![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামি সপ্তাহে ১ দিনের জন্য গাইবান্ধায় যাচ্ছি, হোটেলে থাকতে হবে। যারা গাইবান্ধায় থাকেন তাদের কাছে ভালো হোটেলের ব্যাপারে পরামর্শ চাচ্ছি। ভালো হোটেল বলতে পরিবেশ ভালো, পরিবার নিয়ে থাকা যায় ,থাকার ব্যাবস্থা ভালো এমন হোটেল বুঝাচ্ছি।কারো জানা থাকলে শেয়ার করলে উপকার হতো। ধন্যবাদ।
২| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: বাস স্টেশনের পূর্ব পাশে ফকির পাড়ায় আয়ান মিয়ার হোটেলের নাম নথ বেঙ্গল হোটেল।
ভাই আপনি কি কাজে যাচ্ছেন সাথে আপনার পরিবার পরিজন কয়জন থাকবে এটা একটু বললে আমি আপনাকে আরো বিস্তারিত বলতে পারতাম। গণউন্নয়ন এবং এসকেএস-এ পরিবার নিয়ে থাকার ব্যাবস্থাও আছে।
২৬ শে মে, ২০১৫ দুপুর ১:৩৫
আহা! বলেছেন: ধন্যবার প্রামানিক ভাই। আপাতত সিদ্ধান্ত একটু পরিবর্তন করেছি, একাই যাচ্ছি। সুতরাং একটু টেনশন ফ্রি। আপনার উল্লেখ করা হোটেলগুলোর একটাতে উঠে যাবো। সাহায্যের জন্য ধন্যবাদ।
৩| ২৬ শে মে, ২০১৫ রাত ৮:০৯
প্রামানিক বলেছেন: পরিবার নিয়ে যান অসুবিধা নাই, গাইবান্ধার লোকজন টাউট বাটপার নয়। প্রয়োজনে আমার টেলিফোন নাম্বার নিতে পারেন।
৪| ২৬ শে মে, ২০১৫ রাত ৮:৩৫
আহা! বলেছেন: হা হা... না ভাই, সেরকম ভাবছি না, আমি নিজেও উত্তরবঙ্গের ছেলে। আসলে পরে ভেবে দেখলাম ১দিনের জন্য যাচ্ছি তাই সফর সংক্ষিপ্ত করা। আশা করছি পরেরবার আরেকটু সময় নিয়ে যাব।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: এই সেরেছেন। গাইবান্ধায় খুব ভাল হোটেল নাই। তবে বাস স্টেশের পূর্ব পাশে ফকির পাড়ায় আয়ান মিয়ার সোনার বাংলা হোটেল আছে। সেখানে থাকতে পারেন। আরেকটা হোটেল আছে বাসস্টেশনের সাথেই পশ্চিম পার্শ্বে, আরেকটা হোটেল আছে রেল লাইনের পূর্ব পার্শ্ব মহিলা কলেছের দক্ষিণ পার্শ্বে হোটেল আর রহমান। এই তিনটির যে কোন একটিতে থাকতে পারেন। এই তিনটির মধ্যে কোন হোটেলটি ভাল আমি একটু খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।