![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক নিজেকে লেখক বলে পরিচয় দিতে লজ্জা পান।তারপরেও অনেকেই তাকে লেখক বলে স্বীকৃতি দিয়ে ফেলে। লেখকের বড় লজ্জা লাগে, সেই সাথে অনেক বেশী ভয়ও হয়। আজকে যেমনি করে তিনি একের পর এক লেখার জন্ম দিতে পারছেন, তেমন করে যদি আর না পারেন? যদি এমন কোনোদিন আসে,যেদিন বিধাতা তার লেখার ক্ষমতা কেড়ে নেন?
লেখকের মাঝে মাঝে মনে হয়,আসলে তার ভিতরে একই সাথে দুটো স্বত্তা কাজ করে। একটা স্বত্তা গল্প জন্ম দিতে পারে, আরেকটা স্বত্তা জানেই না,কিভাবে লিখতে হয়। লেখকের ধারণা, যে স্বত্তাটা লিখতে জানে না,সেটাই তার আসল স্বত্তা, আর যে স্বত্তা একের পর এক সাহিত্য জন্ম দিয়ে চলেছে সে হল স্বয়ং ঈশ্বর। হ্যা,সবার মাঝেই তো ঈশ্বরের বাস, সুতরাং এটা তো অসম্ভব নয় যে ঈশ্বরই এই সাহিত্য গুলোর সৃষ্টি করে চলেছেন।
পাঠকরা যখন লেখকের লেখার প্রশংসার পঞ্চমুখ,তখন লেখক আনন্দিত হওয়ার বদলে ভয়ে জড়সড় হয়ে যান। তার মুখ থেকে কোনো কথা বের হতে চায় না। তাও পাঠকেরা প্রশংসা করার পর কিছু একটা শোনার জন্য লেখকের দিকে তাকিয়ে থাকে।লেখক কাচুমাচু করে বলেন , “এর সমস্তই ঈশ্বরের দান।আমি কিছুই করিনি।সমস্তই তিনি করেন!”
মাঝে মাঝে লেখক কিছুই লিখতে পারেন না।কাগজ-কলম নিয়ে রাতের পর রাত পার করে দেন। কিছুক্ষণ ঘষঘষ-খস-খস করে কিছু লিখে আবার তা ছুড়ে ফেলে দেন, হতাশায় মাথার চুলগুলো টেনে ছিড়ে ফেলতে চান, রাগে তার লেখা সব বইগুলো ছিড়ে ফেলে কখনও শিশুর মত কাঁদতে থাকেন! রাত পাড় হয়ে ভোর হলে লেখক আর লেখার কাছে ভেড়েন না, বরং ঈশ্বরের কাছে প্রার্থণা করা শুরু করেন। তারপর অনেক দিন পরে হয়তো লেখক আবার কিছু একটা লিখতে পারেন।
লেখকের আর এমন জীবন ভাল লাগে না। একদিকে পাঠকেরা তাকে শ্রেষ্ঠ সাহিত্যের জন্মদাতা বলছেন, আর অন্যদিকে তাকে সাহিত্য রচনার জন্য ঈশ্বরের করুনার উপর নির্ভর করতে হয়। তিনি মানুষকে একথা কিভাবে বোঝান যে এই সাহিত্যের জন্মদাতা আসলে তিনি নন। নিজেকে প্রচন্ড ক্ষুদ্র মনে হয়, আবার মাঝে মাঝে লেখক নিজেকে ভন্ড বলে আক্ষা দেন। এই জীবন আর লেখকের ভাল লাগে না। এমন জীবন লেখকের প্রয়োজন নেই যে জীবনে তাকে ক্ষুদ্র হতে হবে , ভন্ডামী করতে হবে!
লেখকে এবার ঈশ্বরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পরিকল্পনা করেন। আর নয় এই জীবন। পরদিন লেখকের লাশ পাওয়া যায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝোলানো অবস্থায়। পাঠককূলে শোকের মাতম ওঠে। লেখক তাতে পরোয়া করেন না। কিন্তু বিধাতার হতাশ চক্ষু দেখে লেখক তখন বিস্মিত!
বিধাতা লেখকের সামনে দাঁড়িয়ে বিষন্ন চোখে বললেন, “ অহংকারী লেখক, আমার সৃষ্টিতে যেমন কোনো অংশীদার থাকে্না,তোমার সৃষ্টিরও কোনো অংশীদার ছিল না। তোমার সৃষ্টির অংশীদার কেবলই তুমি!”
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই প্রশংসা করার জন্য!
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
স্বপনচারিণী বলেছেন: একজন লেখক, স্রষ্টার অনন্য সেরা এক উপহার। ভাল থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সমস্ত লেখকেরা।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭
শুঁটকি মাছ বলেছেন: হ্যা,তাইই!সব লেখকেরা ভাল থাকুক।
আপনিও ভাল থাকবেন আপু!!!!!!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
কঠিন !!
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ মুন ভাই!!!!!!!!!
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মামুন রশিদ বলেছেন: শেষটা খুব ভাল লেগেছে ।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
শুঁটকি মাছ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মাক্স বলেছেন: সুন্দর ফ্লাশস্টোরী!
শেষটা খুব ভাল্লাগসে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
শুঁটকি মাছ বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাক্স ভাই!
৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। কথাগুলো সুন্দর।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪
শুঁটকি মাছ বলেছেন: বিশাল ধন্যবাদ সুমন দা!
৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: অস্থির ভাবনার সুস্থির প্রকাশ। ভালো লেগেছে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
শুঁটকি মাছ বলেছেন: প্রশঙ্গসার জন্য অনেক ধন্যবাদ শংকু ভাই!
৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮
শান্তির দেবদূত বলেছেন: ওয়াও! দার্শনিক চিন্তা ভাবনার লেখা!
আহারে বেচারা লেখককে মেরেই ফেললেন?
আপনি অনেক ভাল লিখেন, চালিয়ে যান; শুভেচ্ছা রইল।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০
শুঁটকি মাছ বলেছেন: ঐ লেখকের জন্য দুঃখ করে লাভ নাই ভাই।উনি বড় বেশী অহংকারী!তাছাড়া খানিকটা বোকাও!
প্রশংসার জন্য ধন্যবাদ ভাই।আপনাদের অনুপ্রেরণা সাথে থাকলে ইনশাল্লাহ চালিয়ে যেতে পারব!
৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কিরে তুই দর্শন নিয়া চিন্তা ভাবনা শুরু করলি কবে!?
ভালো লেগেছে খুব। সুন্দর!
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭
শুঁটকি মাছ বলেছেন: দর্শন কিভাবে যেন ঢুকে গেল গল্পটার ভিতর!বুঝলাম নারে!!!!!প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।
তুই কি লেখা ছেড়ে দিলি?তোর লাস্ট লেখা তো বিশ বছর আগে পড়ছিলাম বলে মনে পড়ে!
১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কিরে তুই দর্শন নিয়া চিন্তা ভাবনা শুরু করলি কবে!?
ভালো লেগেছে খুব। সুন্দর!
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
শুঁটকি মাছ বলেছেন:
১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
অলওয়েজ ড্রিম বলেছেন: Dhuro ja eto banan vul thakle kmne chole!? Sochetonota kammo.
Shuvechca.
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
শুঁটকি মাছ বলেছেন: আমার এই যা সমস্যা।একটু দেখিয়ে দেন না প্লিজ!
১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
অলওয়েজ ড্রিম বলেছেন: Sobcheye drishtikotu legece: sotta. Bakigulo nijei ber koren.
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাই!!!!!!!
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রচ্ছদ, গল্প এবং অন্তনির্হিত বক্তব্য অনেক ভালো লেগেছে। আপনার যে কয়টি লেখা পড়েছি তার মধ্যে এটা অন্যতম ভালো লেগেছে। আমার লাস্ট গল্পটার প্লটের না বলা বা প্রকাশ না করতে পারা অংশ হিসেবে মনে হচ্ছে আপনার এই লেখাটিকে।
প্লাস এবং শুভেচ্ছা রইল।
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭
শুঁটকি মাছ বলেছেন: আপনার চরিত্র কথন গল্পটা আমার বেশ লেগেছিল।সত্যি বলতে,আমার এই লেখাটা নিয়ে আমি অনেক দিন ধর ভাবলেও কেন যেন লিখতে পারছিলাম না। আপনার ঐ গল্পটা পড়ার পর আমার ভয়টা কেটে গিয়েছিল। আমার এই গল্পতে আপনার ঐ গল্পটার প্রভাব আছে কাল্পনিক ভাই!!!!!!
প্রশংসার জন্য ধন্যবাদ।ভাল থাকবেন ভাই!
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
কঠিন সব কথাবার্তা।
অনেক ভাল লাগল।
+++++
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯
শুঁটকি মাছ বলেছেন: অসংখ্য ধন্যবাদ শোভন ভাই!!!!!!শুভকামনা রইল!
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
সমুদ্র কন্যা বলেছেন: চিন্তাটা দারুণ লাগলো। আপনার লেখা অনেক বদলাচ্ছে, প্রতিদিনই। ভাল লাগছে দেখে।
শুভকামনা রইল।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩
শুঁটকি মাছ বলেছেন: আপনাদের মত বড় লেখকদের কাছ থেকে এধরনের মন্তব্য পাওয়াটাও আমার প্রাপ্তি আপু! অসংখ্য ধন্যবাদ আপু।
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: কথাগুলো চমৎকার
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
শুঁটকি মাছ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপু!!!!!!!!!!
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
হাসান মাহবুব বলেছেন: প্রথমদিকে প্রবন্ধ প্রবন্ধ লাগতেসিলো। শেষে একটা গল্প পেলাম এবং ভালো লাগলো।
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫
শুঁটকি মাছ বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই!!!!!!!!!!!!
১৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অতি বাস্তব কথা ! চমৎকার একটা গল্প !
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬
শুঁটকি মাছ বলেছেন: সব গল্পের পিছনেই কম বেশী বাস্তবতা থাকে অভি ভাই!
ধন্যবাদ প্রশংসার জন্য ভাইয়া!
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনাকে মনে হচ্ছে আমার রোগে পেয়েছে। আমার মাথায়ও ইদানিং নানাবিধ দার্শনিক চিন্তা এসে উকি দেয়। চিন্তাগুলো গল্পে রুপ দিতে খুব ইচ্ছে করে।
গল্প ভাল হয়েছে।
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
শুঁটকি মাছ বলেছেন: ভাই আমার আসলে সত্যি বলতে মোটেও দার্শনিক রোগে পায় নাই।আমার আসলে পিনিক হয় মাঝে মাঝে। কোনো গল্প লিখতে পারিনা। মনে হয় যেন, আর কোনো কিছুই মাথা থেকে বের হবে না। আমার মত চুনা-পুটির যখন এমন লাগে,তাহলে বড়-বড় লেখকদের কেমন লাগে এইটা ভেবে বেচারাদের জন্য খারাপ লাগল। তাই এইটা লেখা।
তবে ভাই,আপনার দার্শনিক ভাবনাগুলো গল্পে রূপ দিয়ে ফেলেন।মন্দ হবেনা। প্রশংসার জন্য ধন্যবাদ!
২০| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: বোকা লেখক ...............
গপ ভালা লাগছে
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
শুঁটকি মাছ বলেছেন: শুধুই কি বোকা?ব্যাটা তো আস্তা অহংকারী!!!!!
যাই হোক,অনেক ধন্যবাদ মাসুম ভাই!
২১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: কিন্তু প্রত্যেক লেখকই অহংকারী হন । তবে সেটা সীমা ছাড়া হলে বিপদ। অন্যরকম একটা লিখা । ভাবালো । শুভেচ্ছা জানবেন ।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
শুঁটকি মাছ বলেছেন: শুধু অহংকারী হন এমনটা বললে ভুল হবে।কিছুটা ভীতুও হন।
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!
২২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
গেন্দু মিয়া বলেছেন: "আজকে যেমনি করে তিনি একের পর এক লেখার জন্ম দিতে পারছেন, তেমন করে যদি আর না পারেন? যদি এমন কোনোদিন আসে,যেদিন বিধাতা তার লেখার ক্ষমতা কেড়ে নেন?"
-- অনেক লেখকেরই (বা যারা লেখক হবার চেষ্টায় রত তাঁদেরই) মনের কথা।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
শুঁটকি মাছ বলেছেন: হাহহাহাহা।
মূল ব্যাপারটা ধরে ফেললেন দেখছি!!!!!!!!!
২৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ২:৪৭
আমিই মিসিরআলি বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: অস্থির ভাবনার সুস্থির প্রকাশ।
সত্যিই,
কেম্নে বাইর করলেন মাথা থেইকা এইরকম প্লট
দারুণ লিখছেন
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৭
শুঁটকি মাছ বলেছেন: মামা!! এত বড় প্রশংসা!!!!!!! আমি তো ধন্য হয়া গেলাম।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরেরে কি জটিল সব কথাবার্তা, দর্শন কথন দারুণ লাগলো।