নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরে আরও ৪০০০(চার হাজার) বাস!!

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১


হঠাৎ করেই সংবাদের এই শিরোনামটি কিছুক্ষনের জন্য দেখেছিলাম।
বিজ্ঞাপনের জন্য ও গোষ্ঠি ভিত্তিক টিভি চ্যানেল গুলো হওয়ায় কোন টিভি চ্যানেল দেখারই আকর্ষন এখন আর নেই।
কিন্তু ঢাকা শহরে ৪০০০ বাস সন্মানিত মন্তৃর বক্তব্য কয়েকদিন ধরেই মাথায় ঘোরপাক দিচ্ছে বলে, এ নিয়ে লিখতেই হোল।

তাই প্রথমে ইন্টারনেট এ খুঁজলাম, ঢাকা শহরে সড়কের দৈর্ঘ কত। কারন এই সড়কেই বাস চলতে পারবে!!
১। ন্যশানাল হাইওয়ে (জানি না সড়ক ও জনপথ বিভাগ এটার সংজ্ঞা কি দিয়েছেন)= ৪১৭ কিমি
২। রিজিওনাল হাইওয়ে = ৬৪২ কিমি
ঢাকা শহরের সর্বমোট রাস্তার দৈর্ঘ
১+২ = ১০৫৯কিমি (এক হাজার উনষাট) = ১০৫৯ x ১০০০মিটার = ১০,৫৯,০০০মিটার

বর্তমানে যে পরিমান নিবন্ধিত বাস আছে (বিআরটিসি সূত্র অনুসারে)
১। বাস = ২৭,৩০২ (বিআরটিএ সূত্র নভেম্বর ২০১৬ পর্যন্ত)
২। অন্যান্য যান = ১০,৫০,১২৪ - ২৭,৩০২ = ১০,২২,৮২২

যদি ওয়ান ওয়ে সড়ক অনুমান করেন এবং প্রতিটি যানবাহন মাত্র ১মিটার দৈর্ঘ মাপেন,
তাহলেঃ-
১০,৫৯,০০০মিটার রাস্তা এবং ১০,৫০,১২৪ গাড়ি ঢাকা শহর এমনিতেই অচল
ভয়াবহ অবস্থা, নয় কি? যদি সবগুলি গাড়ি একসাথে রাস্তায় চলতে নামে।

আর যদি ৩লেনের রাস্তা মনে করেন, তাহলে যানবাহন তথা বাসে দৈর্ঘ ১০মিটার বাস্তবে ধরতে হবে, তাহলে ও নিস্তার নেই।
১। রাস্তার দৈর্ঘ = ১০,৫৯,০০০ x ৩ = ৩১,৭৭,০০০ মিটার
২। বাসের কারনে রাস্তা Occupy হচ্ছে = ২৭,৩০২ x ১০ = ২,৭৩,০২০ মিটার
৩। অন্যান্য যান দ্বারা রাস্তা Occupy হচ্ছে (যদি প্রতিটি যান ৩মিটার দৈর্ঘ ধরা হয়) = ১০,২২,৮২২ x ৩ = ৩০,৬৮,৪৬৬মিটার

২্+৩ = ২,৭৩,০২০ মিটার + ৩০,৬৮,৪৬৬মিটার = ৩৩,৩১,৪৮৬ মিটার (যা ৩লেন রাস্তা থেকে বেশি)


সুতরাং বাস্তব বিবেচলনায়, সবগুলো যান বাহন যদি একসাথে বের হয়, তাহলে ঢাকা শহর এমনিতেই অচল।
কপাল ভাল সবগুলো যানবাহন একসাথে রাস্তায় নামে না।
এখানে ৫,০০,০০০(পাঁচ লক্ষ) রিকশা চলার বিষয়টি একেবারেই আনা হয়নি, কারন রিকশার তথ্য সিটি কর্পোরেশনের নিকট থাকে।
রিকশা চলাচলের হিসাব, বুঝতেই পারছেন, আনার প্রয়োজন নেই।


অতিরিক্ত চার হাজার বাস ৪০০০ x ১০ = ৪০,০০০মিটার আারও রাস্তা লাগবে চলতে।

২০০৯ সালের "জাইকা" সমীক্ষা অনুসারে ঢাকা প্রতিদিন নাগরিক গন কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহনের ও চলাচলের শতকরা ব্যবহার নিচে দেয়া হোলঃ- (সূত্র http://www.dtcb.gov.bd/FAQ.aspx#)
কার – ৫.১%,
রিকশা – ৩৮.৩%, হেটে চলেন – ১৯.৮%,
জনগনের বাস – ২৮.৩%,
প্রাতিষ্ঠানিক বাস – ১.৮%,
সিএনজি চালিত – ৬.৬%,
রেল – প্রায় 0% (Source: JICA Report- Phase I, 2009)


আরও কিছু লেখার ইচ্ছা ছিল, কিন্তু ঢাকা শহরের রাস্তায় চলাচল যে একটি জনগনের দূর্ভোগ, তা এই টুকু তথ্যেই, আমার মনে হয়, যথেষ্ট।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

চিন্তক মাস্টারদা বলেছেন: এমন গভীর চিন্তা পরবর্তী আলোচনার জন্য অনেক ধন্যবাদ।



জানি না, কর্তারা বোতলের মাপ দেখবেন নাকি পানির!
আশা করি, প্রথমে পানির পরিমাণ না দেখে বোতলের মাপটা দেখে নিবেন।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬

ফেরদাউস আল আমিন বলেছেন: সর্বোচ্চ পীঠে সমাচিন হয়ে বক্তব্য রাখতে হলে দায়িত্বটিও নিতে হয়। বক্তব্য রাখার সময়ে উপাত্ত্ব জেনে নিলে অনেক সুবিধা হয়।

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

করুণাধারা বলেছেন:
প্রয়োজনীয় উপাত্তসহ খুব ভাল একটি পোস্ট দিয়েছেন। কোন ফিজিবিলিটি স্টাডি ছাড়া, পরিকল্পনা ছাড়া একটা বড় প্রকল্প শুরু করা হয়। তারপর কিছুদিন পর সেই প্রকল্প ব্যর্থ হয়ে পরিত্যক্ত হয়। এর আগে শুরু হয়েছিল স্কুলবাস প্রকল্প। সেটার কি হল? ফলোআপ কিছু আছে। এগুলো করে আমজনতার দুর্ভোগ বাড়ে আর কিছুলোকের পকেট ভারী হয়।

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯

ফেরদাউস আল আমিন বলেছেন: এ রকম আরও আছে,
"ওয়াটার বাস" ঢাকা শহরের চারিদিকের নদী দিয়ে ঘুরে ঘুরে যাত্রী নেবে। তুরাগ নদীতে যাত্রা কালীন সময়ে কোন "ওয়াটার বাস " চলতেই দেখিনি।
এখন হয়েছে হাতীরঝিলে একই প্রকল্প, উঁচু ভাড়ার কারন, সময়সূচী, যান্তৃক নৌযানগুলোর ধারন ক্ষমতা, যাত্রী উঠা-নামার স্থানের পাকা ঘাট ও সহজে "এ্যকসেস", প্রচারের অভাবও রুট ম্যাপ না দেয়া ইত্যাদি বহুবিধ সল্পতার কারনে এই প্রকল্প ও সম্ভবত ফলপ্রসূ হবে না। অথচ কেউ যদি হাতীর ঝিল ও গুলশান লেক এর সংযোগ দেখেন, রামপুরা বৃজ থেকে গুলশান -২ নম্বরে অতি সহজে যাতায়ত করা যায়, ভাড়া যদি ১০টাকা হয়।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

করুণাধারা বলেছেন: ভাই আপনি কেন মন্তব্যের সবুজ তীরে ক্লিক করে প্রতিমন্তব্য করেন না? তাহলে উত্তর বুঝতে সুবিধা হত আর কি।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬

ফেরদাউস আল আমিন বলেছেন: উবুন্টু তে মনে হয়, সবসময় সবুজ তীরটি দৃশ্যায়িত হয় না, তাই, হয়তো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.