নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সংজ্ঞা

০৫ ই মে, ২০১৬ রাত ১২:৩৮

ভালোবাসার সংজ্ঞা জানতে আমরা বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে গিয়েছিলাম। চলুন দেখি তারা কে কী বলে!!!
ছাত্রঃ ভালোবাসার পূর্ণ অর্থ হলো
ভা- ভালো-মন্দ চিন্তা না করে
লো- লোকলজ্জা উপেখ্খা করে
বা- মা-বাবার মুখে চুনকালি দিয়ে
সা- সাগরে ঝাঁপ দেয়া।
গণিত শিক্ষকঃ যার দৈর্ঘ্য, প্রস্থ ও
বেধ নেই শুধু গভীরতা আছে তাকেই
ভালোবাসা বলে।
ডাক্তারঃ ভালোবাসা এমন এক রোগের
নাম, যা ঘুম নষ্ট করে, ক্ষুধা কমায়,
চিন্তা বৃদ্ধি করে।
পুলিশঃ ভালোবাসা এমন এক
জেলখানা যেখানে হৃদয় বন্দীদের
খেলা চলে।
কবিঃ ভালোবাসা মানে উদাস
হয়ে যাওয়া।
রাজনীতিবিদঃ ভালোবাসা হলো পার্কে,
গাছতলায়, চাইনিজে সেমিনার আর
বক্তৃতা।
ভিখারীঃ ভালোবাসা হলো একজনের মন
অন্যজনকে ভিক্ষা দেয়া, অন্যজনের মন
ভিক্ষা নেয়া।
কুলিঃ ভালোবাসা মানে অপরের সুখ-দুঃখ
আঁটি বেঁধে বহন করা।
মাঝিঃ ভালোবাসা হলো মান-অভিমান
এবং কিছু আবেগের দাঁড় টানা।
বিক্রেতাঃ ভালোবাসা হচ্ছে হৃদয়ের
বেচাকেনা।
বাড়িওয়ালাঃ ভালোবাসা মানে দুই বেড,
বাথ, ড্রইং আর একটা সুন্দর বারান্দা।
ব্যর্থ প্রেমিকঃ ভালোবাসা বলে নেই
তো কিছু, ভালোবাসা মানে ফাঁকি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৫১

মহা সমন্বয় বলেছেন: হা হা ব্যাপক মজা পেলুম :D
একে বলে ভালবাসার রকমফের। :)

২| ০৫ ই মে, ২০১৬ ভোর ৫:১৩

দইজ্জার তুআন বলেছেন: ++++++++++++++
ভালো লাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.