নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্ন, আর নির্ঘুম রাত

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

স্বপ্নটা এখন আর
দেখতে ইচ্ছে হয় না,
বুকের ভিতরে একটা
জায়গায় অদ্ভুত
অসহ্য যন্ত্রণা হয়
স্বপ্ন যদি বাস্তবতার
মুখ না দেখে।
জীবনের প্রত্যেকটা
স্বপ্নই যেন শিউলী
ফুলের মতো ঝরে পরে ।
শিউলী ফুল যেমন
রাতে ফুটে তার
মধুরতায় ভরিয়ে
আবার ঠিক সকালে
ঘুম ভেঙে যাবার বেলায়
আবার ঝরে পরে।
এভাবেই আমার রাতের
স্বপ্ন গুলো ঝরে পরে
ভোরের আলো চোখে
পরার আগেই।
তখন আবার সেই
পুরানো ব্যাথা গুলো নিয়ে
এগিয়ে যাওয়া,
একলাই পথটা চলার
প্রচেষ্টা ।
সবারই তো কতো স্বপ্ন
থাকে নিজের স্বপ্ন,
প্রিয় জনের স্বপ্ন ।
সব মিলিয়ে গড়ে উঠে
একটি স্বপ্নের শহর ।
কিন্তু সেই প্রিয়
জনের স্বপ্নে যদি
অন্যের স্বপ্নটা বেঁচে
থাকে
আবার স্বপ্নের সাথে
দুজনের রঙের কোনও
মিল না থাকে
তাহলে সেই স্বপ্নের
শহরে তো সাইক্লোন
আসবেই।
আর সেই সাইক্লোনের
ঝড়েই সব কিছু ভেঙে
চুর-মার করে দিয়ে
যাবে।
বুকের মধ্যে একটু
একটু করে গড়ে উঠা
স্বপ্ন
হয়ে উঠে ভয়ংকর
একটি রাত্রিতে ।।
আর সেই রাত্রি ধীরে
ধীরে গ্রাস করে খেয়ে
যায় প্রতিটা সেকেন্ড,
প্রতিটা মিনিট আর
বলা গেলে প্রতিটা
মুহূর্ত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: সুন্দর।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.