![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
ঢাকা-চট্টগ্রাম সড়কের যাত্রা পথে কোথায় ট্র্যাফিক গতি কি রকম, জানতে হলে এখন আর বিপরীত দিক থেকে আসা বাস বা ট্রাক ড্রাইভারকে না জিজ্ঞেস করলে ও চলবে।
মন্তৃ মহোদয়ের টিভির বানীর জন্য অপেক্ষা না করলে ও হবে।
চলমান টেলিযোগাযোগ প্রযুক্তি, স্মার্ট ফোন ও ডাটা সম্ভার থাকলেই যথেষ্ট।
১। এ্যন্ড্রয়েড স্মার্ট ফোনে গুগল ম্যাপ এ্যাপটি নামিয়ে চালু করুন, ডাটা অন ও ডাটার সম্ভার থাকতে হবে
২। Direction এর জায়গায় উপরে আপনার গন্তব্য স্হল সঠিক ইংরেজি বানান এ লিখুন
৩। যাত্রা শুরু স্হানটির নাম তার উপর আবার ইংরেজিতে লিখুন
৪। এবার Go Buttonটি চাপুন.. আপনার যাত্রা রুট বা সড়ক পথটি গাঢ় লাল, লাল, হলুদ ও নীল রং এ রাঙায়িত হবে।
এই রং পথেই আপনি আপনার যাত্রা কোন স্হানে কি গতিতে যেতে পারবেন তা ফুটে উঠবে, ম্যাপটি dynamic তথা সময়ানুসারে ট্র্যাফিক condition অনুযায়ী পরিবর্তন হতে থাকবে।
রং এর ব্যখ্যা বা interpretation:-
রাস্তার রং যদি গাঢ় লাল হয়, তা হলে বুঝতে ঐ এলাকায় যান বাহন হয় থেমে আছে বা ১~৫ কিলোমিটার/ঘন্টায় চলছে।
রাস্তার রং যদি শুধু লাল হয়, তা হলে বুঝতে হবে ট্র্যাফিক ৫~৭ কিলোমিটার/ঘন্টায় চলছে।
রাস্তার রং যদি শুধু হলুদ হয়, তা হলে বুঝতে হবে ঐ স্হানের সড়কের যান গুলো ৮~২৫ কিলোমিটার/ঘন্টায় চলছে।
রাস্তার রং যদি নীল হয়, তা হলে বুঝতে ঐ এলাকায় যান বাহন ঘন্টায় ২৫~৫০ লিলোমিটার বা তারও উর্ধ গতিতে চলছে। এই নিল রংটি ট্র্যাফিক কন্ডিশন স্বাভাভিক বলতে হবে।
একেবারে রাস্তা খালি থাকলে সবুজ রং দিয়ে তা রাঙায়িত হবে, সেটা আমার চোখে পড়ে নি।
মোবাইল থেকে উদাহরন হিসেবে মানচিত্র দেয়াত অপশান দেখলাম না, সেটা ডেস্কটপ ব্যবহার করলে দেব।
২| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২১
ফেরদাউস আল আমিন বলেছেন:
এই ছবি বা মানচিত্রে পুরো ঢাকা- চট্টগ্রাম রুটটি দেখা যাচ্ছে (রাত পোনে ৯টায় স্কৃন শট নেয়া
৩| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৩
ফেরদাউস আল আমিন বলেছেন:
এখানে মেঘনা বৃজ ও দাউদকান্দি বৃজ এলাকা বড় করা হয়েছে কারন এই দুটি এলাকায় বৃজ সিন্গল লেন হওয়ায় দিন রাত চব্বিশ ঘন্টা জ্যাম লেগে থাকে
৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৬
ফেরদাউস আল আমিন বলেছেন:
মানচিত্রের এই স্থানটি হচ্ছে কুমিল্লা থেকে ফেনী প্রবেশের সময়ে রেলের ফ্লাইওভার দেখাচ্ছে। এখানেও প।রাএ দিন রাত চব্বিশ ঘন্টা জ্যাম লেগে থাকে , কারন সম্ভবত ফ্লাই ওভারটি সিন্গেল লেন এখনও।
৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩২
ফেরদাউস আল আমিন বলেছেন: ব্লগ পোস্টটির বানান শোধরানোর জন্য এডিট করার চেষ্টা করলাম, কিন্তু কোন অপশান দেখলাম না। সুতরাং মোবাইল থেকে লিখে পোস্ট করতে গিয়ে " ট্র্যাফিন " বানান ভুল হয়েছিল, বিশেষ করে শিরোনাম এলাকায় (যা আমার কাছে পছন্দ নয়) তার জন্য দুঃখিত এবং পাঠককূলের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
ইতি পূর্বে আমার লেখা আমি এডিট করে রি -পোস্ট করতে পারতাম, এই প্রথম দেখলাম পারছি না
৬| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯
ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ, এডিট করতে পেরেছি
৭| ১৩ ই জুন, ২০১৮ রাত ১১:১০
রসায়ন বলেছেন: একজন গুগল লোকাল গাইড হিসেবে ও ম্যাপ ইউজার হিসেবে এটা আগেই জানতাম কিন্তু আপনার পোস্টের মাধ্যমে অনেকের উপকার হবে বিশেষত যারা সড়ক পথে বাসায় যাবে। বাংলাদেশে ট্রেন রুটের ম্যাপ ইন্টিগ্রেশন এখনো করেনি গুগল । আশাকরি দ্রুত সেটাও করে ফেলবে ।
৮| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন:
১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫
ফেরদাউস আল আমিন বলেছেন: এই রাস্তা টি কোথায়?
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৮ রাত ১০:০৩
কাইকর বলেছেন: সুন্দর পোস্ট +++