নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন তুমি আমি কেউ নেই.....

মন মোর মেঘের সঙ্গী

এসো হে বন্ধু এসো হে....

মন মোর মেঘের সঙ্গী › বিস্তারিত পোস্টঃ

ওরা

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২



তারা থাকলো না আর এই নষ্ট দুনিয়ায়

জান্নাতুল ফেরদৌসের ফুল হয়ে মৃদুমন্দ বাতাসে

দুলতো যেভাবে, সেই জীবনটাই তাদের বেশী পছন্দ হলো

তাই আবার হাওয়ায় ভেসে ভেসে উড়ে গেল

চিরনবীনার দেশে, চিরনিদ্রার কোলে।



আর আমাদের জন্য কি রেখে গেলি রে সোনা

রেখে গেলি একরত্তি শরিরের উৎক্ষেপিত মগজ,

তাজা তাজা লাল রক্তে ভেজা স্কুল ব্যাগ- বই, পানির ফ্লাস্ক

পিতা মাতা আর প্রপিতা-মাতার দীর্ঘকালীন জীবনের আক্ষেপ

জমজ জুটি ভেঙ্গে, ভাইটি চলে গেল, বোনটিকে রেখে



ভয় নেই, আর কোন দিন দুষ্টুমি করবে না ওরা কখনো

কাউকেই জ্বালিয়ে মারবে না আর, শুধু শান্ত হয়ে শুয়েই থাকবে নীরবে

অস্থির মাকেও আর বলতে হবে না ‘তুই মরলেই বাঁচি’। তারা আমাদের

বাঁচিয়ে দিয়ে গেছে, আর দেখিয়ে দিয়ে গেছে দায়িত্বহীনতার বর্ণমালা

আমরা লিখে চলেছি অবিরত, যা এভাবে না শেখালেও পারতিস!



উৎসর্গঃ হাসিবুল হাসান নিহাদ(৭), রাকিব হোসেন শুভ (৭), মোক্তাকিম হাসান হৃদয় (৭), জান্নাতুল মাওয়া শোভা (৭), আতিকুর রহমান আল আমিন (৭),নাসির উদ্দিন (১০), ফাহাদুল ইসলাম মিথুন (১০) এবং সুলতান আহমেদ স্বাধীন (১০) কে।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

আহলান বলেছেন: এভাবে যেনো কারো বুক খালি না হয় , ইয়া আল্লাহ!

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

মন মোর মেঘের সঙ্গী বলেছেন: আমরা পাপীরা বহাল তবিয়তে আছি দুনিয়ায়, আর নিষ্পাপ শিশুগুলো এভাবে চলে গেল আমাদের ছেড়ে!!

২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

সাদা রং- বলেছেন: এই নিষ্পাপ শিশুদের জন্য বড় মায়া হয়।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

মন মোর মেঘের সঙ্গী বলেছেন: এই পৃথিবীতে সবচেয়ে করুণ বিষয় হচ্ছে শিশুর মৃত্যু। জাতি,ধর্ম,গোত্র, কাল নির্বিশেষে, শিশুরাই মানব জাতির আশার ফুল। মানুষের যাবতীয় ব্যার্থতা, জটিলতা, কুটিলতা ও অমানবিকতার বিপরীতে স্বর্নালী আলোর প্রভা।

সব শিশুরা বেঁচে থাকুক, জরা আর জীর্ণতাকে দূরে ফেলে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.