuckDuckGo,(duckduckgo.com) the Anti-Google, Is About to Become a Far More Powerful Google Alternative
* Health Ranger launches world's first search engine that favors New Media while banning corporate and government propaganda: GoodGopher.com
* scroogled.com (এটি মাইক্রোসফট দ্বারা পরিচালিত, যে নিজেই "বুদ্ধি সম্পদ" এর প্রবক্তা যার মাধ্যে চুরি করতে পরোক্ষ অনুমতি দেয় আপনাকে বলবে আপনি "চোর")
এরকম অনেক আপনি পাবেন "Anti-Google" লিখে ইন্টারনেট এ সন্ধান করলে।
এর মধ্যে একটি ফোন ও চলে আসবে, তা হোল The Blackphone
২| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:০৮
ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:২৩
বালক বন্ধু বলেছেন: আমি বিগত ১ বছর ধরে DuckDuckGo.com ব্যবহার করছি। আমার বেশীর ভাগই কাজই এটা দিয়ে হয়ে যায়।
এখানে একটা সার্চ ইঞ্জিনের নাম আসেনি। startpage.com এটা বেশ কাজের জিনিস।
ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি হয়তো শতভাগ বন্ধ করা যাবে না। কিন্তু চেষ্টা করলে এটার অবাধ প্রবাহ বন্ধ করা যাবে।