![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রোতের বিপক্ষে দাড়িয়ে থাকা কঠিন। কিন্তু
যারা একবার সাহস ও সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে যায়,
তাদেরকেই ইতিহাস মনে রাখে।
তবে শ্রোতের
বিপক্ষে দাড়াতে গিয়ে অনেকেই খড় কুটোর
মতো ভেসে যায়,
ইতিহাসে তারা ভেসে ভেসে বেড়ায়। ইতিহাস
ব্যার্থদের অনুকুলে লেখা হয়না কখনো, সমাজ
কখনো ব্যার্থদের পাশে থাকে না, একান্ত
প্রিয়জনেরাও অনেক সময় ব্যার্থদের পরিচিতজন
বলে পরিচয় দিতেও লজ্জা পায়
২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+++
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
কালনী নদী বলেছেন: