![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন ধরে উর্দু শায়েরী এবং হিন্দি কবিতার শ্রোতা হয়েছি। ইউটিউবে অনেক গুলো মুশাইরা এবং কবি সম্মেলন দেখা হল। বর্তমান সমাজ পরিস্থিতির পরিপেক্ষিতে এবং সরকারের বিরুদ্ধে দু-লাইনের একেক্টা শায়েরি বা কবিতার পঙক্তি কত কিছু বলে দেয়। কাঁপিয়ে দেয় মানুষের মন। ভাবনার খোরাক জোগায়। সংগ্রামের শক্তির সঞ্চার করে। মুনাও্বার রানা, রাহাত ইন্দোরী, ইমরান প্রতাবগারী, কুমার বিশ্বাস এবং আরো অনেকের ধাঁরালো শায়েরীতে মুগ্ধতার মধ্যে আছি। সেই সাথে একটা ব্যাপারে খারাপও লাগছে। কিছু সময় ধরে বাংলা কবিরা কবিতাকে এমন ভয়ংকর জায়গায় নিয়েগেছে যে, কবিতার প্রতি সাধারণ মানুষের আগ্রহ উতসাহ ধ্বংস হয়েগেছে। কবিরা এত কঠিন কবিতা লেখেন যে, কারও পক্ষে বোঝা সম্ভব নয়। আর যে যত কঠিন কবিতা লেখেন, সেই নাকি সবথেকে বড় কবি। যার কবিতা মানুষ বুঝতে পারবেনা সেই সেরা! ছন্দ তো অনেকদিন হল কবিতা থেকে বাদ গেছে। এখন নাকি ছন্দ দিয়ে কবিতা লিখলে হাসাহাসি হয় কবিমহলে। মুনাও্বার রানাকে একবার এক বাঙালী কবি বলেছিল, আমরা যখন ইংরেজদের বিরুদ্ধে লেখালেখিতে ব্যস্ত ছিলাম আর জেলে বন্দি হচ্ছিলাম তখন উর্দু কবিরা বাঈদের নাচের আসরে শায়েরী আর গজল গাইতে ব্যস্ত ছিল। জানিনা কথাটা কতটা সত্য কিন্তু এটা বাস্তব সত্য যে বর্তমানে বাংলা কবিতার সাথে সাধারণ মানুষের সম্পর্ক নাই, আগ্রহও নাই। অন্য দিকে উর্দু শায়েরীর মুসাইরার গুলোর টিকিট মুল্য হাজার হাজার।
©somewhere in net ltd.