![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারটা গুরুত্বপূর্ন জেলার মেয়র নির্বাচনে বাল এর চোরদের হারিয়ে দিয়েছে বিএনপি'র চোরেরা। আর তাই মিস্টি বিতরন আর খাওয়ায় মেতে উঠেছেন বিএনপি'র নিগৃহীত চোরেরা। নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর বল আবার ফিরে আসছে বিএনপি'র পায়। এবার আবার বিএনপি'র লাথি খাবার পালা বাংগালীর। এইবার বিএনপি হবে আওয়ামিলীগের চাইতে খারাপ। আবার তার পরের টার্নে যখন আওয়ামিলীগ আসবে তারা হবে ডাবল খারাপ। এইভাবে খারাপের প্রতিযোগিতা ঠিক ততদিনই চলবে যতদিন পুরাটা দেশ আস্তাকুঁড় না হয়ে উঠবে। ততদিনে হয়ত দুই মহারানী আর থাকবেন্না বা থাকলেও পুরা রাজ পরিবার সহ থাকবেন বিদেশে। যেখানে ইতিমধ্যেই উনারা নিজেদের শিকড় গেঁড়েছেন বেশ শক্ত করেই। আংগুল চুষবেন তারা যারা হাড্ডির লোভে দেশমাতার সাথে বেইমানি করছেন এবং অসৎ লোকদের রাজনৈতিক নেতা হিসাবে মেনে নিচ্ছেন, তাদের তল্পিবহন করছে, চামচামি করছেন। এভাবে তারা শুধু ঐ অসৎ আর অশুভ শক্তিকেই আরো শক্তিমান করে তুলছেননা, বরং পরবর্তি প্রজন্মের ভবিষ্যত ধ্বংস করছেন।
আর যারা রাজনিতির সাথে জড়িত নন, অর্থাত খাওয়া পরার জন্য যারা মোটামুটি সৎ পথ বেছে নিয়েছেন এবং পালাক্রমে বাল ও বিএনপি গ্রুপের লাথিগুতা খেয়ে যাচ্ছেন তারা সবসময়ের মতই নীরব ভূমিকা পালন করবেন।
২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪
ম্রিয়মাণ বলেছেন: World suffers a lot not because of the violence of bad people, but because of the silence of good people. -নোপোলিয়ন
১৭ ই জুন, ২০১৩ রাত ২:০৪
নীল জানালা বলেছেন: দ্বিমত করার কোন উপায় নাই।
৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:০৪
হুদাই পেচাল বলেছেন: অত্যন্ত সত্য কথা।
৪| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:০৯
নিষ্কর্মা বলেছেন: আমাদের গণতন্ত্র অধম চোরের স্থানে উত্তম চোরকে বসিয়ে দেয় পাঁচ বছরের জন্য।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮
নীল জানালা বলেছেন: অতঃপর সেই উত্তম চোরটি পূর্ববর্তি অধম চোরটিকে দোষেমানে ("গুনেমানে"র বিপরীত) অতিক্রম করে আরো অধম চোরে পরিনত হয়। আর এভাবে আগের অধম চোরটিই হয়ে উঠে পরের বারের জন্য উত্তম চোর। সুতরাং আবার তার পালা।
সিস্টেমটা দারুন না? পুরা বায়োলজিতে পড়া ব্যাংগের জীবনচক্রের মতন.......
৫| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৫২
আরিফ আহমেদ বলেছেন: দেশের জনগণের কাছে ভাল কাজের কোন দাম নেই। যারা ভাল কাজ করে তারাই আবার ভোটে হারে।হাইরে আমার দেশ, হায়রে আমার দেশের জনগণ
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪০
কালবৈশাখীর ঝড় বলেছেন: Click This Link