![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বুকের নরম অনাবাদি জমি
তোমাকে লিখে দিয়েছিলাম
যেন তুমি মনের সুখে ঘর
বানিয়ে থাকতে পারো
পছন্দের কিছু গাছ পালা
সামনে একটা ছোট্ট পুকুর
চাইলে তাতে দু একটা পদ্ম
বারান্দা ঘেঁষে পাতাবাহারের সবুজ
যা ইচ্ছে বানিয়ে নিজের
মতো করে থাকতে পারো তুমি
কিন্তু একদিন
আমার বুকে বোনা সেই ছোট্ট ঘরে
কার যেন মৃদু চলাচল
তোমার হাত টি ধরে
সেই হাত তো আমার নয়!
আমার বুকে বোনা আমার জমিতে
হল অন্য কারও বাসর
আমি চেয়ে চেয়ে দেখলাম
আমার বুকে আমার কবর
নিজের হাতেই বাধালাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ রাত ৯:০৩
ইকবাল কবীর (রাখাল ছেলে) বলেছেন: চমৎকার লিখেছেন। ভহাল লেগেছে পড়ে।