![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমানিরা কখনো কারোর পথের
কাঁটা হয়না।
এরা নিজেকে মেলে ধরতে নয়
তুলে রাখতে জানে।
কখনো ঐ নীল আকাশ
কে বলেনা,"তুমি একান্তই আমার,
"শুধু বলে,"আকাশ,তোমারবুকে আমার
একটু
দুঃখ রাখার জায়গা হবে?
"কখনো বিশাল সমুদ্র
কে বলেনা "তোমার ঢেউ
গুলো কে ধার দেবে?
আমার দুঃখ গুলো ভাসিয়ে নিতে?
"শুধু নিরবে সমুদ্রে দু ফোঁটা অশ্রু
ফেলে বলে,
"ভাসিয়ে নিয়ে যাও তোমার
কান্না নোনা জলে।"
আমি সেই অভিমানি।
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০
শরণার্থী বলেছেন: ভাল
৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২
মি. বিকেল বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬
বিজন রয় বলেছেন: অভিমানের স্বরূপ জেনে নিলাম।
+++