![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত এই পৃথিবী। এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে তা নিয়ে মানুষ এখনও তর্ক ও বিতর্ক চলছে। অথছ সবচেয়ে মজার বিষয় হল এই যে এই পৃথিবীতে আল্লাহর অস্তিত্ত নিয়ে অনেক বই লিখা হয়েছে । আল্লাহ (সুবা) অস্তিত্ব প্রমানের জন্য। নিস্যন্দে আমি বলতে পারি পৃথিবীর ভিতরে আল্লাহর অস্তিত্ব প্রমান রয়েছে। তা হল আমাদের পবিত্র কুরাআন শরিফ। যা আমাদের প্রিয় নবী রাসুল (স) এর নিকট জিব্রাইল (আ) এর মাধ্যমে নাজিল হয়েছে। ১৪০০ বছর আগে এই পবিত্র কোরআন শরিফ নাজিল হয়েছে। এখনও এই পবিত্র কোরআন শরিফ এর কথাও কোন পরিবর্তন ত দূরে থাকা এর একটি আয়াত পজন্ত পরিবর্তন হয়নি। আমরা আরও ফেরাউনের লাশ কে দেখতে পারি।আমরা মানুষ,জীবন, বিশ্ব নিয়ে চিন্তা করলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা প্রমান পায়। আমাদের একটা কথা মনে রাখা উচিত যাদের জীবন আছে তারা একে অন্যর নিরভশিল। কিন্তু আল্লাহ (সুবা) কারোর উপর নির্ভশিল নয়। এই যে সৌরজগত এর এক একটা নিজিস্ব কক্ষপথ আছে এরা কিছু নিয়মে চলে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে যেই অঞ্চলে নির্দিষ্ট কিছু আইনএ চলে সেই আইনের নিয়ন্ন্ত্রনের জন্য একজন নিয়ন্ত্রণকারী অবশ্যয় থাকবেন। যদি পৃথিবীর আইন নিয়ন্ত্রণের জন্য মানুষ চালায় তাহলে সৌরজগতের আইন নিয়ন্ত্রণের জন্য কে আছে? এর উত্তর খুব সহজ আল্লাহ (সুবা) তিনি কারর উপর নির্ভর্শিল নয়। আল্লাহ (সুবা) পরিচয় নিয়ে সু রা এখলাস নাজিল হয়।
(1. Say: He is Allah, the One and Only;
2. Allah, the Eternal, Absolute;
3. He begetteth not, nor is He begotten;
4. And there is none like unto Him.) (সূরা ইখলাস) তাহলে মানুষ যদি নিজেকে সৃষ্টিকর্তা ভাবেন তাহলে তাকে সূরা ইখলাসের ৪টা শর্ত মানতে হবে। তাহলে এতে কোন সন্দেহ নেই যে আল্লাহ (সুবা) আমাদের সৃষ্টিকর্তা। যারা ইসলাম কে না বুঝে তর্ক করে তাদের সর্ম্পকে আল্লাহ (সুবা ) কোরআন শরীফে এরশাদ করেন যে ("Will they not look at the camels, how they are created! And the heaven, how it is raised! And the mountains, how they are set up! And the earth, how it is spread!") [Al-Ghashiya: 17-20] আপনারা এই আয়াত টার কথা চিন্তা কোরেন? ইসলাম এমন একটি ধর্ম যা শুধু মাত্র শান্তি নয় সব সমস্যার সমাধান দেয় । যেমন (To thee We sent the Scripture in truth, confirming the scripture that came before it, and guarding it in safety: so judge between them by what Allah hath revealed, and follow not their vain desires, diverging from the Truth that hath come to thee. To each among you have we prescribed a law and an open way. If Allah had so willed, He would have made you a single people, but (His plan is) to test you in what He hath given you: so strive as in a race in all virtues. The goal of you all is to Allah. it is He that will show you the truth of the matters in which ye dispute; ) (48. - Al-Ma’ida)
১২ ই মে, ২০১১ সকাল ৯:৪৯
ফুটবলকেএস বলেছেন: ভাই আপনি যে উপরের উক্তি টা দিয়েছেন সেখান থেকে আল্লাহর অস্তিত্ত্ব প্রমান করা যায়। যদি সৌরজগতের গ্রহগুলো যদি নিয়মে না চলত তাহলে আজকে পৃথিবী ধবংস হয়ে যেত। আর সৃষ্টিকর্তা যদি কারোর নিয়ন্ত্রনই থাকত তাহলে সে কখনই সৃষ্টিকর্তা হতে পাড়তা না। একটা উদাহরন দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী ১ জন। যদি প্রধানমন্ত্রী ২ জন হলে কি হত। নিশ্চয় মারামারি এবং এলাকা নিয়ে যুদ্ধ বাদত । আর সৃষ্টিকর্তা যদি ২ জন হয় সেখানে এই সোরজগত একটা নিয়মে চলা অসম্ভব ছিল। এখানে প্রচুর পরিমানে বিশৃঙ্খলা হত।
২| ১১ ই মে, ২০১১ রাত ১০:১৩
সোহাগহোসেন বলেছেন: কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ)
১২ ই মে, ২০১১ সকাল ১০:০৮
ফুটবলকেএস বলেছেন: সোহাগ ভাই আপনি যে কাজ করছেন আমার ব্লগে সেয়ার করার জন্য ধন্যবাদ।
৩| ১১ ই মে, ২০১১ রাত ১১:০৮
আদনান_ফিরদাউস বলেছেন: @আহমেদ মুস্তফা জিহাদী
ভাই, আপনার তো মনে হয় মাথায় সমস্যা আছে। যা জানেন না তা নিয়ে কথা না বলাই ভাল
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১১ রাত ৯:১০
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: এই যে সৌরজগত এর এক একটা নিজিস্ব কক্ষপথ আছে এরা কিছু নিয়মে চলে।
নিয়ম মনে করলেই নিয়ম, অনিয়ম ভাবলেই অনিয়ম ... যদি আমরা ভাবি সূর্য পূর্বে না উঠে উত্তরে ওঠার কথা ছিল, আর দক্ষিণে অস্ত যা্ওয়ার কথা ছিল, তাহলেই তো পূর্ব দিকে ওঠার নিয়ম অসত্য হয়ে যায়। আসল কথা হলো এটা যে নিয়ম এটা কিভাবে বুঝলেন ??
একটা কথা আমাদের মনে রাখতে হবে যে যেই অঞ্চলে নির্দিষ্ট কিছু আইনএ চলে সেই আইনের নিয়ন্ন্ত্রনের জন্য একজন নিয়ন্ত্রণকারী অবশ্যয় থাকবেন। যদি পৃথিবীর আইন নিয়ন্ত্রণের জন্য মানুষ চালায় তাহলে সৌরজগতের আইন নিয়ন্ত্রণের জন্য কে আছে?
সব কিছু নিয়ত্রনের জন্য কী নিয়ত্রনকারী আবশ্যক ?? তাহলে আল্লাহর নিয়ত্রন কারী কে ?? আর যদি তা না-ই হয় তাহলে সৌরজগত একা একা নিয়ন্ত্রিত হতে পারবেনা কেন ??