নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

এখনও অনেক রাত_

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

যেখানে নিষ্প্রাণ শহর ঢেকে আছে ঘুমের আবরণে
সে খানে আমার নির্ঘুম রাত জেগে আছে একাকিত্তের সাথি হয়ে___

যখন সবায় ঢোলে পড়ে পড়ে ঘুমের কোলে
জানিনা কোন অভিশে আমার ঘুম গুলো আমাকে পর করে দিয়ে যায়,
কার নির্ঘুম চোখের ঘুম পারাতে___

যেখানে সবাই স্বপ্ন বিভোর থাকে সারা নিশি লগন___
সেখানে আমার স্বপ্ন গুলো দুঃস্বপ্ন হয়ে ঘুম ভেঙ্গে দিয়ে যায় প্রতিদিনের নিশি লগন,

যেখানে সবাই স্বপ্ন বিভোর হয়ে রাত কাটায় সুন্দর এক ভবিষ্যতরে প্রত্যাশায়,
সেখানে আমি ভাবি__
এখনও তো অনেক রাত বাকি!
না জানি আরও কত রাত কাটাতে হবে
এই ভেবে রাত পার করি!

এখনও অনেক রাত___
একাকিত্ত তো সবে সুরু,
না জানি মিত্রু কত দূর! চির নিদ্রায় জাবার আশায়,
আমি অভিশপ্ত এখনও আছি জাগি___
___এখনও অনেক রাত___

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

বিজন রয় বলেছেন: এখন অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়েছে।

অনেক সুন্দর কবিতা।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

তাল পাখা বলেছেন:
যেখানে সবাই স্বপ্ন বিভোর থাকে সারা নিশি লগন___
সেখানে আমার স্বপ্ন গুলো দুঃস্বপ্ন হয়ে ঘুম ভেঙ্গে দিয়ে যায় প্রতিদিনের নিশি লগন।


দারুন এক স্বপ্নময়ী কবিতা।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

ফেরদৌস আহমেদ নীরব বলেছেন: ধন্যবাদ সবাইকে ভাল কিছু মন্তব্য দেওয়ার জন্য

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.