নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

নামের জন্য অপেক্ষা

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:১২

-তোকে কি নামে ডাকব?
- কেন?
- ভালবাসলে নাম দিতে হয় জানিস না?
- ভালবাসলে কেউ তুই করে বলে?
- না তা ঠিক
- তোমাকে ডাকব চশমাবতী নামে
- না আ আ আ। আমি কানা বলে অলটাইম খোঁটা দিবা?
- আরে চশমাতেই তুমি মায়াবিনী
-এটা কোন নাম?
- আচ্ছা তাইলে জান ডাকব।
-ধ্যাত্তেরিকা। তোর মুখে - জান ফান শব্দ গুলা শুনলে আমি জীবনেও বিবাহ করব না তোকে।
- আচ্ছা ময়না ডাকি?
- আমি কি পাখি?
- তাইলে কি ডাকি?
- না খুজে বের না করা পর্যন্ত তালাক। তালাক? বিয়েই তো হয় নাই
- এই তালাকনামা তে মনের দূরত্ব থাকে।
- সোনাই তুমি নাম ধরে না ডাকলে দূরে থাকতে পারবা?
- সোনাই মানে কি?
- অন্তরের ভেতর থেকে যে নাম বেরোয় তার অর্থ থাকেনা।
-আর তোমার নাম কি হবে?
- তুমি দাও।
- আজ যাই। কাল এসে বলব।
- নামের জন্য অপেক্ষায় আছি সোনাই।
ছেলেটা পরদিন আর আসেনি দেখা করতে।মেয়েটা ও আর ছেলেটার খোঁজ পায়নি। যখন খোঁজ এল তখন আর কিছু অবশিষ্ট নেই। ক্যাম্পাসে দুই গ্রুপের মারামারি আটকে দেয়ার জন্য এগিয়ে যেতেই মাঝে পড়ে রাজু নামের সেই ছেলেটা মারা গেছে। সে জানতেই পারেনি মেয়েটাও তাকে একটা নাম দিয়েছিল। কিন্তু জানানোর আগেই সব উল্টেপাল্টে গেছে। মেয়েটা এখনো মাঝে মাঝে আনমনে কেঁদে ফেলে।সেই নাম ধরে ডাকতে না পারার জন্যে নাকি ওকে কেউ নাম ধরে ডাকেনা এজন্যে সেটা অবশ্য জানা যায়নি।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৩০

সাগর মাঝি বলেছেন: খুবই বোরিং লাগতেছে গল্পটা পড়ে।

২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: নামেই কি বা আসে যায়।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.