নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

তুমি ভালো থেকো,

০৯ ই মে, ২০১৬ রাত ৯:১১

তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে শরতের আকাশ, সাদা মেঘের সাথী হয়ে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে শিশির, হিম ভোরে রৌদ্ররশ্মির অপেক্ষায় তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে চাঁদ, পূর্ণিমা রাতে শুভ্র আলো ছড়িয়ে দিয়ে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে উজ্বল তারা, মাটিকে ছুঁয়ে দেবার আশায় তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে বর্ষার ধারা, সবুজ ঘাসের স্পর্শ পাবে বলে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে ভোর, রাতের অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে দখিনা বাতাস, মিষ্টি কন্ঠে গান গাইতে পেরে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে সন্যাসী, অস্থিচর্মসার যন্ত্রণাকাতর আত্মায় তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে লাল গোলাপ, বুকভরা প্রেমের প্রতীক হয়ে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে সুপ্রশস্ত ঝর্ণা, নদীকে আলিঙ্গনে জড়িয়ে ধরে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে সুউচ্চ পাহার, আকাশের স্কন্ধে চুম্বন করে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে সবুজাভ শৈবাল, জলের কন্যাকে ধারণ করে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে জোনাকী, আঁধার রাতে সোনালী আলো জ্বেলে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে নবীন পাতা, হালকা সবুজের মায়াবী পরশে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে রংধনু, সদ্যস্নান করা আকাশে রঙের স্বপ্ন বুনে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে বংশীবাদক, বাঁশীতে মিষ্টি গন্ধার সুর তুলে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে কবি, চৈতালী রাতে বর্ণীল কবিতাদের সাথে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে গানওয়ালা, সুরের জগতটাকে জড়িয়ে ধরে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে নাবিক, দুর্জয় সমুদ্রকে পরাজিত করে এসে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে রক্তকরবী, সমস্ত পোশাকে আলতা মেখে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে নীলচে চোখ, বর্ণহীন নীল জলের আস্বাদনে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে কাঁচা হলুদ কপল, ছোট্ট টোলকে কাছে পেয়ে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে পাখিরা, নীল আকাশে ডানা মেলতে পেরে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে বসন্ত, কোকিলের সুরেলা কুহূতানের ছন্দে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে এ হাত, ছোট্ট একটু স্নেহাশীষের আকুতিতে তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো…

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:৪৮

অবনি মণি বলেছেন: দোয়া করবেন যেন ভালো থাকি!

২| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:২৩

ছেড়া বস্তা বলেছেন: চৈতালী রাতে বর্ণীল কবিতাদের সাথে তুমি ভালো থেকো, যতটা ভালো থাকে গানওয়ালা, সুরের জগতটাকে জড়িয়ে ধরে তুমি ভালো থেকো।
সব মিলিয়ে খুব ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.