নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা,,,

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

তোমার একটু দেখা পাবো বলে
এককোটি বছর দাঁড়িয়ে আছি
এই চৌরাস্তায়
শুধু একবার দেখবো তোমাকে
শুধু তার জন্য দীর্ঘ অপেক্ষা
এই ঢেউ গোনা ;
কতো অশ্রুজল শুকালো দুচোখে
কত শীতগ্রীষ্ম পার হয়ে গেলো
অপেক্ষা ঘুচলো না,
এক ঝলক দেখার জন্য হদ্দ গেঁয়োর মতো
দাঁড়িয়ে আছি আমি রাস্তার উপর
চক্ষুলজ্জা নেই ;
তোমার একটু দেখা পাবো বলে
জীবনের সবকিছু ফেলে
এখানে এলাম
দাঁড়ালাম মাঝপথে পাগলের মতো
পথে পথে ছড়ালাম ফুল
বিছালাম তৃণ ;
তোমাকে দেখার জন্য এই অনন্ত অপেক্ষা
দীর্ঘ পর্যটন, দীর্ঘ পথ হাটা
পথে পথে ঘুরে মরা,
তোমাকে একটু দেখতে পাবো বলে
বুদ্ধের মতন আমি ঘর ছাড়া
পথের বাউল ;
শুধু একবার তোমার দেখা পাবো
তাই এককোটি বছর এখানে দাঁড়ানো
এখানে অপেক্ষা

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

রাজসোহান বলেছেন: এককোটি বছর! :-/

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৯

কালনী নদী বলেছেন: fix that puzzle while waiting :P

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

ফারিহা নোভা বলেছেন: অপেক্ষার শেষ হোক :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.