![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার যুদ্ধ চলবে একটা ভীষন
কি অদ্ভুত নিরাপত্তাহীনতা এখানে
পালাবার জায়গা নাই তো কোন
উত্তরেতে আগুন, ধোঁয়া দক্ষিণে
আকাশ পানে উড়ছেই বিমান
তেমনিই গোলা ছুড়ছে কামান
পড়ছে এসে বাড়ীর ছাদে
পুড়ছে নরমাংস তীব্র আঁচে
রোরুদ্যমান পিতা কি করে বাঁচে
নারী ও শিশুর আর্তনাদে।
জলপাই পোষাক ও কালো বুট
আটছে ষড়যন্ত্র, কৌশল কূট
জয়তু পলায়ন, দৌড়ে পালাও
নয় শত্রু কনভয় আগুনে জ্বালাও
কারণ উদ্যত এখন এটম বোমা
রেহাই নাই, নাই রে কোন ক্ষমা।
বাতাসে অন্য রসায়ন - গন্ধক গন্ধ
পালিয়ে যাবে কোথায় সীমানাও বন্ধ
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।