![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে, সে বিদায় নেয়ার সময় বলবে ,"ভালো থেকো"
বন্ধু দূরে চলে গেলে... সে ও বলে যাবে ,"ভালো থাকিস"
আপনি হয়তো কারও কাছ থেকে দূরে চলে গেলেন , আপনিও বলবেন "ভালো থাকো"
সবাই চায় , সবাই ভালো থাকুক কিন্তু ভালো থাকার জন্যই তাকে পাশে প্রয়োজন ছিল এটা হয়তো বুঝানো যায় না।
রাত পেরিয়ে ভোর হয়... রঙিন জীবন হয় সাদাকালো ... শুধু ভালো থাকাটাই আর হয় না।
খুব সহজেই হয়তো বলে দেয়া যায় "ভালো থেকো" কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিনের শেষে অতো সহজে বলতে পারেনা "ভালো আছি"..
২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮
কল্লোল পথিক বলেছেন: খুব সহজেই হয়তো বলে দেয়া যায় "ভালো থেকো" কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিনের শেষে অতো সহজে বলতে পারেনা "ভালো আছি"..
চমৎকার বলেছেন।
৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১০
বিজন রয় বলেছেন: কজনই তা পারে।
++++
৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১২
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কথা গুলো অনেক সুন্দর বলেছেন
হৃদয় ঘটিত সম্পর্কে ভাঙ্গণ ধরলে আসলেই ভালো থাকা যায়না।
৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭
জ্যোস্নার ফুল বলেছেন: তবু ভালো থাকতে হয়, হাসি মুখে বলতে হয় ভালো আছি।
কতবার বলা যায় ভালো নেই
৬| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
ফেরদৌস আহমেদ নীরব বলেছেন: ধন্যযোগ সবাইকে এতো ভালকিছু মন্তব্য দেওয়ার জন্য.........
৭| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
তারেক ভূঁঞা বলেছেন: অনেক ভালো লাগলো
৮| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১
ফেরদৌস আহমেদ নীরব বলেছেন: ধন্যবাদ........ @তারেক ভু্ঁঞা
৯| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
ফেরদৌস আহমেদ নীরব বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪২
রাবেয়া রাহীম বলেছেন: খুব সহজেই হয়তো বলে দেয়া যায় "ভালো থেকো" কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিনের শেষে অতো সহজে বলতে পারেনা "ভালো আছি"..
খুব সহজ সরল সত্য কথায় মন ভরে গেল। সুন্দর লেখা। ভাল লেগেছে।