![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো ভেবো না আমি উদঘাটিত সম্পূর্ণ
তোমার সাদামাটা দৃষ্টিনীড়ে
আসলে তোমার দেখা দ্বিমাত্রিক আমি নই
সবটুকু, থাকি মাত্রার উর্দ্ধে। বরং যখনই আমার
খোলা পৃষ্ঠা, এলোমেলো ওড়ায় জানালা বাতাস
মূলতঃ আমি গোপন ঔদ্ধত্বে খুলে দেই অর্গল
উড়ে যেতে দেই শুক-সারিকে।
আমি প্রস্তুত নই নামতে তোমাদের
এক হাঁটু জল-পঙ্কে, তোমাদের গ্রাম্য শালিস
আমি থোড়াই কেয়ার করি।
আমি বিকিকিনি করবো না আমায়
গোধূলীবেলায় ভেঙ্গে যাওয়া হাটে।
কারণ এখন আমি অনেক দূরে তোমার
সভ্যতাহীন অশীল পার্থিবতা থেকে।
জেনো খুব সহজে আমি চেনার তেমন নই
কেনার তো না ই।
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩
মন মোর মেঘের সঙ্গী বলেছেন:
অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি! শুভেচ্ছা রইলো!
২| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২২ শে জুন, ২০১৩ রাত ৯:২৫
মন মোর মেঘের সঙ্গী বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই! অনেক দিন পরে এলাম ব্লগে। আপনাকেও পেলে গেলাম...। ভালো লাগছে।
৩| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
বোকামন বলেছেন:
চমৎকার !!
জেনো খুব সহজে আমি চেনার তেমন নই
কেনার তো না ই।
৩+
২২ শে জুন, ২০১৩ রাত ৯:২৮
মন মোর মেঘের সঙ্গী বলেছেন:
অনেক ধন্যবাদ বোকামন....
৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১৭
নীল কষ্ট বলেছেন: অনেক সুন্দর
এইসব সুন্দর লেখা ব্লগের পাঠক খুব কমই পড়ে।
শব্দগুলো হৃদয়ে গেথেঁ যাওয়ার মতোই
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৩
মন মোর মেঘের সঙ্গী বলেছেন:
ধন্যবাদ নীল কষ্ট! আপনার চমৎকার মন্তব্যটির জন্য!!
৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
নীল কষ্ট বলেছেন: কই ভাই
আর ত লেখেন না
এসে ফিরে গেলাম কিন্তু
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! প্রথম পেরাটা বেশী ভালো লেগেছে !