![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদেখা হত্যাকারী
সময় তুমি হত্যাকারী
এক অদৃশ্য খুনী তুমি
তুমি হত্যা করেছ আমার প্রান প্রিয় শৈশব
উদাম গায়ে মুক্ত দিনগুলি
তুমি হত্যা করেছ আমার প্রান প্রিয় স্বজন
যে আজও বর্তমান
কিন্তু স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে আসে, সময়ের পালাক্রমে
তুমি হত্যা করেছ আমার প্রান প্রিয় ভাললাগাগুলো
সবুজ মাঠ, ঘুড়ি উড়ানো
ঝাপিয়ে পরে সাতার কাটা
সময়ের কাজগুলো অসময়ে করা
তুমি হত্যা করেছ আমার প্রান প্রিয় বাবাকে
বাবাকে হারিয়েছি, কিন্তু সমগ্র সত্ত্বাময়
তিনি ছিলেন অমলিন, সদা জীবন্ত
আজ কখনোবা মনে হয়
সময়ের সাথে সাথে অনেকটা মলিন হয়েছে
তুমি হত্যা করছ আমার প্রান প্রিয় দেহকে
ধীরে ধীরে , গ্রাস করে নিচ্ছ অমার শক্তি বল
একদিন হযতবা দেখব, আমি যেন পুর্বের আমি নই
আমি যেন পরগাছা, করুনার পাত্র
সময়, তুমি কেবল ভাংতে পার
সময়, তুমি গড়তে পার না
সময়, তুমার কাছে চাওয়ার আছে
তবে নতুন কিছু নয়
কেবল যা তুমি ছিনিয়ে নিয়েছ
আমাকে ফিরিয়ে দাও. আমাকে ফিরিযে দাও
নতুবা একদিন
সময়ের হাতে সময়
তুমিও বলিদান হবে।
©somewhere in net ltd.