![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজার যাওয়ার প্ল্যান করছি নন-এসি বাসে। ননএসির মধ্যে বাস/সিটিং কোয়ালিটি অনুযায়ি সবচেয়ে ভালো হবে কোনটা -পরামর্শ চাইছি। ধন্যবাদ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
(একজন নিশাদ) বলেছেন: আগে বাড়েন টেম্পু লন, আর সোজা কক্সবাজার । ভাই মজা করলাম, যেভাবেই যান সাবধানে যাইয়েন।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
আহলান বলেছেন: হানিফ, না পাইলে শ্যামলী, সৌদিয়া, এস আলম ৎ
এসি তে গেলে টিআর ট্রাভেলস, গ্রীন লাইন, মার্সিডিজ
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
জঙ্গীবিমান বলেছেন: হানিফের সার্ভিস সবচেয়ে ভালো। শ্যামলি বিপজ্জনকভাবে গাড়ী চালায়,ঢাকা চট্রগ্রাম মহাসড়কে শ্যামলী অনেক দুর্ঘটনা ঘটিয়েছে
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
দিশেহারা আমি বলেছেন: জঙ্গীবিমান ভাইয়ের সাথে একমত।
শ্যামলীতে ভুলেও উঠবেন না।
আমি কক্সবাজার গেছিলাম গ্রীন লাইনে ১২ ঘণ্টায় আর ঢাকা আসছিলাম শ্যামলীতে মাত্র ৭ ঘণ্টায়।
৭ ঘণ্টায়ই আল্লাহ আল্লাহ করছি।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২
েনাঙর বলেছেন: শ্যামলী খুবই বাজে ড্রাইভ করে। আমি শ্যামলীতে দূর্ঘটনায় পতিত হয়ে ছয় দিন হাসপাতালে ছিলাম। (অবশ্যই এটি শ্যামলীর এসি গাড়ী ছিল। ননএসি নিশ্চয় আরো বেশি খারাপ করবে/।
যারা এই লাইনে নিয়মিত গাড়ী সার্ভিস দেয় তাদেরই গাড়ী বুকিং দেওয়া উচিত। আপনার যাত্রা শুভ হোক।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯
আহা! বলেছেন: সবাইকে ধন্যবাদ .. বুঝতেছি শ্যামলি বাদ । এসি তে একটু প্রব্লেম হয় তাই নন এসি খুজতেছি। ইউনিক বা এস আলম নিয়ে কারো কোনো অভিজ্ঞতা আছে কি? ৪/৫ বছর আগে ইউনিকের ছোটো বাসে গেছিলাম তখন ভালোই মনে হইছিল।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: উত্তর একটাই - শ্যামলী নইলে হানিফ