![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চুপ বিরহী অন্ধ গ্রহে একাকী নির্বাসনে
কুঁকড়ে বসে আছি নিজেরই মৃত্যুর অপেক্ষায়
যদিও আজীবন স্বপ্ন ছিলো আলো আর আলো
থাকবে আমার অনিশ্চিত অন্ধ গন্তব্যের সময়
তাই কেবলি টুকরো টুকরো জ্যোৎস্না ফোটাই
এতটুকু ম্লান আলোর জন্য হলেও
আসলে জ্যোৎস্না তো অতীত ঝলমলে সময়গুলো
পাওয়া যাবে না জানি এর চেয়ে বেশী কিছু।
............................
রাত ১২:৫৫, ০৬/০৪/১৫
চট্টগ্রাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।