![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর মানুষটির দেহখানাও মৃত্যুর সাতদিন পর কেউ দেখলে ভয়ে আঁতকে উঠবে। যার দিকে তাকালে একসময় চোখ ফেরানো দায় ছিল, তার দিকে দ্বীতিয়বার তাকানোর সাহস হবে না। যে মানুষকে সারাজীবনের জন্য কাছে পেতে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল, সেই মানুষের কাছেই কয়েক মিনিট থাকতেও কেউ চাইবে না।
এত ক্ষনস্থায়ী এই সৌন্দর্য। যেই সৌন্দর্যের প্রতি আপনি এত দুর্বল, তার বাস্তবতা এতটাই বিভৎস।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২
ঢাকাবাসী বলেছেন: তাই বলে আপনার বাস্তবতা মাথায় রেখে ঘুম হারাম করা যাবেনা। অস্হায়ী সৌন্দর্যকেই নিয়েই বাঁচতে হবে, তাইনা? মরে গেলে তো গেলই।