নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব ব্যাপি বিদ্যুৎ চালিত গাড়ি ও বাংলাদেশ

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫


বাংলাদেশে হাজারে হাজার বিদ্যুৎ চালিত গাড়ি চলছে।
এগুলোর ধরন, নাম নানা রকম।
যেমনঃ-
১। ইযি বাইক (যদিও এটি কোন বাইক বা দুই চাকার বাহন নয়, প্রায় ৯৯% এর অধিক ই হবে তিন চাকার ইলেকটৃক যান, অলি গলিতে বহু চলছে, অধিকাংশ পৌর অনুমতি নিয়ে।)
২। ইলেকটৃক বাইক (গৃন টাইগারস, পুরান ঢাকা থেকে প্রচুর বিকৃ করেছেন, কিন্তু বর্তমানে জানা যায়, ট্র্যফিক পুলিশ বিআরটিএর নির্দেশনায় এগুলো আর ঢাকার প্রদান সড়কগুলোতে চলতে দিচ্ছে না)
৩। বিদ্যুৎ চালিত রিকসা (প্রচুর চলছে)
৪। বিদ্যুৎ চালিত রিকসা ভ্যান (এটিও প্রচুর মহকুমা শহরে চলছে)
৫। বিদ্যুৎ চালিত বাস (আমার জানামতে বাংলাদেশে এখনও চালু হয় নাই)
৬ (ক)। বিদ্যুৎ চালিত চার চাকার বাহন (বগুড়ায় একজন নিজে বানিয়ে সম্ভবত বিশেষ অনুমতি নিয়ে শুধু বগুড়ায় চালাচ্ছেন, দেখতে ভাল, গতি জানা যায় প্রায় ৮০কিমি প্রতি ঘন্টায় ওঠে)
৬ (খ)। বিদ্যুৎ চালিত চার চাকার হাই স্পীড , দূর পাল্লার গাড়ি (বি আরটিএর সংজ্ঞায় বিদ্যুৎ চালিত দুই বা তিন বা অধিক চাকার গাড়ি, ইন্জিন তথা "মটর" নাই বিধায় মটর গাড়ি বলা যাবে না, সুতরাং নিবন্ধন ও অাইন সম্মত নয়, সুতরাং কেউ বিদ্যুৎ চালিত কোন প্রকার গাড়ি আমদানি করতে পারবেন না )
৭। সৌর বিদ্যুৎ চালিত গাড়ি, এখনও দেখা যায় নি বাংলাদেশে।

যাক বিশ্ব তো বাংলাদেশের আইন অনুযায়ী চলে না, চলে নতুন নতুন উদ্ভাবন এর বাস্তবিক প্রয়োগ দিয়ে।


বিশ্বে কোন বিদ্যুৎ চালিত গাড়ি কি রকম বিকৃ হচ্ছে তা উপরের সারনি থেকে বুঝতে পারবেন।
বিভিন্ন দেশে র সরকার ও বিদ্যুৎ চালিত যান বাহন চালিয়ে পরিবেশ কে দূষন মুক্ত রাখতে সাহায্য করছেন বিদায় ট্যাক্স সুবিধাও ঐ বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারকারী কে দিচ্ছেন।

কিছু কিছু শহরে বিদ্যুৎ চালিত কার কে ফৃ পার্কিং শহ ফৃ চার্জিং এর সুবিধা ও ঐ শহরের পৌর কর্তৃপক্ষ করে দিয়েছেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

শামছুর রহমান বলেছেন: পড়ে অনেক ভাল লাগলো !

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫

ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ।
কবে নাগাদ দুই চাকা ও তার অধিক চাকা ওয়ালা ইলেক্টৃক গাড়ি বি আর টি এতে নিবন্ধিত হতে শুরু করবে, তা' ই এখন দেখার বিষয়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.