নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াহো

াহো › বিস্তারিত পোস্টঃ

যে কোন একটি ব্যাংকের শাখা থেকে থেকে অতি অল্প সময়ে ও কম খরচে অন্য আরেকটি ব্যাংকের যে কোন শাখায় টাকা প্রেরন করতে পারবেন।

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:০৮





বিইএফটিএন আধুনিক ও নিরাপদ ব্যাংকিং

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় ইতোমধ্যে আধুনিকায়ন ও চমৎকার কিছু সেবা চালু করা হয়েছে অন-লাইন ব্যাংকিং, ই-কমার্স, অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন), অন-লাইন সিআইবি এছাড়া ও ব্যাংকিং খাতে আধুনিকতার অন্যতম মাধ্যম আজকের এই মোবাইল ব্যাংকিং কার্যক্রম যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।



চলুন একটু জেনে নেই এক ব্যাংক থেকে অন্য যে কোন ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দানের সহজ পদ্ধতিঃ



বিইএফটিএন কিঃ



বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় অত্যান্ত চমৎকার একটি ব্যাংকিং সেবা। যার মাধ্যমে একজন গ্রাহক তার নিকটাবর্তী যে কোন একটি ব্যাংকের শাখা থেকে থেকে অতি অল্প সময়ে ও কম খরচে অন্য আরেকটি ব্যাংকের যে কোন শাখায় টাকা প্রেরন করতে পারবেন। উদাহরন স্বরুপ বলা যেতে পারে একজন গ্রাহক তার ন্যাশনাল ব্যাংক ময়মনসিংহ জেলা র ভালুকা শাখায় টাকা জমা দিতে পারবেন চট্রগ্রাম ব্যাংক এশিয়ার ইপিজেট শাখা থেকে।



কি প্রয়োজনঃ



ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফারের এই পদ্ধতি অত্যান্ত চমৎকার সে জন্য একজন গ্রাহক যে ব্যাংক থেকে টাকা পাঠাবেন সেই ব্যাংকে কোন ব্যাংক হিসাব থাকার প্রয়োজন নেই। শুধু মাত্র ব্যাংকের prescribed format পূরন করে সঙ্গে ভোটার আইডি কার্ডের ফটো কপি সংযুক্ত করতে হবে।



যে তথ্য প্রয়োজনঃ



১. নির্ভুল ভাবে ব্যাংক হিসাব নম্বর, Account Title বা হিসাব শিরোনাম পূরন করতে হবে।

২. যে ব্যাংকের যে শাখাতে টাকা পাঠাতে চান তা ঊল্লেখ করতে হবে।

৩. Beneficiary বা যার Account এ টাকা পাঠাতে চান তার মোবাইল নম্বর।

৪. আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ভোটার আইডি কার্ড নম্বর ও টাকা জমা করার উদ্যেশ্য পূরণ করতে হবে।

৫. আপনি মানি লন্ডারিং করছেন না এরুপ একটি ফরমে সাক্ষর করবেন।



আপনি চাইলে খুব সহজেই এই পদ্ধতিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের যে কোন শাখাতে টাকা জমা করতে পারবেন। লেখা পড়ে হয়ত আপনার অনেক ঝামেলা মনে হতে পারে কিন্তু এই সহজ ফরম টি পূরন করতে আপনার দু মিনিটের বেশী লাগার কথা নয়। আপনি যে ব্যাংকে লেনদেন করছেন জেনে নিন এই পদ্ধতি সম্পর্কে। ২৪ ঘন্টা বা এক দিন সময়ের মধ্যে দেশের যে কোন প্রান্তে খুব সহজে এবং কম খরচে টাকা পাঠাতে পারবেন। তাতে আপনার নগদ অর্থ বহনের ঝুঁকি মুক্ত থাকতে পারবেন, সময় বাচাতে পারবেন। এ ছাড়া পদ্ধতি সম্পর্কে জানা থাকলে জরুরী প্রয়োজনে আপনার নিকটস্থ যে কোন ব্যাংকে থেকে এই সেবা গ্রহন করতে পারবেন।

http://blog.bdnews24.com/ARMANUZZAMAN/80365

মন্তব্য ১৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:১১

নাজনীন১ বলেছেন: ভালো তো!

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:২৫

াহো বলেছেন: Hotline for customer's complaint:
Head Office:
Dial 16236
Fax : 88-02-9511771
E-mail : [email protected]

Click This Link

২| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:১৭

লেখাজোকা শামীম বলেছেন: জেনে ভালো লাগল। প্রিয়তে রাখলাম। দরকার হবে।

অনেক ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:২৪

াহো বলেছেন: Hotline for customer's complaint:
Head Office:
Dial 16236
Fax : 88-02-9511771
E-mail : [email protected]

Click This Link

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:২৬

াহো বলেছেন: Lodge your complaint to CIPC of Bangladesh Bank by the following modes:
Dial 16236 from 10.00 am to 6.00 pm in working days (Sunday to Thursday) to lodge your complaint/ for any query regarding banking/financial services.
Or
Send your e-mail to us at [email protected]
Or
Send your complaint to Fax :880-2-9511771
Or
Send your complaint using the electronic complaint form: Click This Link
Or
Send your complaints against Banks/Financial Institutions to the following address:
Deputy General Manager
Customers' Interests Protection Centre
Foreign Exchange Inspection & Vigilance Department
Bangladesh Bank, Head Office,
2nd Annex Building (17 floor)
Motijheel, Dhaka-1000.

৩| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:৪২

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: জানি না এ পদ্ধতি কতটুকু নিরাপদ ও দ্রুত। কিছুদিন আগে ঘটে যাওয়া আমার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করি:

আমার এক আত্মীয়ের একাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংক নোয়াখালী মাইজদী শাখায়। ঢাকায় অবস্থানকালে তার টাকা পাঠানোর প্রয়োজন হয় ওয়ান ব্যাংক এর মাইজদী শাখার একটি একাউন্টে। তিনি চেক লিখে ঢাকায় নিকটস্থ ওয়ান ব্যাংক শাখায় যান চেকটি জমা দিতে। কিন্তু সেখান থেকে জানায় যে এ চেকটি ক্লিয়ার হতে প্রায় ১ মাস সময় লাগবে!!!! তারা বুদ্ধি দিল যে আগে টাকাটা ইসলামী ব্যাংক থেকে তুলে তারপর তাদের কাছে জমা দিতে। কিন্তু যেহেতু টাকার অংক বেশ বড় ছিল তাই তিনি সে পদ্ধতিতে যেতে চাচ্ছিলেন না, ওতো টাকা ক্যাশ আকারে বহন করা রিস্কি হবে তাই।

পরে বিকল্প সমাধান হিসাবে মাইজদীর ইসলামী ব্যাংকের অন্য একটি একাউন্টে টাকাটা ট্রান্সফার করার উদ্দেশ্যে ইসলামী ব্যাংক আসি। তারাও প্রায় একই ধরনের কথা বলে!!! পরে তারা বুদ্ধি দেয় যে আগে আপনি টাকাটা তুলেন তারপর আবার অপর একাউন্টে জমা দেন!!! একই কাউন্টারে দাঁড়িয়ে প্রথমে টাকা তুললাম, এরপর আবার ডিপোজিট স্লিপ পূরণ করে টাকা জমা দিলাম!!

এই যদি হয় আমাদের অনলাইন ব্যাংকিং তাহলে বোধহয় অনলাইন ব্যাংকিং নাম দিয়ে ব্যাংকিংয়ের অপমান না করাই উত্তম।

৪| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১০:০৩

পাস্ট পারফেক্ট বলেছেন: বাংলাদেশে অনলাইন ব্যাংকিং নামে বেশ কৌতুক হয়। ব্যাংকের আবার ব্র্যাঞ্জ কি জিনিষ? আর অনলাইনই বা কি? একটা কেন্দ্রীয় সার্ভারের আন্ডারে সব কিছু মেইন্টেইন হলে তখন আর অনলাইন ফোনলাইন কন্সেপ্ট আর থাকে না। অনলাইন ব্যাংকিং নামে আবার একটা চার্জও কাটে। যেন তারা কত কষ্ট করে আমার টাকাই এনে আমাকে দিচ্ছি! আমার এক ব্যাংক এক- একাউন্ট থাকবে। আমি এর যে কোন শাখাতে টাকা জমা/তুলতে পারবো। যেমন হয় স্ট্যান্ডার্ড চার্টারডে।

৫| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১০:০৯

রাজীব বলেছেন: তাহলে তো আর অনলাই ব্যাংকগুলোর মাতবরী থাকছে না।
খুবই ভালো খবর।

৬| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১০:১৯

রায়হান রানা বলেছেন: সরকারি ব্যাংক হলে বিইএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাতে ৭ দিন সময় লাগবে।

০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১২:৩২

াহো বলেছেন: Hotline for customer's complaint:
Head Office:
Dial 16236
Fax : 88-02-9511771
E-mail : [email protected]

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১২:২৬

সমীর কুমার ঘোষ বলেছেন: @রায়হান রানা,
সরকারী ব্যাংক এখন দেখবেন অনেক পরিবর্তন হয়েছে। আমি নিজেও একজন সরকারী ব্যাংকের কর্মকর্তা। আমরা ৭ দিন নয় বলতে পারেন ৭ সেকেন্ডে দিতে চেষ্টা করি। আর এটা নিরাপদও বটে।
ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১২:৩৩

াহো বলেছেন:
ধন্যবাদ

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১২:৫৫

চেনা মুখ বলেছেন: ভালো তো! +++++++++++++++

৯| ০৭ ই মে, ২০১২ সকাল ৮:৫৪

আশীষ কুমার বলেছেন: সরকারী ব্যাংকের সেবার মান আগের চেয়ে ভাল হয়েছে। এবং এটা হয়েছে নতুন অফিসার নিয়োগের ফলেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.