নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াহো

াহো › বিস্তারিত পোস্টঃ

নানা অভিযোগের জবাবে বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৩

নানা অভিযোগের জবাবে সালমান রহমান





সমকাল প্রতিবেদক

শেয়ারবাজারে ক্রমাগত দরপতনে সৃষ্ট অস্থিরতার পেছনে কিছু লোকের কারসাজির কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। অনেক নামের মধ্যে জোরেশোরে উচ্চারিত হচ্ছে বিপিএলসির সভাপতি ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের নাম। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগের জবাব দিয়ে আত্মপক্ষ

সমর্থন করেছেন।

প্রশ্ন : পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনি শেয়ারবাজার থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা উঠিয়েছেন। এ ব্যাপারে আপনার মতামত কী?

উত্তর : অভিযোগটি ভিত্তিহীন। শেয়ারবাজার থেকে আমার কোনো কোম্পানি নিয়মবহির্ভূতভাবে একটি টাকাও ওঠায়নি। আমরা বেক্সিমকো ফার্মার প্রেফারেন্স শেয়ার বিক্রি করে এবং শাইনপুকুর সিরামিকসের ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বাজার থেকে টাকা উত্তোলন করেছি। এজিম ও ইজিএমে

পাস করিয়ে নিয়ম মোতাবেক এসইসির অনুমতি নেওয়া হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বা আমার কোম্পানি আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে কখনোই জড়িত হইনি।

প্রশ্ন : কয়েক বছর আগেও বেক্সিমকো গ্রুপ যেখানে কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছিল, সেখানে এখন বেক্সিমকো একের পর এক নতুন নতুন কোম্পানি কিনছে। এ অর্থের উৎস কী?

উত্তর : ঢাকা সাংহাই সিরামিক কোম্পানিটি তার মালিকানা বিক্রির উদ্যোগ নিলে বেক্সিমকোর অন্যতম লাভজনক কোম্পানি শাইনপুকুর সিরামিক্সের ব্যবসায়িক ধরন একই হওয়ায় কোম্পানিটির মালিকানা কিনে এর শতভাগ মালিকানা আমরা বুঝে নিই।

অন্যদিকে, শাইনপুকুর সিরামিক্সকে তত্ত্বাবধায়ক সরকারের শেষদিকে ডাইরেক্ট লিস্টিং করা হয়। এর মাধ্যমে বেক্সিমকো লিমিটেড প্রায় ৩০০ কোটি টাকা উত্তোলন করে। এ টাকা ওয়েস্টিন হোটেল এবং জিএমজি এয়ারলাইন্সে বিনিয়োগ করা হয়। এছাড়া বেক্সটেক্স তার নিজস্ব লাভ থেকে ৪০ কোটি টাকা নর্দার্ন পাওয়ারে বিনিয়োগ করে।

কর্মচারীদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত বেসরকারি খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ ছিল বেক্সিমকো। তখন সংসদ নির্বাচনে আমি নাজমুল হুদার কাছে পরাজিত হই। নাজমুল হুদা মন্ত্রী হওয়ার পর প্রভাব খাটিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের সব ঋণ সুবিধা বন্ধ করে দেয়। যার ফলে বেক্সিমকো গ্রুপ তীব্র তারল্য সংকটে পড়ে। এ অবস্থা বজায় ছিল তত্ত্বাবধায়ক সরকার আমল পর্যন্ত। অবস্থা এমন আকার ধারণ করে, বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা জোগান দিয়ে কোম্পানিকে টিকিয়ে রাখেন। কোম্পানির মৌলভিত্তি শক্ত থাকায় গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমরা ঘুরে দাঁড়িয়েছি।

প্রশ্ন : আপনার বিরুদ্ধে আরও একটি অভিযোগ_ আপনি জেল থেকে মুক্তি পাওয়ার পর বেক্সিমকোর বিভিন্ন কোম্পানির নামে নেওয়া হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ করেছেন। আপনি যদি শেয়ারবাজার থেকে টাকা না তুলে থাকেন তাহলে হঠাৎ কোথা থেকে এত টাকা পেলেন?

উত্তর : গণতান্ত্রিক সরকার আসার পর আমাদের ঋণগুলো প্রয়োজনীয় ডাউন পেমেন্ট দিয়ে পুনর্তফসিল করতে সক্ষম হই। বর্তমান সরকার ক্ষমতা আসার পর অর্থমন্ত্রী জাতীয় সংসদে ঋণখেলাপিদের একটি তালিকা উপস্থাপন করেন। তাতে বেক্সিমকো গ্রুপের নাম ছিল। আমরা সেই তথ্যকে চ্যালেঞ্জ করলে অর্থমন্ত্রী পরে সংশোধিত তালিকা উপস্থাপন করেন। ওই তালিকায় বেক্সিমকো গ্রুপের কোনো কোম্পানির নাম ছিল না। তখন শেয়ারবাজারও অতিমূল্যায়িত ছিল না। ফলে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের কোনো প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, বেক্সিমকো গ্রুপের লভ্যাংশ দিয়ে কিছু ঋণ পরিশোধ করা হয়। এছাড়া আমাদের মালিকানাধীন কিছু জমি, একটি ব্রোকারেজ হাউসের লাইসেন্স বিক্রি করে এসব ঋণের কিছু অংশ পরিশোধ করেছি। আবার কিছু ঋণকে ইক্যুইটিতে রূপান্তরিত করা হয়েছে। এসব উদ্যোগের ফলে প্রায় ৯০০ কোটি টাকা ঋণ লাঘব হয়েছে। এতে প্রমাণিত হয়, আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা শেয়ারবাজারের কারসাজির সঙ্গে জড়িতদের আড়াল করার জন্যই করা হচ্ছে।

প্রশ্ন : বর্তমান পুঁজিবাজার অস্থিরতার পেছনে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আপনার অভিমত কী?

উত্তর : আইএফআইসি ব্যাংকে আমার পার্টনার ছিলেন মরহুম জহুরুল ইসলাম। তিনি মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে এ শেয়ার চলে যায় তার ছেলে মঞ্জুরুল ইসলামের কাছে। গত বিএনপি আমলে মঞ্জুরুল তার শেয়ার ফালু এবং তৎকালীন যুবক নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিলে ফালু ওই ব্যাংকের অংশীদার ও চেয়ারম্যান হন। এরপর যুবক তার অংশ বাদলের কাছে বিক্রি করে দিলে বাদল তত্ত্বাবধায়ক সরকারের আমলে চেয়ারম্যান হন। পরে বর্তমান সরকার আসায় আমরা পূর্বের অবস্থানে ফিরে যাই। বর্তমানে আমি এই ব্যাংকের চেয়ারম্যান। তিনি বলেন, আমরা আইএফআইসি ব্যাংক শুরু করেছিলাম মরহুম জহুরুল ইসলামের সঙ্গে। কিন্তু ঘটনাপ্রবাহে তার পরিবর্তে ফালু ও বাদল আমাদের পার্টনার হয়েছেন। এখানে আমার কিছুই করার ছিল না।

প্রশ্ন : অতিসম্প্রতি দেখা যাচ্ছে, বেক্সিমকো গ্রুপের শেয়ারগুলোর দাম কমে যাচ্ছে। এর পেছনে কী কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন?

উত্তর : সাম্প্রতিক শেয়ারবাজারে যে ধস নেমেছে তাতে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা কোনো ক্ষতির সম্মুখীন হননি। কেননা তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য কোনো সময়ই অতিমূল্যায়িত হয়নি এবং এসব কোম্পানির মৌলভিত্তি বেশ শক্ত। একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে আমাদের কোম্পানি এবং আমার সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

প্রশ্ন : পুঁজিবাজারের বর্তমান সমস্যাকে আপনি একজন সফল ব্যবসায়ী ও পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবে কীভাবে দেখছেন? বর্তমান পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশে আপনার পরামর্শ কী?

উত্তর : বর্তমান শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, বিনিয়োগকারীকে একসঙ্গে কাজ করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বুঝে-শুনে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত। যে কোম্পানির শেয়ারের মৌলভিত্তি ভালো, মূল্য-আয় অনুপাত কম, সেসব কোম্পানির শেয়ার কিনতে হবে। তাহলে বিনিয়োগকারীরা লাভবান হবেন।





Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৫

াহো বলেছেন:
সংবিধিবদ্ধ সতর্কীকরণ চালু করতে হবে, যাতে বলা থাকবে যে শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকি আছে এবং বাজার সম্পর্কে না জেনে শেয়ার ক্রয়-বিক্রয়ে লাভক্ষতির দায় বিনিয়োগকারীকে নিতে হবে।

Prothom Alo

Click This Link

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩৫

ব্লাড বিডি ডট কম বলেছেন: X((

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৪৯

কদমা বলেছেন: আমি এন টিভিতেও উনার একই ধরনের ব্যাখ্যা শুনেছি । উনার কোম্পানিগুলোর ব্র‌্যান্ড ভালু আনেক বেশি । কাজেই সহায়ক পরিবেশ-পরিস্হিতিতে অবস্হার দ্রুত উন্নতি ঘটেছে ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৫

পাস্ট পারফেক্ট বলেছেন: বিশ্বাস করি না। সালমান গংয়ের এক নং ব্যবসা শেয়ার নিয়া ছিনিমিনি খেলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.