![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামিনফোনের নতুন বিজ্ঞাপন টা দেখতেছি কিছুদিন ধরেই। বাহারি এক বিজ্ঞাপন, নাম দিয়েছে ‘দেয়ার খুশি’
তো বিজ্ঞাপনের মুলকথা হইল আপনি আপনার ফেলে রাখা স্মার্টফোন টি আমাদের দিন। আমরা আরো ৫০০ টি (সংখ্যাটা মনে রাখুন, পরে হিসাবে লাগবে) সহ সেগুলো সুবিধাবঞ্চিত সম্ভাবনাময় এন্টারপ্রেনারদের কাছে পৌছে দেব।
অতি উত্তম প্রস্তাব। কিন্তু এইখানে আমার দুইখান প্রশ্ন আছে,
১. বাংলাদেশের কয়জন লোকের কাছে দিয়ে দেয়ার মত সম্পূর্ণ সচল ভাল অবস্থায় অতিরিক্ত স্মার্টফোন আছে?
২. যাদের আছে, (ইয়ে মানে, আমাদের মত আমজনতা না আরকি) তাদের কয়জন আসলে বাংলা চ্যানেল দেখে? আই মিন কয়জনের কাছে মেসেজটা পৌছাচ্ছে?
এইবার আসি শুভংকরের আসল ফাকিতে,
টিভিসি টার সময় হইল ১মিনিট ৩সেকেন্ড, কেটেকুটে ধরলাম ৫০ সেকেন্ড কমসেকম দেখায়।
বাংলাদেশেরর সব টিভি চ্যানেলে বিজ্ঞাপনের হার মোটামুটি এক ই। (বিটিভি নামক উচুতলার চ্যানেলের রেট বেশি, তাই হিসাব থেইকা সে কাটা)।
অফ পিক সময়ে ১০ সেকেন্ড ৪ হাজার।
তো অফ পিক সময়ে প্রতিবার বিজ্ঞাপন দেখাতে গ্রামিনফোন গুনছে ২০,০০০ টাকা। (পিক আওয়ার আর নিউজ টাইম বাদই দিলাম, সেই হিসাব শুনলে মাথা ঘুরে যেতে পারে)
সারাদিন এই বিজ্ঞাপন কোন চ্যানেলে ১০০ বারের কম দেখায় না। (এক্টু আগে খেতে বসেই চ্যানেল আই তে ৩বার দেইখা ফেলছি, তাও নিউজ এর মধ্যে)
তো চ্যানেলপ্রতি এই বিজ্ঞাপন দেখাতে প্রতিদিন গ্রামিনফোনের খরচ দাড়ায়,
২০০০০X১০০= ২০,০০,০০০ (বিশ লক্ষ টাকা)
আর ১০ চ্যানেলে দেখালে আরেকটা শুন্য বাড়িয়ে নিন। জী, ২,০০,০০,০০০/-, মাত্র দুই কোটি টাকা (এইটাই সবচে কম, পিক আর নিউজটাইম ধরলে ৩কোটির কম হবে না)
খুব ভাল কথা।
তো আমার কথা হইলঃ-
১. দুই মাসে এই বিজ্ঞাপনের পেছনে গ্রামিনফোনের যে ১২০ কোটি টাকা খরচ হইল(মেকিং বাদে, শুধু প্রচারে) তাহা কাহাদের টাকা মহাশয়?
২. আমজনতার ১২০ কোটি টাকা খরচ করিয়া কয়খানা পুরাতন স্মার্টফোন পাওয়া গেল তাহা কিভাবে জানা যাইবে?
৩. প্রতিটি মোটামুটি মানের যাহা দিয়া আমার মত গরিবের ইন্টারনেট সহ অন্যান্য কাজ, অকাজ ভালভাবেই চলিয়া যায় তাহার গড় দাম যদি ১৫০০০ ধরি (গ্যাজেট ফ্রিকরা দুরে যান, তানিয়াগো কেউ আইফোন সিক্স দিব না দেওনের খুশির লইগা) তাইলে ১২০ কুটি টেকায় কয়টা স্মার্টফোন কেনা সম্ভব?
১২০,০০,০০,০০০/১৫,০০০= ৮০,০০০(আ আ শি হাজার)
জী, আপনি ভুল শোনেননি, আশি হাজার জনকে স্মার্টফোন দেয়া যায় খালি দুই মাস এই বিজ্ঞাপনের টাকায়। আর শালারা দিবে ৫০০।
আর তাই এমুন মাইকিং করতাছে ভাবখানা মনে হয় কি না জানি কি!
আসলে কর্পোরেট দুনিয়াডাই এইরকম
“কাজের কাজে নাই
আসেন চাপা পিটাই”
হাজার বছর সোজা নল এর মধ্যে রাখলেও কর্পোরেট দুনিয়ার লেজ কোন দিন সোজা হবেনা
(মিডিয়া ডেকে দান করা)
http://www.sonelablog.com/archives/34149#comment-85404
২| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪
ফেরেশতা বলছি বলেছেন: টাকা আম জনতার কিনা তা আর আপনাকে বোঝানোর সাধ্য আমার নাই। সেই ইতিহাস দুই দিনের বাচ্চা ও জানে কিভাবে তা আমজনতা টাকা। আচ্ছা আজকে কি মোবাইলে কথা বলেছেন কোথাও। মাথা খাটান , তাহলে উত্তর পেয়ে যাবেন যে জিপি সরকারী প্রতিষ্ঠান না হলেও তার টাকা কিভাবে আমজনতার টাকা।
হিন্টস দেই, আপ্নাদের্তো আবার চোখে আঙ্গুল দিয়ে না দেখাইলে হা কইরা থাকেন।
জিপির কতো পার্সেন্ট শেয়ার আমাদের গ্রাম বাংলার গরীব, দুখী মায়েদের তা জানেন!
জিপির কতো পার্সেন্ট শেয়ার এখন আমাদের আমজনতার কাছে আছে জানেজ! শেয়ার বাজারের মাধ্যমে তারা আমজনতাকে তাদের কম্পানির শেয়ার হোল্ডার বানাইছে তা কি রাতে ঘুমিয়ে ভুলে গেছেন ভাইজান !
আর বলেছেন ,তাদের টাকা তারা কিভাবে কি করবে। বলি জবাবটা পেয়েছেন ! তাদের একার টাকা না। আমি জিপির একজন শেয়ার হোল্ডার হিসাবে আমারও টাকা। বুজছেন।
আর ব্যাবসায় একটা টার্মস আছে, তা হচ্ছে, কর্পুরেট সোস্যাল রেসপন্সিবিলিটি। জিপি এই জিনিসটা কে ইমোশনাল অ্যাটাচমেন্ট দিয়ে আমাদের টাকা দিয়ে আমাদেরই সাথে প্রতারণা করতেছে।
৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩
মাঘের নীল আকাশ বলেছেন: "প্রতারণা" কই সেইটা আগে নিজে ঠিকমত বুঝেন তারপরে পাবলিকরে বুঝাইয়েন...এত ধুনফুন না বইলা সরাসরি বলেন জিপি কোনখানে প্রতারণা করছে?? ঘরে বয়া বয়া টিভিতে এড দেখবেন আর একাউন্টিং মারবেন, তাইলেই দেশ উদ্ধার হইবো!!
আপনেগো মতন পাবলিক, যারা নিজেরা জীবনে কিছু ভালা কাম করবার পারে নাই তগোরই অন্যের ভালা কম দেখলে গা চুলকায়...আপনেগো মতন লেগ পুলার গো লাইগা বাংলাদেশ এককদম আগাইলে দশ কদম পিছায়
৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০১
ফেরেশতা বলছি বলেছেন: প্রতারণা !!!!" কই কর্পুরেট সোস্যাল রেসপন্সিবিলিটি। জিপি এই জিনিসটা কে ইমোশনাল অ্যাটাচমেন্ট দিয়ে আমাদের টাকা দিয়ে আমাদেরই সাথে প্রতারণা করতেছে। "
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৪
মাঘের নীল আকাশ বলেছেন: সিএসআর প্রোজেক্টের ২০০ কোটি টাকা ধরলাম বাজেট, সেইখানে তারা আইএমসি তে খরচ করছে ১০০ কোটি টাকা...সমস্যাটা কই আর প্রতারণাটা কই, একটু বুঝায় বলেন, মার্কেটিং টার্মগুলা আগে একটু বুইঝা নিয়েন!
১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪
ফেরেশতা বলছি বলেছেন: আপনি আডটা আশা করি দেখেছেন। আমি বলেছি যে টাকায় তারা এডভার্টাইসিঙ্গে ব্যায় করতেছে প্রতিদিন তা দিয়ে তারা আশি হাজার অ্যান্ড্রোয়েড ফোন কিনে দিতে পারতো। আর এখানে সিয়েসারের কথা এসেছে কেনো সেটা কিভাবে বুঝাই ভাই আপনাকে। আনিথিকেল একটা ব্যাপার আছে জানেন্তো!
৬| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫
মাঘের নীল আকাশ বলেছেন: সেই হিসাবে চিন্তা করলে তো, কোকাকোলা তার মার্কেটিং এ যা খরচ করে তা দিয়া পৃথিবীর সবাইরে মাগনা কোক খাওয়াতে পারে। তাইলে কোকাকোলাও প্রতারক!!!
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩
ফেরেশতা বলছি বলেছেন: হা হা হা কিসের মোঢয়ে কি পানটা ভাটে ঘি । ভাই আসেন এই প্যাচাল বাদ দেই ।
৭| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৬
মাঘের নীল আকাশ বলেছেন: ভায়া, প্যাচাল তো আমি পারতে চাই নাই, আপনে পোস্ট দিসেন দেইখা কিছু রিজনাল কনক্লুশনে আসতে চাইলাম..
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১২
মাঘের নীল আকাশ বলেছেন: ১২০ কোটি টাকা ওরা খরচ করতাসে, তারপর ৫০০ টা (১৫০০০*৫০০=৭৫ লক্ষ টাকা) সেটও দিতাসে... মানে প্রায় ২০০ কোটি টাকার প্রজেক্ট....এইখানে প্রবলেম টা কই, বুঝলাম না ?!?!
আপনে কি কইতাসেন, ওরা কোন বিজ্ঞাপন না দিয়া ২০০ কোটি টাকার সেট দিলেই তো হয়...? তা হয়, এখন তা গো টাকা তারা কেমন খরচ করবো সেটা তাগো বিষয়...!
আর "আম জনতার টাকা"...ভাই জিপি কি কোন সরকারী প্রতিষ্ঠান? জনগনের ভ্যাটের টাকায় চলে? আপনে তাগো সার্ভিস নিবেন, পয়সা দিবেন...তাগো প্রফিট মার্জিন বুইঝা তারা মার্কেটিং করবো এইটাইতো নরমাল...এইখানে আপনার একাউন্টিং তো আমার মাথার উপরে দিয়া গেল...!!!