নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারে বাঁচান ( ছেপ করেন)

আমি খুব ভালো মানুষ

নীল জানালা

আমি খুব ভালো মানুষ।

নীল জানালা › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা কার কাছে চাইবেন, ক্যান চাইবেন?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪

নিজেদের ধর্মপ্রান ভাবে আসলে বর্বর, উগ্রপন্থী, হুরলোভী জানোয়ার - এমন সব জানোয়ারদের জন্যই আজকের এই মারাত্মক পরিস্থিতি। এদের কারনেই মানুষের মনে ইসলাম ধর্মের প্রতি ঘৃনাবোধ জন্মায়। এরা অদৃশ্য আল্লাহর জন্য দৃশ্যমান মানুষ খুন করতে প্রস্তুত। নিজের ধর্মকে আরেকজনের উপর চাপিয়ে দিতে কুন্ঠাবোধ করেনা। আল্লাহকে এরা এতৈ অক্ষম ভাবে যে নিজেরাই ইসলামের হেফাজতকারী বনে গেছে। এরা কি মুসলমান? না কাফের? এরা কাফেরেরও অধম।

বাংলাদেশে ইসলাম ধর্মের প্রকাশ্যচর্চা পুরাপুরি নিষিদ্ধ করা উচিৎ। পাশাপাশি আর সব ধর্মেরও। এখন সব দেশেই আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা আছে। আল্লাহ/ ভগবান/ ঈশ্বরের ভয় বা বেহেস্ত / সর্গের লোভ দেখায়া মানুষকে ভালো কাজ করা বা খারাপ কাজ থেইকা বিরত রাখার চেস্টা করার কোন প্রয়োজন এখন আর নাই। আর তাই ধর্মগুলা এখন সুবিধাবাদী শয়তান প্রকৃতির লোকজনের হাতিয়ার হয়া দাঁড়াইসে। সকল মসজিদ মন্দির ভেংগে ফেলা উচিৎ। মানুষ এবাদত করবো ঘরে। পুজা করবো ঘরে। প্রকাশ্যে চলতে পারে শুধু ধর্মের তাত্ত্বিক শিক্ষা। মসজিদ নাকি আল্লাহর ঘর। আল্লাহর কোন কিছুর প্রয়োজন নাই। কিন্তু তিনার একটা ঘরের খুব প্রয়োজন। সেই ঘরে গিয়া গিয়া সব কুলাংগারের মাথায় শুধু শয়তানি বুদ্ধি খেলে। দেশ বা সমাজের উন্নতি রাইখা অবনতির ফন্দি আঁটে। অবশ্যই সকল মুসলিম এক না। আমি নিজে এমন মুসলিম নই। আজকে মুসলমানদের কুপমন্ডুকতা দেখলে ইসলামের সত্যতা নিয়া প্রশ্ন করে অমুসলিমরা। আর এজন্য মুসলিম নামধারী কুলাংগারদের অপকর্মই দায়ী। ওদের কারনেই মানুষ ইসলাম অবমাননা করার সুযোগ পায় এবং করেও।

আবার আজকে ফেসবুকে একটা ছবি দেখে রিতিমত জবান বন্ধ হবার উপক্রম হৈসিল। একজন বৃদ্ধ পান্জাবি টুপি পরা লোকরে আট দশজন জোয়ান লাঠিয়াল পোলাপান মারতেসে দেখা যায় ঐ ছবিতে। বিবরনে লেখা ছিল ঐ সকল কুলাংগারেরা নাকি হেফাজতি সন্দেহে ঐ লোকরে মারতেছিল। সত্য মিথ্যা জানিনা। জানার দরকারও মনে করিনা। নৈতিকতার চরম অবক্ষয়ের মূর্ত প্রতিক ঐ ছবিটা। দুই চাইরজন নাস্তিক ব্লগার কি এমন ক্ষতিবৃদ্ধি করসিল ইসলামের? ওরাতো কারো মাথায় বারি দেয়নাই। ওরাতো ২০ জন মিলে একজনরে পিটায়া মারেনাই। ওরাতো কারো পায়ের রগ কাটে নাই। তারপরেও সব ক্ষোভ তাদের উপরে? যখন রাস্তাঘাটে এত জানোয়ার যারা বাপের বয়সি লোকের গায়ে আঘাত করে! যারা দলবেঁধে একজন নিরস্ত্র মানুষকে আক্রমন করে! এদের শাস্তির দাবী আগে ওঠা উচিৎ নাকি নাস্তিকদের মৃত্যদন্ডের দাবী আগে ওঠা উচিৎ? নাস্তিক ব্লগারের ব্লগ পড়তে ভালো না লাগলে পড়বানা। তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। অবশ্য যদি তুমি আল্লাহরে সর্বশক্তিমান বিশ্বাস করো তাইলে। আর না করলে অবশ্যই নিজ হাতে তাদের শাস্তি দিতে চাইবা।

বাংলাদেশে উগ্রপন্থী প্রতিক্রিয়াশীল ফান্ডামেন্টালিস্ট ফ্যানাটিকদের এহেন উত্থান আসলেই আশাকরি নাই। আমি বিশ্বাস করি যে দেশের সামাজিক পরিস্থিতি ভারসাম্যতা হারাক এইটা আওয়ামি সরকার মনেপ্রানে চাইছে। নিজেদের নানান অপকর্ম ধামাচাপা দেওয়া সহ বিদেশে অবৈধভাবে কালোটাকা পাচারের সুবিধার্থে এরকম ঘোলাটে পরিস্থিতিই তাদের দরকার। আর তাই উগ্রপন্থীদের একাট্টা হওয়াটাকে তারা বাধা দেয় নাই। বরং নানা ভাবে তারা ঘংঘাতকে উস্কে দিচ্ছে। আবার এমনো হতে পারে যে দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিত চরম অস্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর পর তারা জরুরী অবস্থা ঘোষনার মাধ্যমে বিরোধী দলগুলার রাজনৈতিক ততপরতা বন্ধ করার পাঁয়তারা করছে। রাজনিতির মাঠে শেখ হাসিনার আওয়ামিলীগ এর আগেও নানান হঠকারী ঘটনা ঘটিয়েছে। নিতিবিবর্জিত অমানুষদের মনে কি আছে সেটা বলা মুশকিল।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

নষ্ট ছেলে বলেছেন: পোস্ট করেছেন: ২টি
মন্তব্য করেছেন: ৩৫টি
মন্তব্য পেয়েছেন: ৩টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ৫ মাস
ব্লগটি মোট ১৬৪ বার দেখা হয়েছে


ওহে মাল্টি আসল নিকে আসো।
রিপোর্টেড।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬

নীল জানালা বলেছেন: রিপোর্ট করসো? বেহেস্ত গ্যারান্টেড। হুর কয়টা লাগবো?

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৭

বুড়া শাহরীয়ার বলেছেন: বাংলাদেশে ইসলাম ধর্মের প্রকাশ্যচর্চা পুরাপুরি নিষিদ্ধ করা উচিৎ ......... ত্তোরে এই দেশে জন্ম দেছে কেডা?

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২

নীল জানালা বলেছেন: বুড়া, তুমি বুইঝা শুইনা কুরআন পড়সো কোনদিন? তোমারেতো বহুদিন যাবৎ দেখি। আগেও ছাগল আসিলা এখনো তাই আছো। আগে নিজের জন্মের খোঁজ নিয়া আইসো। এক্কাম করো। পাকিস্থান গিয়া খোঁজ লাগাও। বাংলাদেশে খুজিওনা।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩০

নষ্ট ছেলে বলেছেন: আপনার ভাই বেরাদারদের মুখে এখন উচ্চারিত হচ্ছে আগে মুরগি পিছে ডিম ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

নীল জানালা বলেছেন: এত খুশি ক্যান? ডিম খাইতে মন্চায়?

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৪

আলুমিয়া বলেছেন: প্রজেযক: ছাগু
পরিচালক: ছাগু
একটা মহৎ ছাগীয় প্রডাকশন।

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭

নীল জানালা বলেছেন: টিক মাইরা বৈসা থাকো। আবাল োদার টাইম নাই।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: নির্বোধ বেশি বুঝাইন্না লোক।

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৩

নীল জানালা বলেছেন: খুব দায়িত্বশীল কমেন্ট

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১

বুড়া শাহরীয়ার বলেছেন: এডা আসলেও ভারতীয় ছাও।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৬

নাওেয়দ বলেছেন: আপনার লেখার উগ্রতা দেখে তো মনে হলো আপনি একজন প্রকৃত উগ্রপন্থী। যাই হোক, আগে কখনও কমেন্ট পান নাই, এইবার পাইসেন - খুশিতে মিষ্টি বিলাইতে পারেন।

কাজের কথায় আসি। গনজাগরন কারে বলে এই মোল্লারা তা হাড়ে হাড়ে বুঝায় দিসে। কিন্তু কথা হইল, উনারা কি ইসলামের রাজনীতির ধারক-বাহক?

দ্রষ্টব্য: ইসলামের রাজনীতিতে অমুসলিম ভাই-বোনদের জন্য অনেক সুবিধার বিধান আছে যা একজন মুসলমানও পাবে না। কিন্তু উনারা ইসলামের ভালো দিকের কথা কম বলে, কঠোর দিকের কথা বেশী বলে মানুষের মাঝে শুধু ভীতি সৃষ্টি করছেন। এই রাজনৈতিক বিধানে ভোট থেকে শুরু করে ট্যাক্স পর্যন্ত রাষ্ট্রপরিচালনার সব আইন ইসলাম দিয়ে দিয়েছে - উনারা কি তা জানেন?

যা-ই হোক, একজন বাংলাদেশী মুসলমান হিসেবে তাদের ১৩ দফার প্রতি এই আমার মত।আপনগনজাগরন কারে বলে এই মোল্লারা তা হাড়ে হাড়ে বুঝায় দিসে। কিন্তু কথা হইল, উনারা কি ইসলামের রাজনীতির ধারক-বাহক?

দ্রষ্টব্য: ইসলামের রাজনীতিতে অমুসলিম ভাই-বোনদের জন্য অনেক সুবিধার বিধান আছে যা একজন মুসলমানও পাবে না। কিন্তু উনারা ইসলামের ভালো দিকের কথা কম বলে, কঠোর দিকের কথা বেশী বলে মানুষের মাঝে শুধু ভীতি সৃষ্টি করছেন। এই রাজনৈতিক বিধানে ভোট থেকে শুরু করে ট্যাক্স পর্যন্ত রাষ্ট্রপরিচালনার সব আইন ইসলাম দিয়ে দিয়েছে - উনারা কি তা জানেন?

যা-ই হোক, একজন বাংলাদেশী মুসলমান হিসেবে তাদের ১৩ দফার প্রতি এই আমার মত।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

নীল জানালা বলেছেন: আপ্নে যে কত্ত বড় ছাগল তা আপনের কমেন্টের শুরুতেই বুঝায়া দিসেন। সামুতে ব্লগ লেইখা কমেন্ট পাওয়া বুঝি মিস্টি বিলানোর মতন বিশাল ঘটনা?
হ, আমি উগ্রপন্থি। ইসলামি উগ্রপন্থি ছাগলগুলারে গদাম দেওনের লাইগা উগ্রপন্থিই হৈতে হয়। ছাগলরাতো কথা বুঝেনা। লাত্তিগুতা ভালো বুঝে।
"ইসলামের রাজনিতি" টার্মটার ঘোর বিরোধী আমি। আপনাদের রাজনৈতিক ইসলাম কোন ইসলাম না। মরমী ইসলাম অনুসারে দুনিয়ার ভ্যালু আল্লাহর কাছে একটা মৃত মাছির ডানার সমান। সেই মৃতমাছির ডানা নিয়া টানাটানি করতে যারা ইসলামের নাম ব্যাবহার করে তারা মুসলমানদের ছদ্মবেশে দুর্বৃত্ত, প্রতারক। যদি সত্যিই মুসলিম হন তাইলে ইবাদত বন্দেগিতে মন দেন রাজনৈতিক স্বার্থসিদ্ধির ধান্দা বাদ দিয়া। সমাজরে অস্থিতিশীল নিরাপত্তাহীন বানায়া মুখে ইসলামের বানি আওড়ানো মানায়না মোটেও।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আমি ফরহাদ মজহারের লেখা থেকে এই বিষয়টা উদ্ধৃত করছি -

হেফাজতের ১৩ দফা আমরা সমর্থন করি বা না করি নাগরিক হিসেবে যদি স্বীকার করি যাদের আমরা সমাজের বাইরে রেখে দিয়েছি, কথা বলতে দেইনি, যাদের ব্যাপারে অযৌক্তিক আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে, এই সমাজ ও রাষ্ট্র তাদেরও। যাকে বিরোধিতা করুক তার নাগরিক অধিকার যদি স্বীকার না করি তাহলে বাংলাদেশকে আরও অন্ধকার গহ্বরে আমরা ঠেলে দেব। হেফাজতে ইসলামের ১৩ দফা আমাদের মধ্যযুগে নিয়ে যাবে না। নাগরিক অধিকার অস্বীকার করার রাজনীতি ও সংস্কৃতিটাই বরং মধ্যযুগীয়।
------

মধ্যযুগীয় গাজোয়ারি অথবা হেফাজতি আতঙ্কের প্রলাপ থেকে বের হয়ে আসেন - এই উপদেশ রইল.

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

নীল জানালা বলেছেন: নিজেরে উপদেশ দেওয়ার মত এতবড় "যুক্তিপ্রাজ্ঞ" বৈলা মনে করেন? আমারতো মনে হয় ভালো কোন সাইকিট্রিস্টের উপদেশ আপনের বিশেষ প্রয়োজন।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

অদ্ভূত বলেছেন: রিজেক্টেড কোয়ালিটির ভাদা.. এক্সপোর্ট হতে না পেরে ব্লগের পরিবেশ নষ্ট করছে।

২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬

নীল জানালা বলেছেন: উন্নত মানের পাদা (পাকি দালাল) কৈথিকা উদিত হৈলা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.