নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগে আমার আগের আইডির নাম \'ফরিদ আলম\'।

ফৈরা দার্শনিক

শেখ ফরিদ আলম।

ফৈরা দার্শনিক › বিস্তারিত পোস্টঃ

বিশ্বনবী

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

বিশ্বনবী মুহাম্মাদ (সাঃ) শুধু নবী বা ধর্মগুরুই ছিলেন না, একই সাথে তিনি বিশাল বড় সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন শাসক, বাদশা, সেনাপতি, বিচারক। তাঁর প্রভাব প্রতিপত্তি মানুষদের মধ্যে এমন ছিল যা পৃথিবীতে কখনও কারও ছিল না। তাঁকে মানুষ এতটাই ভালোবাসত যে, যুদ্ধে পরিবারের সদস্যরা শহীদ হলেও দুঃখ না করে লোকে জিজ্ঞেস করত রাসুলুল্লাহর (সাঃ) কিছু হয়নি তো ?! তিনি শাসক ছিলেন কিন্তু তাঁর কোন প্রসাদ ছিল না। তিনি অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করতেন। তিনি মানুষের সাথে খুবই সুন্দর ব্যবহার করতেন। তিনি ছিলেন সহিষনু, নম্র, বিনয়ী। তিনি সকল ধরনের মানুষদের সাথে ভালো ব্যবহার করতেন এবং খোজ খবর নিতেন। এমনকি শিশুদের সালাম দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, কোলে নিতেন, কাঁধে নিতেন। একবার, আবু উমাইর নামক এক শিশুর খেলনা পাখি (নুগাইর) মারা গেলে সে দুঃখিত হয় এবং মন খারাপ করে। তা দেখে বিশ্বনবী মুহাম্মাদ (সাঃ) তার মন খারাপ দূর করার জন্য এবং তাকে খোশ করার জন্য মস্করা করে বললেন, ''এই যে আবু উমাইর! কী করেছে নুগাইর ?'' [বুখারী, মুসলিম, মিশকাত/৪৮৮৪] কত চমৎকার ব্যাপার ভাবুন! একটা বাচ্চা শিশুর মনখারাপের কথাও তিনি গুরুত্ব দিতেন এবং তার দুঃখ ভুলিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন! এই জন্যই তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্যই তিনি সাড়ে চৌদ্দশ বছর ধরে কোটি কোটি মানুষের আদর্শ, ভালোবাসার পাত্র। এবং এত বছর পরেও কোটি কোটি মানুষ তাঁকে নিজ পরিবার এবং সম্পত্তির থেকেও বেশি ভালোবাসে!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

Nok Naim বলেছেন: আলহামদুল্লিলাহ.।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, এডুকেশান শিক্ষা লাভ না করেও মানুষ এত সুন্দর ও জ্ঞানী হতে পারে (সাঃ) তার উজ্জল নক্ষত্র। এজন্য তিনি মহামানব। আমরা প্রত্যেকেই মহামানব হতে না পারলেও মহামানবদের অনুশ্মরণ ও অনুকরন করব। এবং শুধু মাত্র আমাদের নিজের ইচ্ছাই আমাদেরকে সততা ও জ্ঞানের পথে নিয়ে যেতে পারে।

তবে দুক্ষ হয়,আমরা মহামানবদের কথার অর্থ এবং সারমর্ম অধিকাংশই বুঝতে পারিনা। আমরা কোন যুক্তির আপডেটও বুঝিনা। বরং মহামানবদের কথার উল্টোটা নিজের মনমত ও সুভিদা মত বুঝে নিয়ে চলতে চায়। আমরা অতীতকে সামনে রেখে-সংশোধন করে-ভবিশ্যতের মঙ্গলার্থে বর্তমান সমস্যার সমাধান করতে বুঝিনা। আমরা শুধু অতীত দিয়েই বর্তমান সিন্ধান্তের সমাধান হয় বলে মনে করে ভূল করি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

এই আমি রবীন বলেছেন: ফরিদ আলম স্যার, আপনি আসলেই ফৈরা দার্শনিক।
১। বিয়ের আগে উনি রাখাল ছিলেন, বিয়ের পরে উনার পেশা কি ছিল?
২। খাদিজা মারা যাওয়ার পরে উনার ডজনেরও বেশী বউ বিয়া করা লাগল?
৩। নেতাদের কোন চুক্তির শর্ত পালন না করার জন্য বনু কোরাইজার ৬০০-৯০০ পুরষ (সদ্য গোপনাঙ্গে লোম গজিয়েছে এমন সহ) হত্যা করে তাদের মহিলাদের গনমতের মাল করতে হবে?
৪। খোয়াব দেখলেই পঞ্চাশোর্ধ হয়ে ৬ বছরের মেয়েকে বিয়ে করতে হবে?
৫। মুসলিম বাদে অন্য ধর্মের লোকদেরকে পাপী (৯/২৮), সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী (৯৮/৬) বলা যাবে?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

হাফিজ হুসাইন বলেছেন: অনেক বড় দার্শনিক হয়ে গেছেন@ এই আমি রবিন । রাসূল (সাঃ) যদি আপনার চোখে এতই বিতর্কিত মনে হয় তবে মক্কা মদীনার লাখো মানুষ কেন তাঁর (সাঃ) এর ছোঁয়ায় সোনার মানুষে রুপান্তরিত হলো? কেন তাঁর (সাঃ) এর গড়া সাহাবায়ে কেরাম পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ন্যায়বিচারক শাসক ছিলেন? এটা আমার কথা না। আপনার থেকেও বড় দার্শনিক অক্সফোর্ড হার্ভার্ড এর মুসলিম অমুসলিম গবেষকদের গবেষনা। আপনাদের কাজ শুধু মানুষের নিন্দা করা। আপনার মতো লোকদের তো দেখি না এমন কোন আদর্শ রেখে যেতে।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

ডা.আব্দুল্লাহ আহমেদ বলেছেন: খাদিজা(রা) এর মৃত্যুর পর কোন বিয়ে তিনি করেছেন বিধবাকে সামাজিক শেল্টার দিতে, কোন বিয়ে করেছেন কনের গোত্রকে ইসলামের প্রতি সহানুভূতিশীল করতে,যে লোকটা ৫৪ বছর পর্যন্ত চল্লিশ বছরের খাদিজাকে বিয়ে করে ২৫-৫৪ বছর পর্যন্ত কাটাতে পারেন,তাঁর ৫৪ বছরে খাদিজার মৃত্যুর পর বাঁকা চিন্তা করা অমূলক।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন: খুবই মুল্যবান তথ্য সমৃদ্ধ পোষ্ট ।
মহানবী সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা আছে তারা অনলাইনে পাওয়া মহানবীর সমালোচনাগুলি পাঠের সাথে সাথে তাঁকে নিয়ে অন্য লিখা ও সে সময়কার আরবের রিতিনীতি এবং সামাজিক দিকগুলি ১৪৩৯ বছর পিছনে গিয়ে দেখে আসলে আনেক কিছু খোলাসা হয়ে যাবে , তাদের অনেক ভ্রান্ত ধারনার পরিসমাপ্তি ঘটবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.