নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

আমি চেয়েছিলাম......।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

ফেলে দাও ডাস্টবিনে তবে ;
আমায় বস্তা বন্দী করে।
-
তোমার ঠোঁট দুটো যদি এতই দুর্লভ
কি হবে বেঁচে থেকে ? কি হবে ?
-
চেয়েছি তো শুধু, একটা মাত্র চুমু
তাও আলতো করে, ভীষণই আলতো করে
লিপস্টিক বাঁচিয়ে; ঠোঁটের কানাতে।
-
তোমার ছোঁয়া যদি এতই অধরা
কি হবে বেঁচে থেকে ? কি হবে ?
-
চেয়েছি তো শুধু, একটু মাত্র ছোঁয়া
তাও একদিন পর ; দীর্ঘ্য একদিন পর
চব্বিশটা ঘন্টা পর ; সহস্র মিনিট পর।
-
তোমার গন্ধ যদি স্বপ্নই থাকবে
কি হবে বেঁচে থেকে ? কি হবে ?
-
চেয়েছি তো শুধু, একটুমাত্র গন্ধ
তাও একটা নাকে ; ডান দিকের-টা।
বাঁ দিকেরটা সর্দি ভরা। গন্ধ ঢুকে না।
-
তোমার মধু যদি চাকেই থাকবে
কি হবে বেঁচে থেকে ? কি হবে ?
-
চেয়েছি তো শুধু একটুমাত্র মধু
তাও একপাত্র ; বড় নয়, ছোট্ট পাত্র।
আমার হৃৎপিন্ডে কতোটুকুই বা ধরে ?
-
তুমি তো কিছুই দেবে না ; কিচ্ছু না।
একবারও না। একবারের তরেও না।
গোল্লায় যাক। জাহান্নামে যাক বেঁচে থাকা।
-
ফেলে দাও ডাস্টবিনে তবে ;
আমায় বস্তা বন্দী করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.