![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শঙ্খ চূড়ায় শাখ বাজিয়ে,
এলরে বৈশাখ
শ্যাম বালিকার লাল চুড়িতে,
রঙ্গিন হল ঢাক
লাল শাড়ি আর রঙ্গিন ফিতে,
খোপায় গাদা ফুলে
বাধন হারা বালক গুলো,
মেতেছে সব ভূলে
শূন্য চাষির মুখে হাসি,
গোলা ভরে ধানে
বসনবদ্ধ বাউলগুলো,
ভূলেছে সব গানে
আজ হৃদয়ের লেনা দেনা,
মেলে চোখের পাতা
শূন্যতাকে দূরে রেখে,
খুলেছে হালখাতা
মনের মাঝে শঙ্খ বাজে,
নতুন বছর এলে
বৈশাখেরি পাখি হয়ে,
দিলাম ডানা মেলে
সবাই কে জানাই, পহেলা বৈশাখ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ হোক সবার নতুন বছর, শুভ হোক নতুন বছরের প্রতিটি মূহর্তগুলি....
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২
কালনী নদী বলেছেন: শঙ্খ চূড়ায় শাখ বাজিয়ে,
এলরে বৈশাখ
শ্যাম বালিকার লাল চুড়িতে,
রঙ্গিন হল ঢাক
বাহঃ শ্যাম বালিকারে নিয়ে লেখছেন! - সরাসরি প্রিয়তে।
আপনাকেও নববর্ষের অঢেল শোভ্চ্ছো।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা ভাল লাগপ । শুভ নববর্ষ ।