![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার যত ভালোলাগা, আবেগ, দুঃখ-কষ্ট গুলোর সমন্বয় সাধনের অভিপ্রায়ে . . .
খবর: দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবি - ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ (২৮ এপ্রিল ২০১৪ প্রথম আলো - পৃষ্ঠা ০৭)
[ ১৬ এপ্রিল ২০১৪ তে ফেরিডুবে ১৮৭ জন মারা যাওয়ায় ১১ দিনের মাথায় রাজধানী সিউলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাং হং-ওয়ান যা টেলিভিশনে প্রচার করা হয়। এ সময় ব্যর্থতার দায় স্বীকার করে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান। ‘এই ফেরি দুর্ঘটনা রোধে অক্ষমতা এবং পরে যথাসময়ে উদ্ধার তৎপরতা শুরু করতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হিসেবে আমাকে দুঃখজনক এ ঘটনার দায়দায়িত্ব নিতে হবে।’ ]
না না ভাববেন না যে রানা প্লাজা ধসে ১,১৩৫ জন মারা যাওয়ার ১ বছর পর এসে আমি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলতে চাইছি। আমি প্রধানমন্ত্রী বা তাঁর আশে পাশে যারা আছেন তাঁদেরকে নিয়েও কিছু বলে তাঁদের ঝিমুনিকে কমাতে চাইনা, তাঁরা এই প্রচন্ড গরমেও এসিতে থাকুক, আরো দোয়া রাখি তাঁদের লোডশেডিং স্পর্শ না করুক, রাস্তার জ্যামে ভুল করেও কোনোদিন সিগন্যাল না পড়ুক, ওয়াসার পানির লাইনে পানির বন্যা বয়ে যাক।
শুধু একটিই প্রত্যাশা দেশে যত প্রকার মিডিয়ায় আন্তর্জাতিক খবর প্রকাশ হয় সেগুলো যাতে তাঁদের পড়ে শুনানো হয়। এসব খবর শুনে শুনেও যদি কোনোদিন তাঁদের মনে পদত্যাগ এর কিঞ্চিৎ ইচ্ছে প্রতিফলিত হয়।
আর হ্যাঁ যারা রানার বিচারের সাথে সম্পর্কিত তারা যেকোন কারণেই হোক রানার কিছুই করতে পারবেন না বলেই হয়তো মৃত্যুর সময়ে কিছু পা আপনাদের পশ্চাৎদেশ এর উদ্দেশ্যেই বের করে রেখে গেছে যা আমাদেরে আলোকচিত্রী সাংবাদিক ভায়েরা দেখিয়েছে . . . .
দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবে (যা ডুবতেই পারে ) ১৮৭ জন মারা যাওয়ায় ১১ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর আমাদের দেশে ভবন ধসে ( যা ধসার কথা না ) ১,১৩৫ জন মারা যাওয়ার ১ বছর পেরিয়ে গেলেও অপরাধীর শাস্তি হয়না !!! সত্যিই সেলুকাস .... দেশ অনেক বদলায়ে যাইতেছে রে ভাই।
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩
ফিরোজ-জা.বি বলেছেন: ‘এই ফেরি দুর্ঘটনা রোধে অক্ষমতা এবং পরে যথাসময়ে উদ্ধার তৎপরতা শুরু করতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হিসেবে আমাকে দুঃখজনক এ ঘটনার দায়দায়িত্ব নিতে হবে।’
রাজধানী সিউলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাং হং-ওয়ান যা টেলিভিশনে প্রচার করা হয়। এ সময় ব্যর্থতার দায় স্বীকার করে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান।
ইহাকেই বলে দায়বদ্ধতা
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২
জুময়া ইবনুল আসোয়াদ বলেছেন: দক্ষিন কোরীয় প্রধানমন্ত্রী কি নিজে ফেরী চালাচ্ছিলেন নাকি উনার কোম্পানীর কোম্পানীর তৈরী ছিল ফেরিটি ?? প্রধানমন্ত্রী কেন দায়ভার স্বীকার করে পদত্যাগ করলেন ?