![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ নামক সোনার হরিনের পেছনে আমরা সবাই পাগলের মত ছুটে চলেছি। কিন্তু প্রকৃত সুখ কী? সুখের কি কোন নির্দিষ্টতা রয়েছে? সুখ বহুরুপী। ইহা নানাভাবে আমাদের ছুয়ে যায়। প্রাচুর্যের মধ্যে যেমন সুখ নাও থাকতে পারে, তেমনি অভাবের সংসারেও হতে পারে সুখের নিবাস।
আমার বাস্তব জীবন থেকে নেওয়া একটি উদাহরন না টেনেই পারছি না। স্কুলের চৌকাটে তখনো পা রাখা হয়নি। বয়স আর কত হবে? এই ৪ বা ৫ । এমনি এক প্রখর দুপুরে, বস্ত্রহীন দেহে পাকা মেঝেতে ঊপুড় হয়ে শুয়ে ভাবছিলাম-সুখ কাকে বলে? সুখের সংজ্ঞা কী? গ্রীষ্মের দাবদাহ ছিল। দরজায় ছিল পর্দা টানানো । পর্দা টেলে বাতাস কক্ষে প্রবেশ করছিল। আমার পেটে লাগছিল মেঝের ঠাণ্ডা এবং পিটে লাগছিল পর্দা ঠেলে আগত বাতাস। হঠাৎ আমি উঠে দাড়ালাম এবং নিজেকে নিজেই বললাম ' সুখের সজ্ঞা পেয়ে গেছি। এক সাথে পেটে এবং পিটে ঠান্ডা লাগাকেই সুখ বলে।'
আজ এই জীবনের সুদীর্ঘ পথ পরিক্রমায় কতবার যে কতভাবে সুখ ধরা দিয়েছে, কতভাবে যে সুখ হাড়িয়ে গেছে,জানা নেই। সেই শিশু কালে একসাথে পেটে পিটে ঠান্ডা লাগাটাই ছিল সুখের মাপকাটি। আর আজ বুজছি , সুখ হল এক নিষ্টুর সত্য, এক আপেক্ষিক অধরা বাস্তবতা।
©somewhere in net ltd.