![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন যাবৎ কয়েকটা প্রশ্ন মনে ঘুরঘুর করতাসে। উত্তরগুলা কারো জানা থাকলে দিবেন আশাকরি। যদিও দেশের বর্তমান পরিস্থিতিতে এইসব একান্তই বেমানান। যাহোক, প্রশ্ন হৈল : মুজিবরে জাতির পিতা বলা হয়। এইটা কোন জাতি? মানব জাতি? বাংগালী জাতি? নাকি বাংলাদেশী জাতি? মানব জাতি নিশ্চয়ই না। যদিও কিছু অত্যুৎসাহী আওয়ামি তেলবাজ মানবজাতির পিতা বলতেও দ্বিধাবোধ হয়তো করবেনা। বাংগালী জাতি? ভারতের পশ্চিম বংগেও কিন্তু বাংগালী আছে। মুজিবকে কি তারাও বাংগালী জাতির পিতা মনে করে? মনে হয় না। তাইলে বাকি থাকলো কি? বাংলাদেশি জাতি। কিন্তু বাংলাদেশী হৈল আমাদের রাজনৈতিক পরিচয়। আমরা আসলে বাংগালি জাতি। সুতরাং জাতির পিতা টাইটেলখানা বরই নড়বড়ে যুক্তির উপর খাড়া। মনে হয় নিতান্তই তৈলবাজ বা চামচামি স্বভাবের কেউ এই টাইটেল আবিস্কার করেছিল।
আরেকটা প্রশ্ন হৈল, দেশের বর্তমান পরিস্থিতির লাইগা আপনে কারে দোষী মনে করেন? হাসিনারে? খালেদারে? না দুইডারেই?
আরেকটা প্রশ্ন হৈল, তৃতীয় শক্তির উথ্থান কথাটা ইদানিং প্রায়ই শোনা যায়। তৃতিয় শক্তিটা কে বা কারা বলে আপনে মনে করেন?
গনতন্ত্র নিয়া অনেক কথা শোনা যায়। শেখাসিনার চামচারা উহারে গনতন্ত্রের মানষকন্যা বলিয়া সম্বোধন করিয়া থাকে। আয়ামিলীগের দলাভ্যন্তনরে গনতন্ত্র এবং বাকস্বাধীনতা চর্চা হয়কি? নাকি শুধু লবিং এবং চামচামির চর্চা হয়? বিএনপি'র কি অবস্থা সেই বিচারে? দুইটারেই কি এক জিনিষ বৈলা মনে হয় আপনারো?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৫
নীল জানালা বলেছেন: আপনি উনাকে প্রয়াত বা পরলোকগত জাতিয় নেতা বলতে পারেন। নেতারতো কোন অভাব এই দিনে নাই। যেমন অনেক পাখির মধ্যে দোয়েল হইল জাতিয় পাখি। তেমনি অনেক নেতার বাজারে মুজিব হৈল জাতিয় নেতা। দুঃখের বিষয় হৈল এই যে মৃত্যু জনিত কারনে তিনি এখন আর নেতৃত্ব দিতে পারতেসেন না। তবে তিনি বাঁচিয়া থাকিলে কেমন নেতৃত্ব দিতেন তাহা আমরা উহার সুযোগ্যা কন্যাকে দেখিয়া হাড়ে হাড়ে টের পাইতেছি।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২০
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর আপনি দিলেই ভালো হবে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৭
নীল জানালা বলেছেন: যতদিন জ্ঞানীগুনীরা আছেন ততদিন খালি প্রশ্নেই সীমাবদ্ধ থাকা উত্তম। আপনেও মনে হয় উত্তর দিতে খুব একটা পছন্দ করেন না। অতি উত্তম।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৩
শাহরীয়ার সুজন বলেছেন: 'জাতির পিতা'র চেয়ে 'বঙ্গবন্ধু' শোনতে অনেক ভালোলাগে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৯
নীল জানালা বলেছেন: মমতাজের গান শুনতেও অনেক ভালোলাগে। এইটা একটা কথা কৈলেন জনাব? আপনে নিজে বংগশত্রু নাকি?
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫২
ভিটামিন সি বলেছেন: অনুকরণ, অনুসরণ এবং তার প্রয়োগ (ভারতীয় সংস্কৃতি)।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২০
নীল জানালা বলেছেন: কমেন্ট পৈড়া বুঝলাম আমার মগজে ভিটামিন সি'র ঘাটতি হঠাৎ বাইড়া গেসে।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০০
কলাবাগান১ বলেছেন: রাজাকার রা বংগবন্ধুকে জাতির পিতা বলতে ভয় পায়
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪২
নীল জানালা বলেছেন: কিন্তু রাজাকার ট্যাগিং করতে ভয় পায়না মোটেও।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭
কাহাফ বলেছেন:
জবাবঃ
১:অাওয়ামী ও তদীয় দালাল জাতের জাতিয় পিতা!
২:হাসিনা ৭৫% অার খালেদা ২৫% দায়ী!শুধুই ২জনই নিয়া যাচাই কেলে!
৩:ছাগলের তিন নম্বরের মত এই শব্দ!
অারো...............................অাজ অার না!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২১
নীল জানালা বলেছেন: আইচ্ছা ... আরেকদিন। খুদাপেজ...
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯
আরণ্যক রাখাল বলেছেন: জাতির পিতা শব্দটা বেমানান আর যুক্তিহীন| তিনি বঙ্গবন্ধু, তিনি একজন সেরা নেতা, আমাদের কাছে তিনি শ্রোদ্ধেয় স্বাধীন দেশের নির্মাতা বলে| কিন্তু আপনার প্রশ্নের ধরন দেখে মনে হয়না তাকে আপনি সম্মান করেন
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৮
নীল জানালা বলেছেন: ভাই কি কমু দুঃখের কথা, শুইনা শুইনা উনারে আমি অনেক সম্মান করতাম। কিন্তু ভাই, কথায় বলে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। হাসিনা আপার নমুনায়তো কয়না যে তিনি কোন ভালো বৃক্ষের ফল। ক্ষমতার জন্য বিএনপি'র লগে তাল মিলায়া তনিও কেন দুর্বৃত্তদের রাজনিতিতে টেনে আনলেন? রাজনিতির নামে নোংড়া মানষিকতর কুটনামি ছিল বিএনপি'র ঐতিহ্য। তিনি কেন সেই নোংড়া নিতি গ্রহন করলেন?
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২০
মামুন ইসলাম বলেছেন: জাতির পিতা না বলে আমাদের সকলের উচিৎ উনাকে জাতিয় নেতা বলা ।
আর তাতে মনে হয় কার কাছে তাকে জাতিয় নেতা বলতে কোন প্রকার দ্বিমতও থাকবে না ।