![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতটুকু বলি, সত্য বলি, আর একজন মানুষ হিসেবে বুঝি পুরোটা শুদ্ধ হতে পারব না, তবে চেষ্টা করি, শুদ্ধ হওয়ার।
আপনার কতটা আবেগ দেশের প্রতি, আর কতটা রাজনীতির প্রতি। রাজনীতিই কি দেশপ্রেম নাকি দেশের উন্নতির জন্য রাজনীতি?আপনার রাজনীতি কি শুধুই রাজার কথা বলবে, নাকি জনতার কথা বলার জন্য মুখ খুলবে? আপনি দেশকে ভালবাসেন নাকি, নেতাকে ভালবাসেন?নেতা যা করে ঠিক, নাকি দেশের জন্য কোনটা ঠিক? আপনি দেশপ্রেমিক নাকি দলপ্রেমিক? আপনি কি একটি নির্দিষ্ট জেলার কথা ভাবেন নাকি একটি সবুজ-লাল মানচিত্রের কথা ভাবেন। একটি মন্তব্য জন্য লেখা। দেখি আপনার লেখায় কত জোর, কার লেখায় কতটা যুক্তি আছে, আসুন মন্তব্য করুন, যুক্তি দিয়ে কথা বলুন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৭
অবজারভার বলেছেন: আপনার পোস্টের উদ্দেশ্য মহৎ নয়।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
ফিরোজ খান বলেছেন: জোর লেখার নয়, যুক্তির । কারন কিছু কিছু লোক এমন সব মন্তব্য করে যার কোন যুক্তি থাকে না। আমার উদ্দেশ্য শুধুই তাদের উদ্দেশ্য জানা আর তাদের যু্ক্তি জানা। জোর বলতে এটাই বুঝিয়েছি।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
যাযাবর পংক্তিমালা বলেছেন: কি বিষয়ে যুক্তির কথা বলছেন?
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৪
কৌশিক আহমেদ বলেছেন: আপনার উদ্দেশ্য তাহলে মতামত দেখা নয়। লেখার জোর দেখা। জোরটা তো আপনি বিচার করবেন। আপনাকে বিচার করবে কি? যেমন আপনার এই প্রস্তাবনাই মনে হচ্ছে আপনার লেখার জোর নেই। কিভাবে আপনি অন্যের লেখার জোর দেখতে পারবেন?