![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসহাক ইব’ন নসর (রহঃ)
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত।
নাবী (সাঃ) বলেন, যে আল্লাহ এবং আখিরাতের ওপর বিশ্বাস রাখে,
সে যেন আপন প্রতিবেশীকে কষ্ট নাদেয়।
আর তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যহার করবে।
কেন না, তাদেরকে সৃষ্টী করা হয়েছে পাঁজরের হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের ওপরের হাড়।
যদি তুমি তা সোজা করতে যাও,
তাহলে ভেঙে যাবে। আর যদি তুমি তা যেভাবে আছে সে ভাবে রেখে দাও তাহলে বাঁকাই থকবে। অতএব,
তোমাদেরকে ওসীয়াত করা হল নারীদের সঙ্গে সদ্ব্যহার করার।
সহীহ বুখারি অধ্যায়ঃ বিয়ে-শাদী হাদিস নাম্বারঃ ৪৮০৭
শিক্ষণীয় বিষয় যে আমার যা ভাবি না এখন ও তা কত হাজার বছর আগেই বলে গেছেন
সুবাহান আল্লাহ, ,,,,,,
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
আহলান বলেছেন: সোবহানাল্লাহ