![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
পাকিস্তান আমলে আমার মা একটি জমি এই হাইমচরে কিনেছিল।
ছোট বেলায় বাবা মা কে বলতেন, "তোমার জমি শুনি পানির নিচেই থাকে"! তার সংগে আরও কিছু কথাবার্তা, কিন্তু বুঝতাম না পানির নিচে জমি কি ভাবে থাকে।
বড় হয়ে এই ষাট পেরিয়ে যখন সেই জমি দেখতে গেলাম, তখন বুঝলাম, জমি কেন পানির নিচে থাকে
সেই নদী ভাঙ্গা হাইমচরের বেশ কিছু ছবি দিলাম। অসম্ভব প্রকৃতি পরিবেশ বেষ্টিত এর স্থান, কিন্তু সকলে সব সময় শংকায় থাকে কখন না জানি উন্মত্ত মেঘনা তাদের জমি, ভিটা ও বাড়ি বিলীন করে দেবে।
সূর্যাস্তে হাইমচর
চরের ভেতরের নদী
হাইমচর স্কুলের পাশে বিস্তর ফসলি জমি
Informal class নিচ্ছি, তথ্য প্রযুক্তির পরিচিতি নিয়ে, মার্চ ০৭ (সম্ভবত), ২০২১খৃঃ
অন্যান্য ছবি,
পশ্চিম হাইমচর
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৭
ফেরদাউস আল আমিন বলেছেন: মেঘনার দক্ষিন পশ্চিমে, চাঁদপুর শহরের বড়স্টেশনের মাথা থেকে প্রায় ৩০ কিলোমিটার হবে
২| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
ক্লাশরুম তো খুবই সুন্দর। আমি কি করেন?
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫০
ফেরদাউস আল আমিন বলেছেন: ক্লাশরুম আপাততঃ দূর্যোগ ব্যবস্থাপনার Cyclone Shelter এ
৩| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৯
ফেরদাউস আল আমিন বলেছেন: চাঁদপুরের দক্ষিনে, প্রায় 30 কিলোমিটার দক্ষিনে মেঘনার পশ্চিম পারে
৪| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১১
ফেরদাউস আল আমিন বলেছেন: এখন বেকার জীবন অথবা অবসর জীবন যে যেটা মনে করে!
৫| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনি স্কুলে কম্প্যুটার ক্লাশ নিলেন কিভাবে?
৬| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:০৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক পুরনো সমস্যা।সরকারের কোটি কোটি টাকা ভেসেগেছে নদির পানিতে কিন্তু কোন সমাধান হয় নাই।
৭| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:৩২
ফেরদাউস আল আমিন বলেছেন: Computer donate করেছিলাম, তাই তথ্য প্রযুক্তি পরিচিতি ক্লাসটাও আমাকেই নিতে হয়েছে
৮| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৪
ফেরদাউস আল আমিন বলেছেন: সঠিক প্রযুক্তি প্রয়োগের অভাব, নদী শাষনে
৯| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
স্কুলে কয়টা কম্প্যুটার আছে?
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৮
ফেরদাউস আল আমিন বলেছেন: আপাততঃ একটা
১০| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
ছেলেমেয়েরা পড়ে?
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৯
ফেরদাউস আল আমিন বলেছেন: আশা করি পড়ে!
১১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ।
১২| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ৮:০৮
স্থিতধী বলেছেন: ছবিগুলো সুন্দর। আপনার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নিয়ে আগ্রহ আছে বলে মনে হচ্ছে। আশা করি হাইমচর স্কুলে লেখাপড়া হয় ঠিকমতো।
১৩| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪
ফেরদাউস আল আমিন বলেছেন: Project এর মাধ্যমে হেড মাস্টার কে একটা terminal deya হয়েছে, seta দিয়ে উনি ব্রাউজ করতে পারেন, আর কিছু নa।
Amra যেটা দিয়েছি সেটা একটা Celeron ডেস্কটপ কম্পিউটার। প্রথমে এই অল্প দামে ডেস্কটপ কম্পিউটার দিলাম যাতে করে তাদের ইন্টারেস্ট টা দেখা যায়। যদি দেখি আগ্রহ আছে, এরপরে ইচ্ছা আছে একটা আই থ্রি ডেক্সটপ দিব
১৪| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪
ফেরদাউস আল আমিন বলেছেন: কয়েকটা ভলুন্টারি ক্লাস নিলে বুঝা যাবে ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহী কিনা আর প্রযুক্তিতে আগ্রহী কিনা
১৫| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৫
ফেরদাউস আল আমিন বলেছেন: প্রথমে থিওরিটিক্যাল পরে উইন্ডোজ o লিনাক্স ইন্সটল করে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করেছি
১৬| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৬
ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ
১৭| ১৭ ই মে, ২০২১ দুপুর ১:৪২
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো সুন্দর। শেষের থেকে ২ নং ছবিটা কি কারো বাড়ী, নাকি শিক্ষা প্রতিষ্ঠান?
ইনফরমাল ক্লাস নেয়ার পরের অভিজ্ঞতাটা কেমন? ছেলেমেয়েদের মধ্যে চোখে পড়ার মত কোন আগ্রহ দেখতে পেলেন কি?
একটা ভাল উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে সাধুবাদ, পোস্টে দ্বিতীয় ভাল লাগা + +।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৬
ফেরদাউস আল আমিন বলেছেন: একটা স্কুল এবং একটা বাড়ি
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
হাইমচর মেঘনার কোন এলাকায়?