![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালোবাসি কষ্ট,
তাই সুখ আমায় স্পষ্ট করতে পারে না।
আমি ভালোবাসি অন্ধকার, তাই
আলো কখনো আমায় খোঁজে না।
আমি ভালোবাসি বৃষ্টি, তাই রোদের
তীব্রতা আমায় পোড়ায় না।
আমি ভালোবাসি তোমায়, তাই তোমার
কাছে আসতে মানা।
আমি ভালোবাসি বর্ষাকাল, তাই গ্রীষ্মের গরম
আমায় স্পর্শ করে না।
আমি ভালোবাসি মেঘলা সময়ের হাতছানি, তাই
রৌদ্রজ্বল পথে আমার হাটা হয় না।
আমি ভালোবাসি তোমায়, তাই
না পাওয়াতে খুশি থাকি— হারানোর ভয় আমায়
গ্রাস করে না।
আমি ভালোবাসি নির্ঘুম রাতজাগা, তাই ভোরের
সূর্য কখনো দেখা হয় না।
আমি ভালোবাসি হাঁটতে উদ্দেশ্যহীন পথে, তাই
লক্ষ্য আমার অজানা।
আমি ভালোবাসি স্বপ্ন দেখতে,
স্বপ্নকন্যা করে সাজিয়ে রাখতে তোমায়—
তাই বাস্তবের কাছে ক্ষমা প্রার্থনা, নেই
তোমায় হারানোর যন্ত্রনা।
২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৫
বিজন রয় বলেছেন: ভালবাসলে অনেক কিছু হয়।
+++
৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
জনি চৌধুরী বলেছেন: আমার অনেক অনেক ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
সাগর মাঝি বলেছেন: আমি ভালোবাসি স্বপ্ন দেখতে,
স্বপ্নকন্যা করে সাজিয়ে রাখতে তোমায়—
তাই বাস্তবের কাছে ক্ষমা প্রার্থনা, নেই
তোমায় হারানোর যন্ত্রনা।
দারুন.......।