![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলে
প্রজাপতিরা ছিল ডানা মেলে
জোনাকিরা ছিল আলো নিয়ে
গোলাপ ফুল আগে থেকেই ফুটেছিল
তোমাকে বরন করবে বলে।
কিন্ত তুমি আগে থেকেই নাকি জানতে
গোলাপে কাটা আছে
আর সেই ভয়ে তুমি আর
আসলেনা এই হৃদয়ে।
তুমি কি জান না
গোলাপের গন্ধ নিতে পরীরা আসে
আকাশ থেকে, ভোমরা আসে
গুন গুন গানের সূরে
মৌমাছিরাও আসে মধু নিতে?
কিন্তু আজকের গোলাপটি ছিল
শুধু তোমার জন্য।
কাটা না হয় একটু হাতে বিধত
হয়তোবা একটু রক্ত ও ঝরত।
আর যে রক্ত দিয়ে লিখতে পারতে
একটা ভালবাসার মহাকাব্য!
যার জন্য তুমি চিরস্মরণীয় হয়ে থাকতে
আমার এই তৃষ্ণার্ত হৃদয়ে।
বুকভরা ভালবাসা নিয়ে
বসেছিলাম তোমার শনে
শুধু তুমি আসবে বলে
২| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:৩৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ রাত ১২:০৪
লক্ষ্মীছেলে বলেছেন: আসলে গোলাপে এত কাঁটা থাকা কি ভালো বলেন... কবি,