নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ..... আর তুমি

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

যে মেয়েটা এসিতে ছাড়া থাকতে একটুও
পারতো না,সে এখন সিলিং ফ্যান ছাড়ায়
থাকতে পারে। মেয়েটি মাংস ছাড়া ভাত খাইতে পারতো না কিন্তু এখন সে তার ভালবাসার মানুষটির হাতে কাঁচা মরিচ আর পিয়াজ দিয়ে
তৃপ্তিসহকারে পান্তা ভাত খায়।

মেয়েটি বাসায় কোনদিন কাজ করেনি কিন্তু
এখন সে উঠান ঝাড়ু দেয়,গোয়ালঘর পরিষ্কার
করে।

আজ দু'বছর বিয়ে হয়েছে কিন্তু ছেলেটি
পারিনি তাকে দামী শাড়ি কিনে
দিতে,মেয়েটির এতে কোন দূঃখ নেয়। কারন
তার ভালবাসার মানুষটা তো পাশে আছে
তাহলে সুখের অভাব হবে কি করে? এই
ভাবনায় ভাবে মেয়েটি।

মেয়েটি সব কিছু মানিয়ে নিয়েছে কারন তার
স্বামীর সামার্থ এইটুকু-ই। তার কাছে সবচেয়ে
দামী জিনিস তার ভালবাসার মানুষ, সেই তো
পাশে তাই আর এখন তার চাওয়ার নেই কিছু!

সুখ মুলত মনের কাছে,যদি ভালবেসে বিনিময়ে
কি পেলাম এইটা ভাবা হয় তাহলে সুখ এর
সন্ধান মিলবে কি করে?

মেয়েটি অনেক সুন্দরী আবার ধনী পরিবারের
সুতারাং সে চাইলে পারে অন্য কারো সাথে
চলে যেতে। এই আভাবের মাঝে না থেকে সে
ইচ্ছা করলে পারে টাকার বিছানায় ঘুমাতে!

কিন্তু সে চায় তাকে একটু ভালবাসে কাছের
মানুষটি এমন করে বলুক "তোমার অনেক কষ্ট হয়
তাইনা লক্ষী? দেখ এইবার একটা ভাল কাজ
পেলে তোমাকে আর কষ্ট করতে দিবো না।"
মেয়েটির চোখে তখন সুখের বৃষ্টি ঝরে ,তার
হাজার কষ্ট হক তবুও সে চায় তার কাছের
মানুষটি যেন একটুও কষ্ট না পায়।

মেয়েটির চোখে জল দেখে ছেলেটি যখন
তাকে বুকে জড়িয়ে নেয়,মেয়েটি তখন বলে
"আমার একটুও কষ্ট হয় না পাগল! শুধু বল তুমি
আমাকে এমন করে ভালবাসবে তো
সারাজীবন? আমাকে ছেড়ে কোথাও যাবে
নাতো বল?" ছেলেটি কিছু বলতে পারে না শুধু
মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরে দু'ফোটা
চোখের জল ফেলায়। যে চোখের জলে মধ্যে
অদৃশ্য কালিতে লেখা আছে "আমি তোমাকে
ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে
সারাজীবন বুকে জড়িয়ে রাখবো,আমি
তোমাকে ছেড়ে কোথাও যাবো না পাগলী।"
.
ভালবাসা এক অদ্ভুত জিনিস! সত্যিকারের
ভালবাসায় অনেক মায়া থাকে যে মায়া দিন
গেলেই বাড়ে,কমে না! সত্যিকারের
ভালবাসতে বেশি কিছু লাগে না, শুধু লাগে
দু'টি সুন্দর কোমল মন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

দায়ী বলেছেন: ভালবাসা এক অদ্ভুত জিনিস!

২| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালবাসা বেঁচে থাকে ভালবাসা খেয়ে। ভালবাসা মরে যায় ভালবাসা অভাবে।।

৩| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

কানিজ রিনা বলেছেন: আমি দোয়া করি, ওদের ভালবাসা এমনি
করেই অটুট থাক। সমস্ত দুঃখ উপেক্ষা
করেই ওদের ভালবাসায় থাকবে বিশ্বাস
আন্তরিকতা মমতা মায়া হৃদ্ব্যতা স্নেহের
অনুভুতি সহ মহব্বতের ভালবাসাই পবিত্র
প্রেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.