![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুকে ফোন দিয়া
কহিল,
জান এখন বাসায় কেউ নাই,
আমার খুব একা একা লাগতেছে. তুমি
কি আসবা???
বন্ধু এক লাফে খাট হইতে উঠিয়া গিয়া
কহিল,
আসব না মানে!!! এক্ষুণি আসতেছি...
অতঃপর বন্ধু আমায় কহিল,
দোস্ত জীবনে প্রথমবারের মত একটা বড়
ধরনের পাপ
কাজ করতে যাইতেছি,
দোয়া করিস...
অতঃপর বন্ধু ঢেং ঢেং করিতে
করিতে চলিয়া
গেল.
বন্ধু তার গার্লফ্রেন্ডের বাসায় গিয়া
দেখিল
সত্যিই তাহার গার্লফ্রেন্ড ছাড়া
বাসায় আর কেহ
নাই:-):-)
বন্ধু মনে ভাবিতে লাগিল অঘটনটা
এক্ষুণি ঘটাইয়া
ফেলিতে হইবে, দেরী করা যাইবে
না...
যাহা ভাবা তাহাই কাজ.
বন্ধু তাহার গার্লফ্রেন্ডকে কহিল, জান,
চল আমরা
লুকোচুরি খেলা খেলি...
তাহার গার্লফ্রেন্ড খুশিতে গদ গদ হইয়া
কহিল,
চল...
অতঃপর বন্ধু কহিল, তুমি লুকাও আমি
তোমাকে খুঁজে
বের করব...
যেই বন্ধুর গার্লফ্রেন্ড লুকাইল,
বন্ধু তাহার পাপ কাজটা করিবার জন্য
এদিক সেইদিক
খুঁজিতে লাগিল...
এবং বন্ধু সেইটা পাইয়া গেল.
অতঃপর বন্ধু
আস্তে আস্তে করিয়া কাছে গেল,
এবং আলতো করিয়া খুলিয়া ফেলিল
ফ্রীজের
দরজাটা...
ফ্রীজ হইতে ইলিশ মাছটা লইয়া যেই
চলিয়া
আসিতে লাগিল তখনই দেখিল,
তাহার গার্লফ্রেন্ডের বাপ দরজার
সামনে
দাঁড়াইয়া আছে...
তিনি তাহার পিস্তলটা বাহির
করিয়া কহিল,
যত বড় হাত নয় তত বড় চুরি!!!
বন্ধু কহিল,
চৌধুরি সাহেব, আমরা গরিব হতে
পারি কিন্তু
পহেলা বৈশাখে ইলিশ ছাড়া পান্তা
ভাত খাব
এতটা ছোট লোক নই;-);-)
এমন সময় বন্ধুর গার্লফ্রেন্ড চেঁচাইয়া
বন্ধুকে কহিল,
ইলিশটাকে ছেড়ে দে শয়তান,
তুই আমার দেহ পাবি কিন্তু ইলিশ পাবি
না...
বন্ধু কহিল,
গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড
পাওয়া যাবে
কিন্তু একটা পহেলা বৈশাখ ইলিশ
ছাড়া কাটালে
সেই বৈশাখটা আর ফিরে পাওয়া
যাবে না...;-);-)
এমন সময় পুলিশের আগমন...
পুলিশ কহিল,
হ্যান্ডস আপ,
ইলিশ নিজের হাতে তুলে নিবেন
না...
অতঃপর পুলিশ ইলিশটা নিয়া চলিয়া
গেল...
বন্ধুর গার্লফ্রেন্ডও গেল,
ইলিশটাও গেল,
সাথে সাথে আমার ঘুমটাও ভাঙ্গিয়া
গেল...:-):-
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
বিজন রয় বলেছেন: হা হা হা
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কোথাও পড়েছিলাম । যাহোক, ভাল্লাগলো ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১
কালনী নদী বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম।