![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-"চলো হারিয়ে যাই!"
-"কথায়?"
-"যেদিকে দু চোখ যায়!"
-"হা হা হা, চলো যাই।"
-"নাহ থাক যাবো না।"
-"ওমা এই না বললে যাবে!!"
-"হুম বলেছিলাম তবে এখন আর যাবো না।"
-"এখন আবার কি হল?"
-"হারিয়ে যাওয়ার এখনো সময় হয়নি তাই হারাবো না।"
-"কখন সময় হবে?"
-"যখন তুমি আমার সীমানায় চলে আসবে তখন।"
-"তুমি যদি বল এখনি চলে আসি?"
-"উহু এভাবে কখনোই না।"
-"কেন? আমি চাইলেই এখনি তোমার কাছে চলে আসতে পারি।"
-"কিন্তু আমি তোমাকে এভাবে চাই না। আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমি বার বার তোমার কাছে আসবো। এসে তোমাকে দেখবো, তোমার সাথে গল্প করবো। আর তোমাকে সারাক্ষন বিরক্ত করবো। হা হা হা।"
-"কিন্তু আমার যে অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে।"
-"এই তো আমি আছি। ঠিক তোমার পাশে।"
-"কিন্তু..."
-"উহু কোন কিন্তু নয়। চলো আকাশের চাঁদ দেখি।"
-"হুম"
-"এমা, আমার দিকে এভাবে ফেল ফেলিয়ে তাকিয়ে আছো কেন?"
-"কারন এই আকাশের চাঁদ যে তুমি।"
-"ইশ......" দীর্ঘ শ্বাস "জানো চাঁদ যদি অনেক কাছে থাকতো তবে কোন দিনও তার সৌন্দর্য আমাদের চোখে পরত না। শুধু দাগটাই দেখতাম। তাই তোমার এই চাঁদটাও অনেক দূরে থাকে।"
-"কিন্তু আমার চাঁদের তো কোন দাগ নেই। আমার চাঁদ ঐ আসল চাঁদের চাইতেও সুন্দর।"
-"উফ তুমি পার বটে।" কিছুক্ষন পর। "আমার যাবার সময় ঘনিয়ে আসছে। যেতে হবে। আবার আসবো কাল। আমাদের মেয়েটাকে দেখে রেখ। আর... ভালোবাসি..."
২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০
রাজু বলেছেন: nice
৩| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
বিজন রয় বলেছেন: সুন্দর লেখা।
ছবিটিও।
++++
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ