![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশিক ভাই বাংলাদেশের Primeasia University থেকে Pharmacy-তে Bachelor শেষ করে Pharmaceutical Technology-তে Masters করেছেন University of Asia Pacific থেকে। এরপর University of Dhaka থেকে Health Economics-এ Post Graduate Diploma এবং আর একটি Masters করে ইউরোপ-এ আসার সিদ্ধান্ত নেন।
আশিক ভাই প্রথমে জার্মানি এবং নেদারল্যান্ডস-এ scholarship-এর জন্য চেষ্টা করেণ কিন্তু সফল হননি। একি সময়ে ইন্টারনেটে উনার faculty related বিষয়ে অন্য কোন দেশ scholarship দিচ্ছে কিনা দেখেতে থাকেন। চোখে পড়ে Poland-এর Adam Mickiewicz University-তে MSc in Biotechnology-জন্য European Social Fund-এর scholarship। মাসিক কোন ভাতা নেই, শুধুমাত্র Tuition Fees (বছরে ৩,৮০০ ইউরো) ফ্রি। উনি অ্যাপ্লাই করেন। দুই মাস পরে ইউনিভার্সিটি থেকে আশিক ভাইকে Skype Internview-এর জন্য ইউনিভার্সিটি যোগাযোগ করে। Programme Coordinator-এর সাথে আরও ৩ জন প্রফেসর Internview নেয়।
২০১২ সালে, ওই Programme-এর জন্য Adam Mickiewicz University মাত্র ২০ জনকে scholarship দিয়েছিল – ১৫ জন পোলিশ এবং ৫ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আশিক ভাই ছিলেন ওদের মধ্যে একজন।
পোল্যান্ড-এ আসার সময় আশিক ভাই সাথে করে একবছরের থাকা-খাওয়ার খরচ নিয়ে এসেছিলেন। Poznan-এ ফার্স্ট ইয়ার শেষ করে (Adam Mickiewicz University এই শহরে) উনি জার্মানির University of Osnabrueck-এ Erasmus Exchange Programme-এর scholarship (প্রতি মাসে ৩৮০ ইউরো করে) নিয়ে এক সেমিস্টার জন্য পড়তে যান। ওখানে রেগুলার পড়াশুনার পাশাপাশি উনি একজন প্রফেসর-এর আন্ডার-এ Neurobiology-র উপরে একটি Research প্রোজেক্ট-এ কাজ করেন। এছাড়া ফ্রী সময়ে একটি part-time জব করতেন। Erasmus-এর scholarship আর part-time কাজ করে যে টাকা পেতেন তা থেকে সব খরচ মিটিয়ে প্রতি মাসে উনার প্রায় ৩০০ ইউরো-র মতো সেভ হত।
Erasmus শেষ করে আশিক ভাই ফাইনাল সেমেস্টার-এর জন্য আবার Poznan-এ ফিরে আসেন। এরপর উনি ইউনিভার্সিটির Rector –এর কাছে হোস্টেল ফী মওকুফ-এর জন্য আবেদন করেন এবং তা মঞ্জুর হয়ে যায়। শেষের দিকে, Poznan-এ উনি দুইমাস part-time কাজও করেছিলেন।
পোল্যান্ড-এ পড়াশুনা যখন শেষের দিকে তখন উনি বিভিন্ন দেশে PhD-এর জন্য আবেদন করা শুরু করেন এবং তিনটি ইউনিভার্সিটি থেকে অফার পান – নরওয়ে-র University of Tromso, জার্মানির University of Frankfurt এবং Sweden-এর Linnaeus University। উনি Linnaeus-কে বেছে নেন Biomedical Science-এর উপর গবেষণা করার জন্য। Linnaeus প্রথমে ওনাকে ৪ বছরের contract দিয়েছিল। মাসিক ভাতা ২,৬০০ ইউরো। পরবর্তীতে ওনার Supervisor একি প্রোজেক্ট-এ কাজ করার জন্য আরও একবছরের চুক্তি বাড়িয়েছে (২০১৪-২০১৯)।
বর্তমানে আশিক ভাই Sweden-এর Kalmar শহরে থাকেন। এখন পর্যন্ত উনি USA, Romania, Austria, Germany এবং Canada-য় Conference-এ participate করার পাশাপাশি Canada-র McGill University-তে Research Visitor হিসেবে ঘুরে এসেছেন এবং সামনে আবার আমেরিকাতে যাচ্ছেন Stanford University-তে গবেষণার জন্য। এছাড়াও উনি Travel grant for young investigators এবং ইউরোপিয়ান ইউনিয়ন-এর ABACUS project-এ Research fellowship-এর জন্য scholarship পেয়েছেন।
বিঃ দ্রঃ লেখাটি আশিক ভাই-এর অনুমতি এবং সাক্ষাত্কার নিয়ে লেখা। কেউ যদি ওনার সাথে কোন কারনে যোগাযোগ করতে চান তবে [email protected]এ লিখতে পারেন।
Ashik bhai's LinkedIn Profile:
https://www.linkedin.com/in/m-a-rahman
©somewhere in net ltd.