নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কলিমদ্দি, হে আমি কলিমদ্দি দফাদার

কলিমদ্দি

জীবন থেকে পালিয়ে যে বাঁচা যায় না, সমস্যা থাকবেই , পারো তো নিজে সমাধান করো না পারো তো সময়ের হাতে ছেড়ে দাও

কলিমদ্দি › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর পথে রামনাথ। একজন বিশ্ব জয়ী মহামানব। (সংক্ষিপ্ত কাহিনী)

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭

রামনাথ বিশ্বাস (১৮৯৪-১৯৫৫)

ভূঃ পর্যটক রামনাথ বিশ্বাস এর জম্ম ১৮৯৪ খ্রিস্টাব্দে ১৩ জানুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিদ্যাভূষন পাড়ায় । স্থানীয় হরিশ চন্দ্র হাইস্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র অবস্থাতেই স্কুল ছেড়ে বিপ্লবী দলে যোগদেন । তার মনে ছিল বিশ্বকে দেখার এক দূর্বার আকাংখা। আর এ উদ্দেশ্যেই ১৯৩১ খ্রীঃ ৭ জুলাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে প্রথমে সিংগাপুর,কুয়ালালামপুর, জিত্রা শিয়াংলুং হয়ে প্রবেশ করেন থাইল্যান্ডে । থাইল্যান্ড থেকে ইন্দোচীন, চীন, হংকং, কেন্টন, নানকীন, সাংহাই হয়ে পিকিং। পিকিং থেকে মাঞ্চুকো , মুকদেন, আন্তং হয়ে কোরিয়া। কোরিয়া হতে জাপান ,জাপান হতে মার্কিন যুক্তরাষ্ট্র , মার্কিন যুক্তরাষ্ট্র হতে কানাডা এসব দেশ জয় করে পাড়ি জমান ফিলিপাইন, বালি,জাভা ,সুমাত্রাসহ ইন্দোনেশিয়ার নানা দ্বীপপুঞ্জে । ইন্দেনেশিয়া সরকার তাঁকে তেমন সহযোগিতা করেননি। পরে সেখান থেকে আবার ফিরে আসেন সিংগাপুরে । সিংগাপুর থেকে আপন দেশে । তারপর খানিকটা বিরতি । পরবর্তীতে ১৯৩৩ খ্রিস্টাব্দে ১ জানুয়ারি দ্বিগুন উৎসাহ উদ্দীপনা নিয়ে দ্বিতীয়বারের মত বের হন বিশ্ব ভ্রমণে। প্রথমে সিংগাপুর ,সিংগাপুর থেকে পিনাং তার পর সমগ্র ভারতবর্ষ ঘুরে দেখেন পরম আগ্রহে । উপমহাদেশে প্রায় এক বৎসর অবস্থান শেষে আফগানিস্তান, ইরান ,ইরাক ,সিরিয়া , লেবানন ও তুরস্ক ভ্রমণ। তারপর শুরু করেন ইউরোপ দেখা। প্রথমেই বুলগেরিয়া। পরে যুগোশ্লাভিয়া, চেকোশ্লোভাকিয়া, হাঙ্গেরী, অষ্ট্রিয়া, হলান্ড, জার্মানী, বেলজিয়াম, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড । রামনাথ বিশ্বাস তাঁর দীর্ঘ সাইকেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভ্রমণকাহিনী ,গল্প ও উপন্যাস মিলিয়ে লিখেন ৪০টি বই । যেখানে রয়েছে ১ লাখ ৪০ হাজার ১২ কিলোমিটার পথ ভ্রমণের অভিজ্ঞতা। এই দীর্ঘ পথ ভ্রমণ শেষে ১৯৫০ সালে হবিগঞ্জের মানুষটি স্থায়ীভারে বসবাস শুরু করেন কলকাতায়। ১৯৫৫ খ্রিস্টাব্দে ১ নভেম্বর সেখানেই এই চিরকুমার ও বিশ্বের প্রথম বিশ্বজয়ী পর্যটক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

সৌজন্যেঃ JSC Result 2016 JSC Exam Result 2016

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: বিরাট প্রতিভা , এক ঐতিহাসিক বিস্ময় ।। পোস্টে ধন্যবাদ ।।

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০

মামুন রশিদ বলেছেন: চমৎকার! আমার গ্রামের এই মহান মানুষকে উপস্থাপনের জন্য ধন্যবাদ ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

কলিমদ্দি বলেছেন: আপনাদের ধন্যবাদ মন্তব্য করার জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.