নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকি, ছাগু ও নাস্তিক এর প্রবেশ নিষিদ্ধ ।

টেক্সটাইল প্রকৌশলী হিসাবে কর্মরত ।

ফেরদৌস আহমেদ নবীন

নিজের সম্পর্কে গুণগান করার তেমন কিছু নাই ।। মিথ্যা কে ঘৃণা করি ও মিথ্যা কথা না বলার চেষ্টা করি ।। আমাকে ফেসবুকে সাবস্ক্রাইব করতে পারেন।। www.facebook.com/fanobin

ফেরদৌস আহমেদ নবীন › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল কি শুধু একা দায়ী ?? আসল ঘটনা জানুন ।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ আশরাফুল।



বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার।

ক্রিকেটের রেকর্ডবুক কাঁটাছেড়া করা প্রথম বাংলাদেশী ক্রিকেটার।

ওয়ানডে ক্রিকেট কে জয়ের পথ দেখানো ক্রিকেটার।



আশরাফুল সেই ক্রিকেটার যখন বাংলাদেশের জয় চাওয়া বাদ দিয়ে মানুষ শুধু আশরাফুল ভাল খেলুক এই দোয়া করত ।



আজ সেই আশরাফুলের দুঃসময় । বড় দুঃসময় আমরা কি আশরাফুল কে ছেড়ে যাব ? আইনের প্যাচে ঘোরপাক খাওয়া আশরাফুল কে ফেলে দেব আস্তাকুড়ে ? অবশ্যই না ।



আমাদের ভাবতে কেন আজ আশরাফুলের এই পরিণতি



আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ ম্যাচ ফিক্সি এর । উড়তে থাকা ঢাকাগ্ল্যাডিয়েটর্স- আর ধুকতে থাকা চিটাগং কিংস এর ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ । হ্যা অভিযোগটা শুধু আশরাফুলের দিকেই । কারন আশরাফুল সে ম্যাচের অধিনায়ক ছিল । খেয়াল করুন, অভিযোগটা ম্যাচ ফিক্সিং এর, স্পট ফিক্সিং এর । স্পট ফিক্সিং মাত্র দুই মিনিটের ম্যাগি নুডলসের মতই ব্যাপার । কিন্তু ম্যাচ ফিক্সিং সেই ম্যাচের পুরোটা সময়ের ব্যাপার । যা কিনা একজন ক্রিকেটারের পক্ষে সম্ভবই না । তাহলে ১১ জনের মধ্যে শুধু আশরাফুল একা দোষী কেন হবে ?



ঢাকা ৮৮ রানে অলআউট । অভিযোগের তীর আশরাফুলের দিকে । আশরাফুল নাকি ধীর ব্যাটিং করেছেন । বাকিরা তাহলে কেন রান নেয়নি ? নাকি রান করা শুধু আশরাফুলের দ্বায়িত্ব ছিল ? নাকি আশরাফুল বাকিদের রান নিতে নিষেধ করে দিয়েছিল ? যদি নিষেধ করে থাকে তাহলে সেই খেলোয়াড়রা মুখ খুলছে না কেন ? দোষী তো তারাও ? তাই নয় কি?



১০ লাখ টাকার বিনিময়ে ম্যাচ ছেড়েছেন আশরাফুল !!!





সত্যিই কি তাই ? দেশের সবচেয়ে ধনীপাঁচ ক্রিকেটারের একজন আশরাফুলের কাছে ১০ লাখ কি অনেক টাকা হয়ে গেল ? যে আশরাফুল আইসিএলের কোটি টাকা দূরে ঠেলে দিয়ে আইসিএলে যায়নি সেই আশরাফুল মাত্র ১০ লাখ টাকার জন্য ম্যাচ ছেড়ে দেবে ? ব্যাপারটা কেমন না ?

ধরলাম আশরাফুল ম্যাচ ছেড়ে দিয়েছে। ম্যাচ ছাড়ার জন্য তাকে ফোর্স প্রয়োগ করা হয়নি এটা কি বিশ্বাসযোগ্য ? অবশ্যই না । তাকে বাধ্য করা হয়েছে । আসল অপরাধী সেইব্যাক্তিই যে আশরাফুল কে বাধ্য করেছে ।

বাধ্য করার পরও আশরাফুল কেন ম্যাচ ছেড়ে দিল ? কেন মাশরাফির মতবিরোধীতা করে সবকিছু ফাঁস করে দেয়নি ?



প্রশ্নটা উঠা অস্বাভাবিক নয় । তবে চলুন একটু পেছনে ফিরে যাই । আগের দুই বছর আশরাফুলের অবস্থা কি ছিল বোঝার চেষ্টা করি । এই সময়টা ছিল ধীরে ধীরে ক্রিকেট থেকে আশরাফুল নামটি বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়ার সময় । বাংলাদেশ দলের ধারাবাহিক ভাল পারফর্মেন্স, ব্যাটসম্যানদের ধারাবাহিক ভাল পারফর্মেন্স আশরাফুল কে দল খুব একটা মিস করেনি। তবুও আশরাফুল চেয়েছেন ফিরে আসতে । প্রতিবারের মত আরেকবার সুযোগ পেতে । বিপিএল ছিল আশরাফুলের সেই কামব্যাক টুর্নেমেন্ট । বিপিএলের ভাল পারফর্মেন্সই আশরাফুল কে শ্রীলংকা সিরিজের দলে ঢুকিয়েছিল । যদি বিপিএলে আশরাফুল কে ঢাকা বাদ দিত । বসিয়ে রাখত সাইড বেঞ্চে। যদি বিপিএলে আশরাফুল সুযোগ না পেত তাহলে হয়ত শ্রীলংকায় আমরা আশরাফুলের ১৯০ রানের মহাকাব্যিক ম্যাচটি দেখতে পারতাম না । আশরাফুল কে বসিয়ে রাখার হুমকি দিয়ে যে ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করা হয়নি সে প্রশ্ন কে করবে? ১০ লাখ টাকাই আসল কথা না



তবুও আশরাফুল হয়ত দোষী প্রমাণিত হবে । আইন তাকে ছুড়ে দেবে ক্রিকেটের বাইরে । ক্রিকেটর ইতিহাস হয়ত দীর্ঘশ্বাস নিয়ে স্মরন করবে আশরাফুলের নাম কিন্তু যারা আশরাফুলের পেছন থেকে কলকাঠিনেড়েছে তারা হয়ত থেকে যাবে বহাল তবিয়তে । কারন তারা যে ব্যবসায়ী ।ব্যবসাটা তারা ভালোই বোঝে । কিভাবে নিজেদের বাঁচিয়ে কাজ উদ্ধার করা যায় সেটা তাদের থেকে ভাল কে বোঝে ?



সংগৃহীত

FERDAUS AHMED NOBIN

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রাতুল রেজা বলেছেন: বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার ভারতীয় স্বরযন্ত্র।

২| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

টানিম বলেছেন: আমিও লিখছিলাম ।পড়ে আসতে পারেন ।
আশরাফুলের সমস্যা মানসিক (একটু আপডেট আছে)

৩| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সেমিবস বলেছেন: বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার ভারতীয় স্বরযন্ত্র।

০৫ ই জুন, ২০১৩ রাত ২:০৭

ফেরদৌস আহমেদ নবীন বলেছেন: 100% agree.....

৪| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সেমিবস বলেছেন: বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র।

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৯

অদ্ভুত স্বপ্ন বলেছেন: রাতুল রেজা বলেছেন: বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র।

৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৬

হ্যাজাক বলেছেন: তবুও ভালবাসি তোমাকে আশরাফুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.