নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
কিছুদিন পূর্বে নদীভাঙ্গা হাইমচরের কিছু ছবি দিয়েছিলাম এখন কিছু ভিডিও দিচ্ছে কিছু ভিডিওতে আমার ছবিও হয়েছে কিন্তু অধিকাংশ ওই এলাকার
ভাঙ্গনের কারণে পশ্চিম অঞ্চলের কোন বড় ধরনের বনায়ন নাই এবং যারা বসবাস করেন তাদের বসতভিটা ও অনেকটা সাময়িক ধরনের অর্থাৎ ইট বালু সিমেন্ট কংক্রিট দিয়ে তারা কোন বাড়ি তৈরি করতে আগ্রহ বোধ করেন না কারণ যেকোন সময় যেকোন জায়গায় মেঘনার ভাঙ্গন এর কারণে এই সব ঘরবাড়ি বিলীন হয়ে যাবে।
২০১৮খৃঃ সালে আমি যা দেখেছি তার থেকে ৪০০ ফিট পশ্চিমে ভাঙ্গন চলে এসেছে এবং কতটুকু ভাঙবে কেউ বলতে পারেন না
যার কারণে অনেকেই এলাকা ছেড়ে শহরে সহযোগী হয়েছেন যেখানে নদীর ভাঙ্গন নেই।
কিন্তু যারা আসবেন তারা সহজেই স্বীকার করবেন এরকম সুন্দর পরিবেশ নদীর তীরে বড় বড় নদীর তীরে পাওয়া যায় না।
ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পাইলিং করে বাঁধ করে উজানে তীর রক্ষা করার চিন্তা-ভাবনা করতে পারেন বা এ বিষয়ে গবেষণা করতে পারেন। উজানে ভাঙ্গন রোধ করা গেলে ভাটিতে হয়ত এ ভাঙ্গন হবে না।
যাহোক এ বিষয়ে আমি বিশেষজ্ঞ নেই পানি উন্নয়ন বোর্ডের যারা বিশেষজ্ঞ এবং নেদারল্যান্ডের যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন
মার্চ ২০২১খৃঃ সালের প্রথম দিকে হাইমচর পশ্চিম থেকে আমাদের ফেরত যাত্রা
নদীতে মাছ ধরার প্রস্তুতি
স্কুলে ছাদ থেকে জানুয়ারী ৩০, ২০২০ খৃঃ সালে নেয়া হাইমচর পশ্চিম, চাঁদপুরের ভিডিও
ডেস্কটপ অনুদানের পর তথ্য প্রযুক্তির প্রারম্ভিক ক্লাস নেয়া
যদিও মনে অধিকাংশই উৎসুক ছাত্র ছাত্রীরা অনুধাবন করেন নি।
ইচ্ছা আছে আরও ক্লাস নিয়ে ছাত্র ছাত্রীদের দিক নির্দেশনা সঠিক করা
সামু র ইউটিউব লিংক এ ভুল এড্রেস কপি হচ্ছিল, (কেন বলতে পারব না) সে জন্যে ইতিপূর্বে ভিডিও চলছিল না। এখন আশা করি ঠিক হয়েছে।
২৮ শে মার্চ, ২০২১ রাত ৯:০৩
ফেরদাউস আল আমিন বলেছেন: ক্লাসে কি বলেছিলাম, পুঙ্খানুপুরুপে এখন তা তো পুনরোল্লেখ করতে পারব না, এই ভিডিওটি নিয়েছিল আরেকজন, তার লেন্স ও শব্দ আহরন হয়তো অত ভাল ছিল না। ঐ সময়ে Engineering and ISO নিয়ে কথা হচ্ছিল এবং যিনি পাশে দাঁড়িয়ে ছিলেন, তিনি হেড মাস্টার। তাকে ই বলার চেষ্টা করছিলান কেন একটা দেশে Standards এর প্রয়োজন হয়।
কোন দেশে Standards না থাকলে, বানিয়ে নিতে হয়।
এবং Standards অধিকাংশ সংস্থা "সুপারিশ" আকারে বের করে, যাতে করে তাদের আইনের প্যাচে তাদের পড়তে না হয়।
২৮ শে মার্চ, ২০২১ রাত ৯:০৪
ফেরদাউস আল আমিন বলেছেন: নিজেই আপাততঃ
২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
চরের ছেলেমেরা পড়ালেখা করে?
২৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:১৮
ফেরদাউস আল আমিন বলেছেন: একটা ক্লাস নিয়ে assess বা নিরুপন করা সম্ভব না; তবে হেড মাস্টার জানালেন শিক্ষা অধিদপ্তর কিছু দিন পরপর জাতির পিতা, বঙ্গবন্ধু এবং সমসাময়িক বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনের খোঁজ খবর নেন; এবং তার প্রতিফলন
৩| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: হ্যা ভিডিও দেখলাম।
নদী যেন না ভাঙ্গে সরকারকে সেই ব্যবস্থা করতে হবে।
২৯ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৮
ফেরদাউস আল আমিন বলেছেন: নদী তো ভাঙ্গবে না, নদী পার ভেঙ্গে জমি, ঘর, বাড়ি, ক্ষেত গ্রাস করে!
৪| ১৭ ই মে, ২০২১ দুপুর ২:০৭
খায়রুল আহসান বলেছেন: ভিডিও চিত্রগুলো স্বল্পদৈর্ঘের রেখে ভাল করেছেন। এর চেয়ে দীর্ঘতর হলে ধৈর্যচ্যূতি ঘটে।
আপনার লেকচারের সময় পাশে হেডমাস্টারকে দন্ডায়মান না রাখলেই ভাল হতো। এতে দর্শক শ্রোতাদের মনযোগে বিঘ্ন (ডিসট্র্যাকশন) ঘটে। অবশ্য লেকচারটি ভিডিওতে ধারন করা হচ্ছে দেখে আমাদের সংস্কৃতি অনুযায়ী বোধকরি তিনি নিজেকে দেখাবার লোভ সম্বরণ করতে পারেন নাই। হাজার হোক, হেডমাস্টার বলে কথা!
আপনার এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। + +
০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৮
ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
কলাবাগান১ বলেছেন: বঙ্গবন্ধু এর নাম শুনলে অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়.............সুযোগ খোজে কিভাবে নাম টাকে প্রশ্নবিদ্ধ করা যায়..তবে গোলাম আযম এর নামে কোন এলার্জি নাই
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি ক্লাশে কি বলছিলেন, ভিডিওতে শোনা যায় না; আপনি কি নিজ চেষ্টায় এগুলো করছেন?